| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোশারফ হোসেন ০০৭
একজন শৌখিন লেখক আমি, আবার কবিও বলা যেতে পারে । যখন যা ভালো লাগে তাই লিখি ।
একটা ভাঙাচোরা চেয়ারে বসে আছি আমি
রুমবন্দী একটা জীবন উপভোগ করছি
আর দিস্তা দিস্তা কাগজ ভরে কবিতা লিখছি
খালি পেটের যোগান ছাড়া মনের কাজটুকু সারছে
অহর্নিত আধারের মত মনের হতাশাগুলো
কলমরুপী মাধ্যম দিয়ে খাতায় পুনর্জন্ম হচ্ছে
আর বাদ-বাকী সুখের কয়েকটা মাত্র পঙক্তি
আমার হাতকে অবশ করে দিয়ে লেখা থামিয়ে দিচ্ছে ।
আমি যে রুমে বন্দী, দেয়ালে কয়েকটা লেখা আছে
এখানের রুমগুলো একেকটি সরু, দেয়ালগুলো সাদা
সারা সকাল ক্লান্তিময়, আমার কাটে, না, একাকী নয়
আমি নিঃসঙ্গতাকে খুঁজি নীরবে কিন্তু পাই ভিড়ের মধ্যে
খুব সকালে ঘুম ভাঙ্গার পর শুরু হয় আনাগোনা
বিশ্ববিদ্যালয়ের অর্বাচীন এই আপন ক্যাম্পাসময়
এক এক করে এসে স্যারদের অক্লান্তিময় বক্তৃতা
জীবন গাড়ির চাকাগুলো যেন জোরে ব্রেক কষছে
আমি তখন হয়ে যাই, হতাশাময় এক ছাত্র
বিকেলটা আবার ফিরে পাই সেই চিরচেনা আমিকে
আমার মাঝেই যে লুকিয়ে ঘুমিয়ে ছিল এতক্ষণ
সন্ধ্যাটা আবার ধোঁয়া ওঠা গরম চায়ের কাপে
কেটে যায় মুহমুহ আড্ডার রঙিন গল্পছলে
রাত্রিটা আবার নিঃসঙ্গ আধারের সঙ্গী যেন
আমার প্রত্যেকটা দিনই এমন একঘেয়েমি চরকা
কোথাও হারিয়ে যাবার যে বাসনা জীবনে ছিল
আজ নিজেকে অজানায় হারিয়ে সেটাও বিলুপ্ত
তাই তো আজ নিজের মাঝেই নিজেকে খুঁজে ফেরা
অদূরে হয়তো দেখা পাবো, প্রাণবন্ত কাঙ্ক্ষিত সূর্য ।
লেখাঃ ২৫ই মার্চ, ২০১৩ ; গভীর রাত্রি ।
লেখার প্রেক্ষাপটঃ তখনকার মন খারাপের রাত্রিগুলো খাতায় এসে দেখা দিয়ে যেতো খুব ।
এক বন্ধুর কাছ থেকে পরেরদিন কমেন্টঃ OWOW (ছোটখাট এমন কবিদের জন্য এমন কমেন্ট অনেক অনেক কিছুই) ।
২|
১১ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০৯
ধ্রুবক আলো বলেছেন: লেখা অসাধারন হইছে...., অভিনন্দন
আর ভাই এতো হতাশা লুকিয়ে রাখলে হবেনা; মনকে ফ্রি করেন
©somewhere in net ltd.
১|
১১ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৪:২২
তারেক মাহমুদ এমডি বলেছেন: ভাষার অলঙ্করনহীন সরলতা কবিতাকে অসাধারণ করে তুলেছে। খুব ভাল লাগলো।