নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মাহমুদুল হাসান ইমরোজ, ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক, ছোটবেলা থেকে খুব অল্পতেই তুষ্ট,কারো উপর অনধিকার চর্চা থেকে নিজেকে গুটিয়ে রাখতাম এখনও তেমনই আছি, কবিতা ভালোবাসি, কবিতার উপর প্রচণ্ড আবেগ ভালোবাসা......কবিতার সাথেই থাকতে চাই

মাহমুদ আল ইমরোজ

সাধারণ মানুষ তাই ভাবনাগুলো সাধারণ

মাহমুদ আল ইমরোজ › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ ঢাকা আজ ফাঁকা

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৬



ঢাকা অাজ ফাঁকা
সব হারিয়ে একা
বুড়ির ধারে থাকা
কাকরাজ্যে কা কা।

মারলাম এক চাঁকা
এই দিকে তাকা,
করিস না আর কা কা
চল সাথে, ঢাকাতো ফাঁকা।
থাকতে হবে বুখা
বাজার না কি খা খা!

গাবতলী হাটে রাখা
গরু লাখ লাখ টাকা,
ভিতরটা না কি ফুঁকা
ইনজেকশনে সাকা।
খৈল ভূসি নাই রাখা
ঘাসেরও নাই দেখা।

তাই চল, ছেড়ে ঢাকা
মুখটা করিস না বাঁকা
পাবি গোশতের থোকা
খেয়ে করিস কা কা।

এই তোর শেষ মওকা
কত আর হবি বোকা!
ঢাকায় শুধুই ধোকা
ভাগাড়ে পোকা আর পোকা।
গাঁয়ের পথ আঁকাবাঁকা
কিন্তু পাবি নদীর দেখা,
মিষ্টিজলে মিষ্টি হবে কা কা
ঝটপট করে মেল পাখা।

সেলফি হবে? তবেই ঢাকা
ছাড়ব আমি, কথা পাঁকা,
বন্ধুদের জানাই আজ একা
কাল যেন পাই তোদের দেখা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.