নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অর্থ মানুষকে প্রভাবশালী নয় বরং জ্ঞানই মানুষকে প্রভাবশালী বানায়। (Fb.com/Mohammad.Hasib || [email protected])

মেহেদী হাসান হাসিব

বিচিত্র ব্যক্তিত্বের অধিকারী

মেহেদী হাসান হাসিব › বিস্তারিত পোস্টঃ

১০০ শব্দের গল্প (পাথরে ফুল)

২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫


পেটে পাঁচ মাসের বাচ্চা থাকা অবস্থায় তাদের বৈবাহিক সম্পর্কের ইতিটানা হয়। তার চার মাস পর যেই বাচ্চার ভূমিষ্ট হয় তার বাবা ছিল ধনশালী ব্যবসায়ী, মা এখন চাকরানী। মানুষের বাসায় কাজ করে ছেলেকে নিয়ে ঢাকার বাসাবো এলাকার বস্তিতে থাকে। না কোন সিনেমার গল্প নয়। আমার দেখা সেরা অপ্রিয় সত্য ঘটনা অবলম্বনে। ছেলেটি এখন আঠরো বছরের সিজোফ্রেনিয়া রোগী। ছেলেটির মার কাছ থেকে জানতে চাওয়ায় তিনি জানান, আমার ছেলেটা বুঝ হওয়ার পর থেকেই জানি কেমন কেমন। খুব সাহসী আর সারাদিন চিন্তা করত। পাথরে ফুল ফুটানোর চেষ্টা করত আমার ছেলেটা। অবাক নিষ্পাপ চোখে আমার চোখে তাকিয়ে প্রশ্ন করতো, মা, বাবা কোথায়? আমি বাবাকে চাই।

ছবি-গুগল

মন্তব্য ৪৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১৪

পদাতিক চৌধুরি বলেছেন: গল্প হিসেবে মন্দ নয় ।

শুভকামনা রইল ।

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১৫

মেহেদী হাসান হাসিব বলেছেন: প্রথম মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ পদাতিক ভাই

২| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১৫

আরোহী আশা বলেছেন: বাহ গুনে গুনে এক্কেবারে একশো!
ছবিতেই মুগ্ধতা। পড়ার আগে গুনে নিলাম। ছবি দেখে মন্তব্য করলাম। এবার পড়া শুরু করি।

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১৬

মেহেদী হাসান হাসিব বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু। পড়া শেষে জানিয়ে গেলেন না?

৩| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১৮

ঢাকার লোক বলেছেন: দুঃখজনক! এ ধরনের পরিস্থিতিতে বিবাহ বিচ্ছেদ হলে বিদেশে বাবাকে আদালত একটা নির্দিষ্ট সময় পর্যন্ত "চাইল্ড সাপোর্ট" দিতে বাধ্য করে . আমাদের দেশেও এরকম ব্যাবস্থা থাকা দরকার । মহিলার বাবা, ভাই বা অন্য আত্মীয় স্বজনও তো কেউ একটু সাহায্যের হাত বাড়াতে পারতেন !

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২৩

মেহেদী হাসান হাসিব বলেছেন: আত্নীয় বলতে শুধু সহায়হীন মা ছিল।

৪| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২০

রাজীব নুর বলেছেন: আহারে---
আমাদের দেশের মানুষ গুলো অনেক দুঃখী।

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২৬

মেহেদী হাসান হাসিব বলেছেন: হুম ভাইজান! ধন্যবাদ মন্তব্যের জন্য।

৫| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: গল্প ভাল লেগেছে।

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২৮

মেহেদী হাসান হাসিব বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য ভাই।

৬| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪২

নজসু বলেছেন:




.
১০০ শব্দের গল্পে পাঠকের বুকে ১০০ x১০০=১০,০০০ কষ্টের শেল বুকে বিঁধল যেন।

এরকম সন্তান না জানি আরও কত ছড়িয়ে ছিটিয়ে আছে।

আমি যতদূর জানি, অন্তঃসত্ত্বা অবস্থায় স্ত্রীকে তালাক দিলে সন্তান ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত তালাক কার্যকরী হবে না।

নিশ্চাপ শব্দটার অর্থ বুঝতে পারলকম না।
নাকি ওটা অবাক নিশ্চুপ হবে।
আমার ধারণা ভুলও হতে পারে।

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৩২

মেহেদী হাসান হাসিব বলেছেন: নিষ্পাপ হবে। টাইপের সময় দৃষ্টি বিভ্রম হয়। ওটাকেই সঠিক দেখেছিলাম।

৭| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৮

আহমেদ জী এস বলেছেন: মেহেদী হাসান হাসিব ,



কঠিন বাস্তব ।
এমন অনেক কাহিনীই ছড়ানো ছিটানো আছে জীবনের পথে পথে ।

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৪

মেহেদী হাসান হাসিব বলেছেন: হুম ভাই। জীবন থেকেই গল্প নেয়া হয়।

৮| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২৫

তারেক ফাহিম বলেছেন: ছবি দেখে ব্লগটি পড়তে আসা।

ছবির সাথে লেখার সারাংশের অন্তমিল অনেক।

অপ্রিয় হলেও এমন অনেক ঘটনা ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের চারপাশে।

দিন দিন আমরা মানুষ হিসেবে মনুষত্ব হারাচ্ছি।

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৮

মেহেদী হাসান হাসিব বলেছেন: চরম বাস্তবতা গল্প উপন্যাসের পাতাকেও তুচ্ছতার আসনে নিয়ে যায়।

৯| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২৭

আরোগ্য বলেছেন: সিজোফ্রেনিয়া , নামটা ভয়ংকর। যার পরিবারের কেউ এ সমস্যায় আক্রান্ত সেই বুঝে। আমি খুব ভালো করেই চিনি। আল্লাহ সকলকে এর থেকে আরোগ্য দান করুন।

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪২

মেহেদী হাসান হাসিব বলেছেন: আমার ব্যক্তিগতভাবে অনেক মানসিক রোগের সাথে পরিচয় আছে। একসময় এমনকি এখনো মানসিক ডিসঅর্ডারে আক্রান্ত। আমার দেখা ও জানা মতে সিজোফ্রেনিয়া সবচেয়ে ভয়াবহ রোগ।

১০| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৪

আরোহী আশা বলেছেন: কষ্টকাকীর্ণ সমাপ্তি বেদনা দিয়েছে। দক্ষ হাতের লেখায় কষ্টরাও দক্ষতার পরিচয় মেলে বাধ্য সন্তানের মতো আপনার ব্লগে চুপচাপ বসে। সব মিলিয়ে ++

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৬

মেহেদী হাসান হাসিব বলেছেন: আবার ফিরে এসে মন্তব্য করায় কৃতজ্ঞ প্রকাশ করলাম।

১১| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৮

ঢাকার লোক বলেছেন: উপরে নজসু র মন্তব্যের প্রেক্ষিতে জানার জন্য,
অন্তঃসত্ত্বা অবস্থায় তালাক বৈধ, তবে মহিলার "ইদ্দত" এর সময় কাল বাচ্চা প্রসব করা পর্যন্ত .
https://islamqa.info/en/answers/12287/divorcing-a-woman-by-talaaq-when-she-is-pregnant

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৪

মেহেদী হাসান হাসিব বলেছেন: অবশ্যই। তবে লোকটা ধনশালী হওয়ায় অর্থের মাধ্যমে আইনি বিধি উপেক্ষা করতে সক্ষম হয়।

১২| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০৩

আরোগ্য বলেছেন: মেহেদী ভাই, এ রোগে মানুষ নিজের মধ্যে থাকে না, তার রচিত কল্পনার জগতে বাস করে। নিজ চোখে না দেখলে বোঝা মুশকিল। কেউ তো বলে আসর অথবা চালান। মেডিকেলেও যথাযথ চিকিৎসা নেই।

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০৯

মেহেদী হাসান হাসিব বলেছেন: হুম। আর সঠিক মানসিক চিকিৎসার ব্যবস্থা থাকলেও প্রচুর ব্যায়বহুল।

১৩| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কিছু লোক বিয়েকে ছেলে খেলা মনে করে...

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:১১

মেহেদী হাসান হাসিব বলেছেন: বিয়ে জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাকি জীবনটা কেমন কাটবে তা নির্ভর করে এর উপর।

১৪| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৪

ওমেরা বলেছেন: প্রতিটা সন্তান বাবা,মা কে চায়। কোন একজন ছারা সন্তানের জীবন অসম্পূর্ণ।

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৩

মেহেদী হাসান হাসিব বলেছেন: ছেলেটা বেঁচে আছে কিনা এখনো জানা নেই।

১৫| ২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৫

মোস্তফা সোহেল বলেছেন: গল্প ভাল লাগল।

১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৮

মেহেদী হাসান হাসিব বলেছেন: ধন্যবাদ মোস্তফা ভাই। পাশে থাকবেন।

১৬| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:১৯

ফারিহা হোসেন প্রভা বলেছেন: বাসাবোর কোথায় ভাইয়া? ঠিকানাটা আমাকে দিতে পারবা প্লিজ?

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৭

মেহেদী হাসান হাসিব বলেছেন: ঠিকানাটা সঠিক জানা নেই। অনেকদিন আগের কথা।

১৭| ৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৫

নজসু বলেছেন: কই গেলেন? নিখোঁজ কেন ভাই?

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৯

মেহেদী হাসান হাসিব বলেছেন: আসছি ভাই!

১৮| ০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৯

মাহমুদুর রহমান বলেছেন: মাঝে মধ্যেই একটা প্রশ্ন আমাকে ভাবিয়ে তোলে," মানুষ এতো অমানবিক হয় কি করে!"

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০০

মেহেদী হাসান হাসিব বলেছেন: কিছু মানুষ খুব নির্মম। অনেকদিন পর ব্লগে আসলাম কেমন আছেন ভাই?

১৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

আরোগ্য বলেছেন: লেখাটি আপনাকে উৎসর্গ করেছি

২০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১:১১

বলেছেন: আশা করি সুস্থ আছেন।
পোস্ট না করলেও ব্লগে আসুন




আশা করি সুস্থ আছেন।
পোস্ট না করলেও ব্লগে আসুন।

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০১

মেহেদী হাসান হাসিব বলেছেন: ফিরে এসেছি আপনাদের ভালবাসায়।

২১| ০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ৮:১৫

নজসু বলেছেন:


আপনাকে অনেকদিন দেখিনা। :(

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৩

মেহেদী হাসান হাসিব বলেছেন: আসছিতো ভাই!

২২| ১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৭

মুক্তা নীল বলেছেন: এটা কি সত্য ঘটনা না গল্প? আমার খুব কস্ট লাগছে? আপনার লিখায় তো সত্য ঘটনাই মনে হচ্ছে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৮

মেহেদী হাসান হাসিব বলেছেন: সত্য ঘটনা!

২৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৫

নীল আকাশ বলেছেন: অন্তঃসত্ত্বা অবস্থায় তালাক বৈধ, তবে মহিলার "ইদ্দত" এর সময় কাল বাচ্চা প্রসব করা পর্যন্ত। এটা কি আপনি জানতেন?
এটা খুব নির্মম গল্প লিখেছেন!! পাঠকদের মনে গভীরে কুঠারাঘাত দেয়া যদি আপনার টার্গেট হয়ে থাকে তাহলে আপনি সফল হয়েছেন।
গল্পটা ভালো হয়েছে তবে পড়ে মন খারাপ হয়েছে।
ধন্যবাদ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১২

মেহেদী হাসান হাসিব বলেছেন: এটা সত্য ঘটনা। এখানে অনেক নির্মমতা জড়িত। ঘটনাটা নিয়ে স্থানীয় মানুষদের মাধ্যমে অনেক তোলপার শুরু হয়েছিল অনেক বছর আগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.