নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মাহমুদুল হাসান ইমরোজ, ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক, ছোটবেলা থেকে খুব অল্পতেই তুষ্ট,কারো উপর অনধিকার চর্চা থেকে নিজেকে গুটিয়ে রাখতাম এখনও তেমনই আছি, কবিতা ভালোবাসি, কবিতার উপর প্রচণ্ড আবেগ ভালোবাসা......কবিতার সাথেই থাকতে চাই

মাহমুদ আল ইমরোজ

সাধারণ মানুষ তাই ভাবনাগুলো সাধারণ

মাহমুদ আল ইমরোজ › বিস্তারিত পোস্টঃ

রমজানের কবিতা: মুমিনের জীবনে রমজান

১৯ শে জুন, ২০১৬ রাত ৮:২২



মুমিনের জীবনে আবার এলো
পবিত্র মাহে রমজান,
খোদার দেয়া এতো শ্রেষ্ঠ সুযোগ
ইবাদত হোক অফুরান।
রহমতের দুয়ার খুলেছে আজ
বয়ে যায় শান্তির বান,
সেই রহমের ধারা অবারিত হয়ে
ভরে যাক মন ও প্রাণ।
এসেছে ডাক বেহেশত হতে দায়ীর
কল্যাণকামী স্বাগতম,
ফিরে যাও যতসব অশুভ প্রত্যাশী
পয়গাম চলে হরদম।
ছুঁয়ে যাবে প্রতিটি হৃদয় প্রশান্ততৃপ্তে
রোজা রেখে প্রাণপণ,
পানাহার ছেড়ে প্রভুপ্রেমে একাকার
দিবানিশি মুমিনের অর্জন।
অভাগা আজো অতি বেখবর সাধনায়
নেই কোনো মনোরঞ্জন,
সব চলে তার আনন্দে ভেসে ধরাধাম
টুটে যায় রহমের বন্ধন।
ক্ষমা চলে পুরোদমে খোদা তা’আলার
মুমিনের জীবনে আসে ছন্দ,
অসীম হাহাকার বুনে পথহারা অভাগা
পাপাচারে ডুবে হয় অন্ধ।
জেগে ওঠো হে প্রিয় মুমিনবান্দা আজ
রোজা রেখে পড় কোরআন,
রহমের ধারা খুলে যাবে রবের ইশারায়
সার্থক হবে মুমিনের রমজান।
(ঢাকা, ১৯/০৬/১৬)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৬ রাত ৮:৪২

বিজন রয় বলেছেন: সুন্দর।

রমজানুল মোবারক।

২১ শে জুন, ২০১৬ রাত ২:২৬

মাহমুদ আল ইমরোজ বলেছেন: ধন্যবাদ বিজয় দাদা...ভালো থাকুন..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.