নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

মোশারফ হোসেন ০০৭

একজন শৌখিন লেখক আমি, আবার কবিও বলা যেতে পারে । যখন যা ভালো লাগে তাই লিখি ।

মোশারফ হোসেন ০০৭ › বিস্তারিত পোস্টঃ

আমার আর স্বপ্নটা কেনা হলো না, আফসোস... :( :(

২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৪৪

স্বপ্ন নেবেন স্বপ্ন । লাল স্বপ্ন, নীল স্বপ্ন, হলুদ স্বপ্ন আরও কত কত স্বপ্ন, নেবেন নাকি কেউ ।

স্বপ্নের ফেরিওয়ালার ডাকে জানালা দিয়ে নিচে তাকালাম তিনতলা থেকে । কে মনে করে যেন ডাকই দিয়ে বসলাম ।

আমিঃ এই যে স্বপ্নের ফেরিওয়ালা !! এই যে উপরে । আচ্ছা, বলুন তো, স্বপ্ন আবার কিরকম জিনিস যে বিক্রি করছেন ?

আমার ডাকে সাড়া দিয়ে স্বপ্নের ফেরিওয়ালা নিচে দাড়িয়েই উপরের দিকে তাকিয়ে আমার সাথে কথা বলা শুরু করলো ।

ফেরিওয়ালাঃ স্বপ্ন অভিপ্রায়, স্বপ্ন লালসা, স্বপ্ন বাসনা, স্বপ্ন কামনা, স্বপ্ন যাতনা, স্বপ্ন তাড়না, স্বপ্ন কষ্ট, স্বপ্ন দুঃখ, স্বপ্ন আরও অনেক কিছুই । দুনিয়ায় যদি সত্যি সত্যি কিছু বিক্রি করার থাকে, সেটা তো স্বপ্নই হওয়া উচিৎ, তাই না ?

আমিঃ (ফেরিওয়ালার কথাগুলো কেমন জানি উলট-পালট, অদ্ভুত তবু মনে ধরলো আমার) আচ্ছা, তা না হয় বুঝলাম । আপনার কাছ থেকে স্বপ্ন নেয় কেউ ?

ফেরিওয়ালাঃ ও মা, নেবে না কেন !! আবাল-বৃদ্ধ-বণিতা সবাই তো এই স্বপ্ন নিয়েই বাঁচে । কেউ নিজের জন্য নেয়, কেউ আবার অপরের জন্যও নেয় । আমি সবাইকেই দেই । কে কার জন্য নিলো এত ভাবলে আমার কি চলে !!

আমিঃ তা অবশ্য ঠিকই । আচ্ছা, আপনার কাছ থেকে স্বপ্ন নিলে আবার পরে হারিয়ে যাবে না তো ?

ফেরিওয়ালাঃ যেখানে মানুষের জীবনের কোন গ্যারান্টি নেই, এটা তো সামান্য স্বপ্ন !! হারিয়ে হয়তো যাবে কিন্তু আমি তো আছিই । নতুন আরেকটা স্বপ্ন দেবো না হয় !!

আমিঃ স্বপ্নের বিনিময়ে আপনি কি নেন ?

ফেরিওয়ালাঃ দুনিয়ার সবচেয়ে কঠিন বাস্তব হচ্ছে মুদ্রা হচ্ছে ধূলিকণা । এই ধুলির পিছনে ছুটেই মানুষ সহজে নিজে ময়লা হয়, হারিয়ে ফেলে নিজের আসল রূপ । মানুষ হয়ে যায় অন্য আরেকজন, ধুলিযুক্ত একজন মানুষ । তাই এই মুদ্রার প্রতি আমার কোন লালসা নেই, আমাকে বরং সামান্য দুঃখ আর সামান্য সুখ দিলেই চলবে । আমি সেটা মিশিয়ে আবার আরেকটি স্বপ্ন বানিয়ে বিক্রি করতে পারবো ।

আমিঃ আশ্চর্য তো !! এত সামান্য আপনার চাওয়া ?

ফেরিওয়ালাঃ স্বপ্নের ফেরিওয়ালার আবার চাওয়া-পাওয়া !! হাসালেন আপনি ।

আমিঃ আচ্ছা, এতক্ষণ যে আপনার সাথে কথা বললাম, আমার জন্য কোন স্বপ্নটা উপযুক্ত হয়, বলতে পারবেন ?

ফেরিওয়ালাঃ হুম, পারবো । আপনি বরং অভিপ্রায়ের স্বপ্ন নেন ।

আমিঃ অভিপ্রায়ের স্বপ্ন !!! কেন ?

ফেরিওয়ালাঃ আপনার অভিপ্রায় অনেক । একটার পর একটা অভিপ্রায়ে আপনি জর্জরিত । আপনি সন্তুষ্ট নন কিছুতেই, আপনার প্রশ্ন অনেক কিন্তু উত্তর দেওয়ার মত কেউ নেই ।

আমিঃ (আমি অত্যন্ত অবাক হয়ে স্বপ্নের ফেরিওয়ালার দিকে তাকালাম । আশ্চর্য তো !! লোকটি এতদ্রুত আমার সম্পর্কে এতকিছু বুঝলো কি করে !!)

হঠাৎ করেই ঘুম ভেঙে গেলো । সেই অবস্থায় আবছা আবছা টের পেলাম মায়ের ডাকেই ঘুমটা ভেঙ্গেছে । ঘুমরত অবস্থায় মা কে বলেই বসলাম, ধুর, তুমি আমার স্বপ্নটা কিনতে দিলেনা । মা অত্যন্ত অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলে উঠলো, কি !!! স্বপ্ন কিনতে দিলাম না মানে !! অবস্থা খুব দ্রুত বেগতিক হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে । আমি জলদি টয়লেটে ঢুকে গেলাম ফ্রেশ হওয়ার জন্য ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.