নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মাহমুদুল হাসান ইমরোজ, ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক, ছোটবেলা থেকে খুব অল্পতেই তুষ্ট,কারো উপর অনধিকার চর্চা থেকে নিজেকে গুটিয়ে রাখতাম এখনও তেমনই আছি, কবিতা ভালোবাসি, কবিতার উপর প্রচণ্ড আবেগ ভালোবাসা......কবিতার সাথেই থাকতে চাই

মাহমুদ আল ইমরোজ

সাধারণ মানুষ তাই ভাবনাগুলো সাধারণ

মাহমুদ আল ইমরোজ › বিস্তারিত পোস্টঃ

সোনার বাংলাদেশ

০৮ ই আগস্ট, ২০১৫ রাত ২:৫৩

অপলক নেত্রে চেয়ে দেখ
সবুজ শ্যামল এ ভূমি,
পাবেনা খুঁজে এর মতো পৃথিবীর বুকে
কোন স্বর্গীয় স্থান তুমি।

যাও তুমি আকাশপানে
সেথা হতে সাগর জলে,
সেথায় গিয়ে ভেড়াও তরি
নেইকো দেখা সব বিফলে।

এবার তুমি দেশ বিদেশে
গিয়ে সেথায় দেখবে ঘুরে,
ফুলের গন্ধে ভ্রমর কোথায়
কোকিল মামা কোন সুদূরে?

কোন বিজনে দোয়েল পাখি
মনের সুখে যাচ্ছে উড়ে,
কোন খেয়ালে বকের সারি
পাচ্ছে মজা ডানা মেলে?

অবশেষে সব ছাড়িয়ে
ফিরবে তুমি আমার দেশে,
বলবে এসব অবাক হয়ে
সকল কিছু তোমার শেষে।

তোমার কাছে নেইতো কোন
দুঃখ ব্যাথা যন্ত্রনার ক্লেশ,
তোমায় পেয়ে ধন্য আমি
ওগো সোনার বাংলাদেশ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৫ রাত ২:৫৬

মাহমুদ আল ইমরোজ বলেছেন: উৎসাহ পাচ্ছিনা। উৎসাহের বড়ই আকাল চলছে। তারপরও চালিয়ে যেতে চাই...।

২| ০৮ ই আগস্ট, ২০১৫ রাত ২:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন: দারুন হয়েছে ভাই

৩| ০৮ ই আগস্ট, ২০১৫ রাত ৩:০৪

মাহমুদ আল ইমরোজ বলেছেন: ধন্যবাদ..ছোটবেলায় লিখেছিলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.