| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এম এইচ খালেদ
হিপনোটিক হিমালয় .,
আমি মুছে যাওয়া গল্পের প্রাতে
স্নানের ঘরে জমা শীতলতা চুলের ডগায়
তোমার মরে যাওয়া প্রানের কোষে
হাসিমুখ সন্ধানী,ক্ষীপ্রতা চিন্তায়।
তুমি যার সন্ধ্যা আনো,
কালো মেঘে গর্জন চির নাশবন্দি
আমি সেই প্রেম খুঁজি,
খুঁজি তোমার হাতের চেনা আনন্দি।
তোমার চেনা অশ্রু,মিশে যায় হতাশায়
নির্জলা চিন্তার অবকাশে,
আমিও তোমার অর্ধাংশ হয়ে
ডুবে যাই তোমার ব্যথাতুর আকাশে।
তুমি মরে গেলে, মরে যায় প্রত্যাশী
প্রেম পচনে নেমে আসে এক রাত বেশ্যা,
পরিহাসে মরে যায় রহস্য মাখা দীর্ঘশ্বাস
কেটে যায় প্রেমের নেশা..।।
শত তুমি নেমে পরো, দেহ দানে
প্রেম মরে যায়, মরে যায় প্রেমিক
পশু জন্ম নেয় দেহপানে..
আমি চিরমুক্তি চাই, চির নশ্বর ভুবনে
প্রেম তুমি ফিরে এসো পুরানো বারান্দায়।
ভয় মুখে বলো " প্রেম বিক্রির জন্য নহে ".. 
২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৩৭
এম এইচ খালেদ বলেছেন: ![]()
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৪২
ভ্রমরের ডানা বলেছেন:
প্রেম বেচে থাক, মনের জলে। থইথই করুক মন পূর্ণতা বলে। দেহমক্ষী প্রেম বোঝেনা, মনমক্ষী বোঝে। তার পরিচর্যা হোক কবিতার জলে।
শুভকামনা!