নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মাহমুদুল হাসান ইমরোজ, ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক, ছোটবেলা থেকে খুব অল্পতেই তুষ্ট,কারো উপর অনধিকার চর্চা থেকে নিজেকে গুটিয়ে রাখতাম এখনও তেমনই আছি, কবিতা ভালোবাসি, কবিতার উপর প্রচণ্ড আবেগ ভালোবাসা......কবিতার সাথেই থাকতে চাই

মাহমুদ আল ইমরোজ

সাধারণ মানুষ তাই ভাবনাগুলো সাধারণ

মাহমুদ আল ইমরোজ › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ নির্বাক রোদন

০৬ ই জুন, ২০১৬ ভোর ৪:৩০



এই নোনাজল টুপটাপ-
গড়িয়ে ভরে যায় জমিন আসমান
এই বিন্দু বিন্দু ফোঁটায়-
সিন্ধুসম শোকানল ধরনীতে ভাসমান।
এই দিশেহারা শিশুটির-
রুদ্রমাতম, নিষ্পাপ চাহনিতে অভিমান
সব লুটেছে নির্দয় বোধ-
জগতে মনুষ্যত্ব কেন আজ নিষ্প্রাণ!
ধুলোয় লুটায় মাতৃদেহ-
রক্তবানে সিক্ত তপ্ত-মরুময় রাজপথ,
গগনবিদারী আর্তনাদে-
কেঁপে ওঠে নিমিষেই মাতৃ যবনিকাপাত।
অনলে দহন মানবমনে-
আজ জেগেছে অবিচল দৃঢ় প্রতিবাদ,
নেমে যাবে যবে আঁধার-
কভু না হারায় যেন শিশুর তীব্র নিনাদ।
এই রোনাজারি ভয়াল-
তীব্র আক্রোশে জাগ্রত বিমূর্ত-প্রতীক,
এই নির্বাক রোদন-
কালের খেয়ায় ভেসে বেড়ানো ঘৃণ্য ধিক।


মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৬ ভোর ৪:৪০

আল-আমিন হুসাইন বলেছেন:

আর কতটা দৌড় ঝাপ করলে বলো বলবে ......।
আমিও তো মানুষ,
জীবনের সাথে কেন আজ সকল প্রপ্তি গুলো
পাতা ঝরার মত করে ঝরিছে বেদম হায়;
জীবনের কাছে তবু জীবনের কিছু ঋণ থাকিয়াই যায়।
কতটা দিতে পেড়েছি তা জানিনা কিছু আমি
সময়ে বন্ধু বলিও যা কিছু বলিতে চাও তুমি...
দিনে দিনে বড় শঙ্কা ভয় বাধিছে হৃদ তটে
না জানি শেষ তার হেলা টুকুই ফের পাই পুরনো জমানো
শীর্ণ আঁচল কোণে, হায় বারে বারে কেন সে কথা প্রানে রোদন তুলিয়া যায় ...
তবু যদি বলিতে চাহ বন্দু বলিও শুধু নিজে
কোন মধ্য মানবের হাতে তুলে দিওনা প্রিও এ ক্রীতদাসেরে ;;;

০৯ ই জুন, ২০১৬ রাত ১২:৩১

মাহমুদ আল ইমরোজ বলেছেন: সুন্দর লেখা.... ধন্যবাদ

২| ০৬ ই জুন, ২০১৬ সকাল ৮:৪৮

শামছুল ইসলাম বলেছেন: হোক প্রতিবাদ !!!!

ভাল থাকুন। সবসময়।

০৯ ই জুন, ২০১৬ রাত ১২:২৯

মাহমুদ আল ইমরোজ বলেছেন: প্রতিবাদ একটি সাংঘাতিক প্রতিরোধক.... ধন্যবাদ আপনাকে...

৩| ০৬ ই জুন, ২০১৬ সকাল ৯:৫৮

কল্লোল পথিক বলেছেন: এই রোনাজারি ভয়াল-
তীব্র আক্রোশে জাগ্রত বিমূর্ত-প্রতীক,
এই নির্বাক রোদন-
কালের খেয়ায় ভেসে বেড়ানো ঘৃণ্য ধিক।

সুন্দর কবিতা।

০৯ ই জুন, ২০১৬ রাত ১২:৩০

মাহমুদ আল ইমরোজ বলেছেন: ধন্যবাদ.. কল্লোল পথিক ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.