নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

মোশারফ হোসেন ০০৭

একজন শৌখিন লেখক আমি, আবার কবিও বলা যেতে পারে । যখন যা ভালো লাগে তাই লিখি ।

মোশারফ হোসেন ০০৭ › বিস্তারিত পোস্টঃ

সেন্টমার্টিনে এক বিদেশীর কাছে জীবন শিক্ষা - বাস্তব অভিজ্ঞতার আলোকে - পর্ব - ২

১৪ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৪

আগের পর্ব পড়ুন
সেন্টমার্টিনে এক বিদেশীর কাছে জীবন শিক্ষা - বাস্তব অভিজ্ঞতার আলোকে - পর্ব - ১



আমি প্রথমেই "এক্সকিউজ মি" বলে লোকটাকে থামালাম । লোকটা অনেক দূর থেকেই নিজের মোবাইলে দিকে তাকিয়ে তাকিয়ে আসছিলেন, আমার ডাকে তার সেই তাকানো বিঘ্ন ঘটলো । তবে আমি লোকটির চোখেমুখে বেশ কৌতূহলী মনোভাব বুঝতে পারলাম । এই দেশের মানুষের সাদা চামড়ার মানুষ (অর্থাৎ বিদেশী) দেখলেই একটু আগ্রহভরে এগিয়ে যাওয়া কিংবা কথা বলতে চাওয়া কিংবা ভাব জমানোর চেষ্ঠা, বিদেশী পর্যটকদের কাছে খুব বেশি অজানা নয় । আমার এগিয়ে যাওয়াটাও ঐ বিদেশী পর্যটক স্বাভাবিকভাবেই নিলেন । এরপর আমরা কথোপকথন শুরু করলাম । নিজের ভাঙাচোরা ইংলিশ নিয়ে বাহাদুরি তেমন আমার কোনকালেই ছিল না । বন্ধুদের মাঝে টুকটাক মজা করে কিংবা ফেসবুকে চ্যাট করতে গিয়ে বাহাদুরি করে ইংলিশ যা-ই ঝাড়ি না কেন, একজন সত্যিকার ইংরেজি বলা লোকের সাথে বেশ অনেকক্ষণ ধরে কথা বলতে গেলে যে দুর্বলতা ফুটে উঠতে পারে সেদিন ঐ পর্যটকের সাথে কথা না বললে হয়তো বুঝতামই না । আমাদের কথাগুলো যদিও ইংরেজিতে হয়েছিল তবু এখানে বাংলায় তুলে ধরলাম । যতটুকু মনে আছে ততটুকু তুলে ধরার চেষ্ঠা করছি এখানে -

- আছেন কেমন ?
- আমি ভালো আছি আর আপনি ?
- হুম, আমিও ভালো আছি । তা কেমন চলছে ?
- হুম, বেশ ভালোই ।
- আপনার এই জায়গা ভালো লেগেছে ?
- হ্যাঁ, তা তো অবশ্যই । সেন্টমার্টিন সত্যিই অনেক ভালো জায়গা আর আমি খুবই উপভোগ করছি এখানে ।
- তা আপনি কোথা থেকে এসেছেন ?
- অস্ট্রিয়া ।
- কি !! অস্ট্রেলিয়া ? দুঃখিত, আমি ভালো করে শুনতে পাইনি ।
- না, ঠিক আছে । জি, না, অস্ট্রিয়া ।
- ওহ, অস্ট্রিয়া !! তাই... তার মানে আপনি অস্ট্রিয়া থেকে সরাসরি বাংলাদেশে এসেছেন ?
- না, আসলে পাশের দেশ ইন্ডিয়া থেকে এখানে এসেছি ।
- ওহ, ইন্ডিয়া !! তা কয়দিন ছিলেন ইন্ডিয়াতে ?
- ৪ দিন ।
- তাহলে কোথায় কোথায় গেছেন এই ৪ দিনে সেখানে ?
- অনেক জায়গাতেই । বরফের দেশ মোনালি, সিমলা, ব্যস্ত নগরী মুম্বাই, বিখ্যাত সমুদ্র সৈকত গোয়া আরও অনেক জায়গাতেই ।
- মাত্র ৪ দিনেই !!??
- হ্যাঁ ।
- তাহলে আমাদের দেশে থাকার পরিকল্পনা কয়দিনের আপনার ? মানে এই বাংলাদেশে...
- ২ দিন ।
- মাত্র ২ দিন ?
- আসলে এখানে আসার আগে জানতাম না যে এখানে দেখার কোন কোন জায়গা আছে । আমি শুধু কক্সবাজার, সুন্দরবন, সেন্টমার্টিন এই জায়গাগুলোর খোঁজ পেয়েছিলাম । তাছাড়া আমার অন্য কোথাও যাওয়ারও পরিকল্পনা আছে ।
- এরপর কোথায় যাবেন ?
- মালয়শিয়া ।
- আপনি দেখছি বেশ ঘুরাঘুরি করেন !! তা কতগুলো দেশে গেছেন এমন ?
- আমি পৃথিবী ভ্রমণ করবো । প্রথমে ইউরোপ ঘুরে, এবার এশিয়া এসেছি, এরপর আমেরিকা যাবো, সেখান থেকে দক্ষিণ আমেরিকা, এরপর আফ্রিকা ঘুরে যাবো অস্ট্রেলিয়া । সেখান থেকে আবার অস্ট্রিয়া ফিরবো ।
- ওহ, তা এই ঘুরাঘুরি বাদে আসলে কি করেন আপনি ?
- ওহ, আমি একজন ছাত্র । আসলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ।
- আন্ডার-গ্রাজুয়েট নাকি পোস্ট-গ্রাজুয়েট ?
- আন্ডার-গ্রাজুয়েট ।
- এই ঘুরাঘুরি আপনার পড়াশুনায় ক্ষতি করবে না ?
- না ।

(আমার একের পর এক প্রশ্নের উত্তর লোকটি বেশ আন্তরিকতার সাথেই দিয়ে যাচ্ছিলেন । অবশ্য কথোপকথন এখানেই শেষ নয় । বাকীটা আগামী পর্বে)

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২২

রানা আমান বলেছেন: পর্বগুলো আরেকটু বড় করা যায় কি ? আরো ভালো লাগত তাহলে ।

১৪ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২৮

মোশারফ হোসেন ০০৭ বলেছেন: আসলে লেখাগুলো ফেসবুকেও প্রকাশ করছি তো, তাই continue reading যাতে না হয়, সেদিকও খেয়াল রাখতে হচ্ছে । এই continue reading কোন লেখার পড়ার মজাটাই নষ্ট করে দেয় । সেই লেখাগুলোই সরাসরি কপি করে এখানে পেস্ট করে পোস্ট করছি ।

যাই হোক, কষ্ট করে লেখাটি পড়ার জন্য অনেক ধন্যবাদ ।

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২৬

অগ্নিবেশ বলেছেন: কোষ্ঠকাঠিন্য, অল্প অল্প করে বের হচ্ছে।

১৪ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২৯

মোশারফ হোসেন ০০৭ বলেছেন: হা হা হা । ভালোই বলেছেন । আসলে লেখাগুলো ফেসবুকেও প্রকাশ করছি তো, তাই continue reading যাতে না হয়, সেদিকও খেয়াল রাখতে হচ্ছে । এই continue reading কোন লেখার পড়ার মজাটাই নষ্ট করে দেয় । সেই লেখাগুলোই সরাসরি কপি করে এখানে পেস্ট করে পোস্ট করছি ।

যাই হোক, কষ্ট করে লেখাটি পড়ার জন্য অনেক ধন্যবাদ ।

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: নিজেকে সৌভাগ্যমান মনে করছি ২য় পর্ব চোখে পড়েছে বলে। ঝাইড়া কাশেন...

১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:০৮

মোশারফ হোসেন ০০৭ বলেছেন: কি যে বলেন না ভাই !! ঠিক আছে, যান । আপনার জন্য পরবর্তী পর্বের লিংকটা দিয়ে দিলাম ।
সেন্টমার্টিনে এক বিদেশীর কাছে জীবন শিক্ষা - বাস্তব অভিজ্ঞতার আলোকে - পর্ব - ৩

ধন্যবাদ, লেখাটির পর্ব দুইটি পড়ার জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.