নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

মোশারফ হোসেন ০০৭

একজন শৌখিন লেখক আমি, আবার কবিও বলা যেতে পারে । যখন যা ভালো লাগে তাই লিখি ।

মোশারফ হোসেন ০০৭ › বিস্তারিত পোস্টঃ

মেয়েটির মোবাইলে কথা বলার ধরনে বাবা-মা উভয়েই কুপোকাত B-)

০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১১

দৃশ্যপট-১

রুমানা ফোনে কথা বলছে নিজের ঘরে খাটে বসে । ঘরের দরজাটা আধো খোলা । রাত প্রায় অনেক হয়েছে, ঘড়িতে ১১টা বাজে । সাধারণত এই সময় রুমানার বাবা-মা ঘুমিয়ে পড়েন আর রুমানার শুরু হয় মোবাইলে কথা বলা । আজও এর ব্যতিক্রম দেখা যায়নি ।

- ওলে, আমার বাবুটা, আমার সোনাটা, আমার বাচ্চাটা কি করে ?
- এই ঢং বন্ধ করো তো, আজ মনটা বেশ খারাপ ।
- উরি বাবা, আমার বাচ্চাটার মন খারাপ ? কেন বাবুটা ?
- ধুর, সফিক ভাইয়ের কাছে গিয়ে ভাবলাম গিটার শিখবো কিন্তু মরার গিটার বাজাতে না বাজাতেই তার গেলো ছিঁড়ে । কি যে মেজাজটা গরম হলো না !! বলে বুঝাতে পারবো না । ভাই এত ব্যস্ত মানুষ, একটু সময় বের করলেন, আর গিটারটাও !! ধুর, নষ্ট হওয়ার আর টাইম পেলো না, হারামীটা ।
- ধুর, বাবু, এমন ভাবে বলছো যেন গিটারটা তোমার বকুনি খেয়ে ঘরের কোণায় গিয়ে জড়সড় হয়ে আছে । হা হা হা হা ।
- এই তুমি হাসছো আর আমার মেজাজটাই আরও গরম হচ্ছে !! ধুর, রাখো তো, পরে কথা বলবো নে ।

জারিফ ফোনটা রেখে দিলো, রুমানা বুঝতে পারেনি এমনভাবে আজকে কথা শর্টকার্টে শেষ হয়ে যাবে । কিন্তু ওদিকে রুমানার মা যে এতক্ষণ দরজার আড়ালে দাড়িয়ে মেয়ের কথা শুনছিল, এই ব্যাপারটি রুমানার চোখ এড়িয়ে গেলো ।

দৃশ্যপট-২

রুমানার মা মিসেস জায়েদা বেগম বেশ চিন্তিতগ্রস্থ ভাবে বেডরুমে ঢুকলেন । রুমানার বাবা আবেদ জামান চাকুরিজীবী মানুষ । বাসায় এসেই কোনরকম খেয়ে আর পত্রিকায় চোখ বুলিয়েই দেন ঘুম । মিসেস জায়েদা বেগম অনেকক্ষণ দ্বিধাদ্বন্দে ভুগে অবশেষে আবেদ জামানকে ঘুম থেকে জাগালেন ।

- ওগো, রুমানার বাবা, সর্বনাশ হয়ে গেছে তো ।
- (ঘুমের ঘরে আবেদ জামান এই কথা শুনে পুরোপুরি ধরতে পারলেন না) এ্যা, কে মারা গেছে ?
- ধুর, মারা গেছে কে বললো?
- তুমিই তো বললা...
- কই, আমি তো বললাম, সর্বনাশ হয়ে গেছে ।
- (এবার আবেদ জামান কিঞ্চিৎ সৎবিৎ ফিরে পেলেন) সর্বনাশ হয়েছে !! কি সর্বনাশ ?
- রুমানা মনে হয় বিয়ে করে বাচ্চাও পয়দা করে ফেলেছে ।
- (আবেদ জামান হঠাৎ চমকে উঠলেন । কি শুনলেন, নিজের কানেও বিশ্বাস হচ্ছে না তার) কি বলো !!
- হ্যাঁ, আমি ঠিকি বলছি । নিজের বাচ্চা ছাড়া কেউ এভাবে দরদ দিয়ে কথা বলে ? আমি নিজের কানে শুনেছি । ও যখন মোবাইলে বলছিল, তখন দরজার পাশে দাড়িয়ে শুনেছি ।
- ঠিক আছে, দাড়াও, এখনই ওকে কিছু বলাটা ঠিক হবে না । আগে সকাল হোক । এরপর আমিই ওকে ডেকে জিজ্ঞেস করবো নে । তুমি এখন চিন্তা করা বাদ দাও তো । একটু ঘুমাতে চেষ্ঠা করো, আর আমাকেও একটু ঘুমাতে দাও ।

মিসেস জায়েয়া বেগমের তবুও দুশ্চিন্তা শেষ হয়না ।

মন্তব্য ১৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৬

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । ডেঞ্জারাস ব্যাপার স্যাপার !!

২| ০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৩

আমি মিন্টু বলেছেন: হি হি হি ভালো হয়েছে :)

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৮

তাসজিদ বলেছেন: ভালই লিখেছেন। আজকাল কাল প্রেমিকারা ওগ জানু, বাব্বু, জানটুস না ডাকলে মনে হয়ে প্রেম থাকে না।

৪| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৪

এম সিয়াম বলেছেন: কি ভাবে যে হাসব সেটাই চিন্তা করতেছি ।

৫| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৭

গেম চেঞ্জার বলেছেন: B-)) B-))

৬| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৩১

ফেরদৌসা রুহী বলেছেন: হা হা হা =p~ আধুনিক প্রজন্ম

৭| ১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: বাচ্চা জন্ম দিতে এখন অার বিয়ে করতে হয় না!

৮| ১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৩৩

অভ্রনীল হৃদয় বলেছেন: হা হা হা, দারুন! :D

৯| ১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১১

রাশেদ রাহাত বলেছেন: একটু ফ্লেশ ব্যাক এ ফিরে আসি।
যখন আমার সিলেটি সোনিয়ার সাথে প্রেম আছিলো.. তখন আমরাও একে অপরকে জানু, ময়না পাখি -বলিয়া সম্বধন করিতাম। আহা কি মধু আলাপ ছিলো। আর আমাগো প্রিয় গান আছিলো ... "তোমায় চেড়ে বহুদুরে যাবো কোথায়... এক জীবনে এতা প্রেম পাবে কোথায়...."
তার পর একদিন তাহার ফোন বন্ধ পাওয়া গেলো। তার অন্য একটি নাম্বারে জৈনিক এক মহিলার সাথে আলাপ করিয়া জানিতে পারিলাম যে... সোনিয়া দুনিয়াতে নাই।
আর কিছু দিন পূর্বে সোনিয়ার ভোনের সরি বোনের সাথে আলাপ করিয়া জানিতে পারিলাম যে "সে এখন লন্ডন আছে। ।এবং আছে একটি বাচ্চা।"
তারপার আবার আমি গাইতে থাকিলাম... "তোমায় চেড়ে বহুদুরে যাবো কোথায়... এক জীবনে এতা প্রেম পাবে কোথায়...." -এবং এই গানটিকে জীবনের সবছেয়ে বড় অভিশাপ হিসাবে মানিয়া নিলাম।

আহারে ময়না পাখি আমার ...

১০| ১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৫

দিগন্ত জর্জ বলেছেন: হা হা হা হা..... বাবা-মায়ের এক্সপ্রেশন জানতে পারলে মেয়েই কুপোকাত হয়ে যেত। সকালেই বিনোদন পেলাম। :) :) :) :)

১১| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৮

আবু শাকিল বলেছেন: পোলাপাইনের লতুপতু আলাপ শুনলে।
আমি মগা পাই :)
ধন্যবাদ। বিনোদন পাইলাম।

১২| ১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০২

দিশেহারা রাজপুত্র বলেছেন: =p~

১৩| ১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৫

সঠিক জবাব বলেছেন: হা হা হা হা হা =p~ =p~ =p~

১৪| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৩:৪৩

রুদ্র জাহেদ বলেছেন:
ডেঞ্জারাস। হাহাহা...হাসি থামাতে পরলাম নাহ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.