নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আততায়ী।

মেহরাব হাসান খান

আমি H2O,,,,Solid,Liquid & Gas.How do you deserve me?

মেহরাব হাসান খান › বিস্তারিত পোস্টঃ

এইসব দিন রাত্রি

২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৭

২২.১১.২০১৯
চমৎকার দিন শুরু করেছি।ভোরে ঘুম থেকে ঊঠতে হয়নি। প্রতিদিন ৮ টায় ঘুম থেকে উঠি, কিন্তু শুক্রবার উঠলেই মাথা ঝিম ধরে থাকে। কোন রহস্য আছে বোধহয়!

সারা দিনের একটা রুটিন তৈরি করেছিলাম;
১. অনলাইন প্রথম আলোর মতামত কলাম পড়া
২. নিহানকে কল দেয়া,সানিয়ার সাথে কথা বলা
৩. সাগরের খোজ নেয়া, অনেক দিন ওকে কল দেয়া হয় না
৪. রাজার চা খেতে যাওয়া
৫. অসুস্থ ফুপুর খোজ নেয়া
৬. ব্লগ ম্যাগাজিনে লেখা পাঠানোর জন্য কোন একটা প্লট খুজে নেয়া
৭. নামাজ পড়তে যাওয়া
কোন কারণে একটা কাজও করতে পারিনি। একটানা তিন জুমআ মিস করলে আল্লাহ অন্তরে সিল মোহর মেরে দেন। আমার একটা পড়ে গেছে! বিনা কারণে নামাজ মিস হয়ে যায়, পরেই খারাপ লাগে।

রাগ কমানো শিখছি, কতটুকু পারছি বা আমার সাফল্য নিয়ে আমিই সন্তুষ্ট নই!আজও শোভন অংক ঠিকভাবে করতে পারেনি!হয়তো গুণ চিহ্ন দিয়ে যোগ করে রাখে, উত্তর ১০০০০ হলে লিখে রাখে ১০!ছেলেটা মোটেই বোকা না, অমনোযোগী! কিছুটা আত্মভোলা, তবে দারুণ বুদ্ধিমান। আজকে রেগে যাইনি, বকিনি!

ছুটির দিন আমার বরাবর খারাপ যায়, কাজ নেই, টিউশনির ব্যস্ততা নেই। একসাথে চা খাওয়ার লোক পাইনা! আমার সমবয়সী ছেলেগুলো সব দলবেঁধে গাজা খায়।ওদের সাথে মিশতেও পারিনা। আমার চেয়ে কমবয়সী যাদের সাথে মিশি ওরাও পাবজি বা লুকিয়ে সিগারেট খাওয়া নিয়ে ব্যস্ত। একটা ছেলে আছে, ওকে যাইহোক বুঝিয়েসুঝিয়ে একটা ভালো রাখা গেল।তাও টিকলো না! ও নিজে কলেজ শেষ করে প্রেমে পরেছে একটা বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ের আর পাবজি খেলাতো আছেই। সময় অসময়ে মেয়েটার বাসায় পরে থাকে, আর ওদের এটাসেটা কাজ করে দেয়। ছেলেটা ভেতর থেকে মরে যাচ্ছে,খারাপ লাগে! এইজন্য বেশি খারাপ লাগে যে, মেয়েটা জেনেও ছেলেটাকে অপব্যবহার করছে।

যাইহোক ছুটিরদিন আমার খারাপ যায়!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২০

জুনায়েদ বি রাহমান বলেছেন: ছুটির দিন আমিও এটাসেটা করার পরিকল্পনা করে রাখি। কিন্তু পরে দেখা যায় ঘুম বাদে কিছুই ঠিকঠাক করা হয়ে ওঠেনি।

আপনি সিগারেটও টানেন না, এটা খুব ভালো ব্যাপার!

২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৯

মেহরাব হাসান খান বলেছেন: জনাব, ছুটির দিনে আমার ঘুম আসে না, সকালে দ্রুত ঘুম ভেঙে যায়।
কি জানি, সিগারেট আমাকে টানে নি। কখনো মনে হয়নি এই জিনিস খাই। আমার নেশা কাচ্চিবিরিয়ানি

২| ২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩০

রাজীব নুর বলেছেন: নিহান আর সানিয়া কে??
সাগর ভাই এর খোজ নেন না কেন?? একটা ফোণ করলেই তো হয়।
আসলে আমরা আগে থেকে গুছিয়ে রাখা কাজটাই করতে ভুলে যাই।

২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩০

মেহরাব হাসান খান বলেছেন: এরা কাকাতো বোন।
এখন দেই তখন দেই বলে দেয়া হয় না, কল দিলেই জিজ্ঞেস করে কবে যাচ্ছি? খারাপ লাগে, তাই দিতেও ইচ্ছে করে না।
আমি গুছিয়ে কাজ করতে পারি না।

৩| ২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৮

নুরহোসেন নুর বলেছেন: আমরা দিনে দিনে যান্ত্রিক হয়ে যাচ্ছি,
বাকি দিন না হোক অন্তত ছুটির দিন পরিচিতদের খোঁজ খবর নেওয়া দরকার।

২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩২

মেহরাব হাসান খান বলেছেন: আমরা শুরু থেকেই যান্ত্রিক।
শুক্রবার কোন কাজ থাকে না, তবু প্রয়োজনীয় কাজ করা হয় না।

৪| ২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৯

কনফুসিয়াস বলেছেন: রুটিন করেও কিছু মানতে পারছিনা। আপনি রাজশাহী থাকলে আপনার সাথে আড্ডা দিতাম। আমিও ছুটির দিনে একা একা থাকি। সিগারেট ও ফুঁকি না। :)

২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৩

মেহরাব হাসান খান বলেছেন: দেখবেন, একদিন ঠিকই পদ্মাপাড়ে একসাথে আড্ডা দিবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.