নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অর্থ মানুষকে প্রভাবশালী নয় বরং জ্ঞানই মানুষকে প্রভাবশালী বানায়। (Fb.com/Mohammad.Hasib || [email protected])

মেহেদী হাসান হাসিব

বিচিত্র ব্যক্তিত্বের অধিকারী

মেহেদী হাসান হাসিব › বিস্তারিত পোস্টঃ

অভিমানিনীকে লেখা প্রথম এবং শেষ চিঠি

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৫৪

প্রিয় অভিমানিনী,

আজ কোন ক্ষুদে বার্তা বা স্মার্টফোনের সিমকলে নয়। প্রিয় রঙের নীল খামে তোমাকে লেখা আমার প্রথম আর শেষ চিঠি- ইচ্ছে পূরণ করে নিলাম।
অভিমানিনী, কথা তুমি রাখনি। সেই স্বপ্নের সোনালি দুপুরে গায়ের গন্ধ শুকতে-শুকতে আমাকে কথা দিতে বলছিলে, ছেড়ে যেন না যাই। অভিমানিনী, আমিতো যাইনি। কত বসন্ত পার করলাম তোমায় নিয়ে। পাখির কন্ঠে কন্ঠ মিলিয়ে দুইজন গেয়েছিলাম প্রণয়ের গান। গোধূলীতে বাবা-মার চোখ ফাঁকি দিয়ে চলে আসতে লেকের পারে গলা ধরে আড্ডা করতে।
অভিমানিনী, সেই বৈশেখে শাহবাগের পিচঢালা রাস্তায় শাড়ি পরে হাত ধরে হাঁটতে হাঁটতে বলেছিলে, ছেড়ে যাবে নাতো। বলেছিলাম, পাগলীটা, যাব না। আমি যাইনি। বর্ষায় পা মিলিয়ে দৌড়েছি দুজন বৃষ্টিতে ভিজে। সে-বার শরতে বসে কাব্য রচনা করেছিলাম। কাব্যগ্রন্থের নাম অভিমানিনী আর উতসর্গ পাত্রে তোমার নামটি বোল্ড করে লেখা।
অভিমানিনী, হেমন্তে তুমি যেই সন্তানের অস্তিত্বও নেই তার নাম রেখেছিলে "আফান" আর মেয়ে হলে আমার উপন্যাসের "শোভা"। শীতের রাতে কম্বল গায়ে বিয়ের পরের সংসার নিয়ে গল্প করতে। শীতের এক সকালে রেস্টুরেন্টের লম্বা সোফায় বসে তোমার ওড়না গায়ে জরিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ কম্বলের উষ্ণতা অনুভব করেছিলাম।
অভিমানিনী, কত ঘুমিয়েছি তোমার কোলে বিশ্ববিদ্যালয়ের খালি ক্লাসরুমে। আজ রাতের পর থেকে তুমি ঘুমাবে অন্যের ঘরে। যাকে তুমি কোনদিন চেননি, জানো না।
এক গ্রীষ্মে এলে আরেক গ্রীষ্মে আয়োজন করে চলে গেলে। কে বল, আমাকে আগামী বসন্তে কোকিলের গান শোনাবে।
দোয়া করি সংসারে সুখী হও। আমার আজ একটি আবদার, তোমার বাসর রাতে যখন তোমার স্বামী তোমাকে স্পর্শ করে তোমাকে উত্তেজিত করে তুলবে তখন ভুল করেও তার স্পর্শে আমাকে খোঁজার চেষ্টা কোরো না। তোমার জন্য আমার দেয়া উপহার আমার, চশমাটা। আমি আর লেখব না। লেখব না কোন গল্প, কোন উপন্যাস, কোন কাব্য। আমার লেখায় আর থাকবেনা কোন স্বার্থপর সমন্বিত অভিমানিনী। অভিমানিনী- তোমার উপহার যত্নে রেখ।

ইতি,
তোমার প্রতিক্ষিত প্রেমিক

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:১৯

মাহমুদুর রহমান বলেছেন: ভালোবাসায় ব্যর্থ হওয়া প্রতিটি মানুষের অন্তরে কবি,সাহিত্যিকদের আত্মা এসে ভর করে।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৩

মেহেদী হাসান হাসিব বলেছেন: জ্বী ভাই! কথা সত্য।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩৫

বলেছেন: অনেক সুন্দর লিখেছেন

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৮

মেহেদী হাসান হাসিব বলেছেন: আপনার মন্তব্যের জন্য অসংখ্য সীমাহীন ধন্যবাদ!!

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১১

বাকপ্রবাস বলেছেন: ভাবনাটা সুুন্দর ছিল। শুধু একটা অংশ ছাড়া, সেটা হল বর এর প্রসঙ্গ টেনে আনা, সেটা আসলে প্রেমের মাঝে হিংসা ঢুকে যায়, দুই এর মাঝে তিন ঢুকে যায় তায় ও বিষয়টা অস্পষ্ট রাখলেই সুন্দর থাকে। ওটা সবাই জানে তায় ওটা ভাবার ভারটাও পাঠককে দিলে লেকার গভীরতাও বেড়ে যায়।
অনেক কথা বলে ফেললাম, সরি।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

মেহেদী হাসান হাসিব বলেছেন: না ভাই ভুলতো আপনারাই ধরিয়ে দিবেন। অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য বকাপ্রবাস ভাই।

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:১৮

রাকু হাসান বলেছেন: চিঠিটি তো চমৎকার ! :) বেশ কিছু লাইন দারুণ লেগেছে । প্রথম লাইনটিই তো আকর্ষণ নিয়েছেন। সোনালী দুপুরে গায়ের গন্ধ শুকতে শুকতে আমাকে কথা দিতে বলছিলে । ---- আরও বেশ কিছু লাইন ভাল কাব্য । শুভকামনা হাসিব ভাই!

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৫

মেহেদী হাসান হাসিব বলেছেন: ধন্যবাদ ভাই! :)

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৪৪

আরোগ্য বলেছেন: মেহেদী ভাই চিঠির মূল্য কেবল প্রকৃত সাহিত্যিকরাই বুঝে। বরাবরের মত ভালো লাগলো।অতীত কষ্ট ভুলে যান নতুন করে জীবন সাজান।

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩৪

মেহেদী হাসান হাসিব বলেছেন: জ্বী অবশ্যই ভাই

৬| ৩০ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:০৬

খায়রুল আহসান বলেছেন: অভিমানিনীকে লেখা অভিমানীর চিঠিটির আবেগ হৃদয়স্পর্শী। ভাল লেগেছে। +
১ ও ৩ নং মন্তব্যদুটো ভাল লেগেছে। বাকপ্রবাস এর মন্তব্যের সাথে একমত পোষণ করি।
আপনার প্রথম পোস্ট "ছোট গল্প– জাদু কলম" পড়ে একটি মন্তব্য করেছিলাম এবং সেটা আপনাকে জানিয়েছিলামও। আশাকরি সময় করে একবার পড়ে নেবেন এবং কিছু বলবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.