নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

মোশারফ হোসেন ০০৭

একজন শৌখিন লেখক আমি, আবার কবিও বলা যেতে পারে । যখন যা ভালো লাগে তাই লিখি ।

মোশারফ হোসেন ০০৭ › বিস্তারিত পোস্টঃ

একটি রোমান্টিক পরিসর - বাসর রাত ;) =p~

৩১ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৫:০১

: এই যে । আপনি কিন্তু আমাকে আমার অনুমতি ছাড়া টাচ করবেন না ।
: মানে কি বুঝলাম না !!
: বুঝতে হবে না । আপনি আমাকে টাচ করবেন না । করলে কিন্তু আমি কান্না করবো ।
: ওকে । তাও কান্না করতে হবে না । তাহলে এখন একটু সরে বসেন, আমি ঘুমাবো । এভাবে বিছানার মাঝখানে বসে থাকলে আমি ঘুমাবো কি ভাবে ।
.
: শোনেন আমি আপনার ৫ বছরের ছোট । তাই আমাকে আপনি বলবেন না । আমাকে আপনি তুমি করে বলবেন । আর আমি আপনাকে আপনি করে বলবো ।
: কেন এমনটা হবে !? হয় দুজনে তুমি বলবো না হয় আপনি ।
: দেখুন কথা না শুনলে কিন্তু কান্না করবো । এমনি আম্মু আব্বুর জন্য খারাপ লাগছে ।
: কি আজব,,,, কথায় কথায় কাঁদতে হবে নাকি !!
: না । আগে বলেন রাজি কিনা ।
: ওকে, রাজি । তুমি ঘুমাবে না ?
.
: শোনেন আজ রাতে আমি আপনি কেউ ঘুমাবো না ।
: কেন ?
: আমি না সারা জীবন কোন প্রেম করিনি। সব সময় ভেবেছি, যাকে বিয়ে করবো, তার সাথেই প্রেম করবো । আর যত দিন তাকে ভালবাসতে পারবো না তত দিন তাকে টাচ করতে দিব না ।
: ওহহ আচ্ছা । এর সাথে না ঘুমানোর কি কারণ, বুঝলাম না ।
: আপনি আজ ঘুমাবেন না । আজ সারা রাত আপনার সাথে গল্প করবো ।
: কি গল্প ?
.
: আমার বরকে নিয়ে আমি যত স্বপ্ন দেখছি...... সেই গল্প ।
: এ মা...... আমি না আজ খুব ক্লান্ত । কাল গল্প করি ।
: না...... আজকেই । আপনি ঘুমালে কিন্তু আপনার গায়ে পানি ঢেলে দিবো ।
: কয় কি (এই শীতের রাতে) !! না থাক, তার চেয়ে বরং গল্প করি । বলো কি বলবে ।
: আপনি তো আচ্ছা বোরিং মানুষ । কথা বলতেও পারেন না ঠিক ভাবে । আমার নাম জিজ্ঞেস করেন ।
.
: ওহহ আচ্ছা, তোমার নামতো রাইসা, তাই না ?
: আরে ধুর, এভাবে কি কেউ জিজ্ঞেস করে ?
: তাহলে কি ভাবে জিজ্ঞেস করে ?
: বলবেন...... "তোমার নাম কি" ?
: কিন্তু আমি তো তোমার নাম জানি ।
: ইহহহহ...... আপনাকে কিন্তু । যা বলতে বলছি তাই বলেন ।
: ওকে...... তোমার নাম কি?
: আমি রাইসা ।
: কিসে পড়ো ?
: অনার্স ২য় বর্ষ ।
: আর কি ?
: ধুর ছাই...... কি বোরিং মানুষ আপনি ।
: আবার কি করলাম ?
: ওকে আপনার প্রশ্ন করতে হবে না । আমি নিজে থেকেই বলছি ।
.
.
: জানেন, আমার সব ফ্রেন্ড রা রিলেশন করতো। কিন্তু আমি করতাম না ।
: কেন ?
: কারণ আমি আমার বরের দুষ্ট মিষ্টি বউ হতে চাইছি সব সময় ।
: কি রকম ?
: আমি সব সময় চাইছি...... আমার সব ভালোবাসা আমি আমার বরকে দিবো । আর ওকে খুব জ্বালাবো ।
: কি রকম ?
: জানেন আমার চাহিদা গুলো খুব সামান্য। আমার বাড়ি, গাড়ি, ভালো পোশাক, দামি ফার্নিচার কিছুই চাইনা ।
.
: তাহলে কি চাই ?
: রোজ সকালে আপনি যখন অফিসে যাবেন, তখন আমার কপালে একটা চুমু দিবেন ।
: আর ?
: দুপুরে খাবার আগে যেখানেই থাকেন, আমাকে একটা কল দিবেন । না হলে আমি না খেয়েই থাকবো ।
: ওকে দিবো । আর ?
: অফিস থেকে ফেরার সময় আমার জন্য, চকলেট, আইসক্রিম, ফুসকা, কিছু না কিছু আনতে হবে ।
: আর ?
.
: যদি কখনো ভুলে যান তবে আবার বাইরে পাঠাই দিবো ।
: ওকে আনবো । আর ?
: ভালবাসা দিবস, মেরেজ ডে, সহ সব ভালো ভালো দিনে আমায় নতুন করে প্রপোজ করতে হবে । কিন্তু কোন ফুল দেওয়া যাবে না ।
: এটা কেমন কথা !!
: জী এমনি কথা ।
: আর ?
: আমার কুয়াশা, চাদনী রাত, ঠান্ডা খুব ভালো লাগে । তাই মাঝে মাঝে ঘুরতে নিয়ে যেতে হবে । ব্যস্ত থাকলে বলবো না ।
: ওকে ।
.
: মাঝে মাঝে চাদনী রাতে, বেলকোণিতে বসে এক কাপে দুজন কফি খাবো ।
: এক কাপে কেন ?
: হুম এক কাপেই খাবো ।
: ওকে, আর ?
: মাঝে মাঝে বৃষ্টির রাতে ছাদে গিয়ে দুজন ভিজবো । আর আপনি কদম ফুল দিয়ে আমায় প্রপোজ করবেন ।
: এই শহরে কদম ফুল কই পাবো !!??
: আমি জানি না । আর রাগ করলেও কদম ফুল দিয়ে রাগ ভাঙ্গাতে হবে ।
: এটাতো রীতিমত টর্চার !! সারা বছর কদম ফুল কই পাবো ??
: আমি জানি না ।
: আচ্ছা অন্য ফুলের কথা বলো ।
: না । কদম ফুল না দিতে পারলে আমায় কোলে নিতে হবে । যতক্ষণ মন ভালো হয়নি ততক্ষণ কোলে নিয়ে থাকতে হবে ।
: এই ৪৮ কেজির বস্তারে কোলে নিলে আমি বাচবো !!??
.
: আমি জানি না । কদিন পর আরো মোটা হবো । তবুও কোলে নিতে হবে ।
: বলে কি !! প্রথমের গুলাইতো ভালো ছিল ।
: সব গুলাই ভালো, কোলে নিবেন কিনা বলেন ।
: ওকে বাবা নিবো ।
.
.
.
: শোনেন ।
: হুম বলো ।
: আপনার এই বোকা বোকা চশমাটা একটু খুলবেন।
: কেন ?
: আপনাকে দেখবো । এত মোটা ফ্রেমের চশমা পড়েন, এখনো ভালো করে আপনাকে দেখিই নাই ।
: আচ্ছা আমি ঘুমাবো...... কাল কথা হবে গুড নাইট ।
.
.
: এই যে শোনেন, এখানে তো একটা বালিশ, আমি কোথায় ঘুমাবো ?
: আমার বুকের উপর ।
: মানে ?
: তোমার যেমন আমাকে নিয়ে অনেক স্বপ্ন । ঠিক তেমন তোমাকে নিয়ে আমার একটা স্বপ্ন । আমার বউ সব সময় আমার বুকে মাথা দিয়ে ঘুমাবে । সারদিন যত রাগ ঝগড়াই হোক , রাতের বেলা যেন কেউ কখনো অন্যজনকে ছাড়া না ঘুমাতে পারে ।

[সংগৃহীতঃ অসম্ভব ভালো লেগেছে লেখাটা, ফেসবুকে একটি গ্রুপ থেকে তাই কপি করে এখানে পেস্ট করলাম অবশ্য কিছুটা সংযোজিত ও সংশোধিতভাবে]

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:২৮

নগরবালক বলেছেন: কচকচে প্রেমের গল্প ভাল লাগে নাই

১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৪

মোশারফ হোসেন ০০৭ বলেছেন: হা হা হা । ভালো লাগার বিষয়টা সবসময়ই আপেক্ষিক ।

ধন্যবাদ লেখাটি পড়ার জন্য ।

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪৫

প্রন্তিক বাঙ্গালী বলেছেন: এমন এক বৌ এর যন্ত্রনায় আমি অস্থির। মুক্তি চাইনা, আরো যন্ত্রনা চাই।
সংগৃহীত
গল্পটা ভাল লাগল। ধন্যবাদ।

১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৪

মোশারফ হোসেন ০০৭ বলেছেন: ধন্যবাদ লেখাটি পড়ার জন্য ।

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২০

দেশের পোলাপাইন বলেছেন: এমন এটা বঊ চাই... :D B-)

১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৫

মোশারফ হোসেন ০০৭ বলেছেন: এটা তো এখন অবিবাহিত সব ছেলেরই চাওয়া ।

ধন্যবাদ লেখাটি পড়ার জন্য ।

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৭

আখেনাটেন বলেছেন: এই লেখা কয়দিন আগেও এই ব্লগে মনে হয় পড়লাম।

১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৬

মোশারফ হোসেন ০০৭ বলেছেন: লেখাটির বেশ কিয়দংশ সংযোজন করা । আমি যদি নিচে লিখে না দিতাম সংগৃহীত, তাহলে হয়তো অনেকেই চুপচাপ লেখাটি পড়ে যেতো । কোন সন্দেহ তো দূরের কথা, অন্য কোন কথাও মাথায় আসতো না ।

যাই হোক, ধন্যবাদ লেখাটি পড়ার জন্য ।

৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এইসব যন্ত্রণা ব্লগে বেড়েই চলেছে। ফেসুবক থেকে কপি পেস্ট...

১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৮

মোশারফ হোসেন ০০৭ বলেছেন: আমি বিশ্বাস করি, একটি ভালো লেখা সেটা যেখানে যেই প্রকাশ করুন না কেন, সেটি পড়ার, উপভোগ করার অধিকার সবার আছে । এই লেখাটি ফেসবুক থেকে নিয়ে এসে আমি ব্লগে দিয়েছি বলেই অনেকের দৃষ্টি গোচর হয়েছে, নয়তো কোনদিন হতো না । তাহলে এখানে দোষ কোথায় ? আর তাছাড়া আমি নিজে সেধে পরে তো লেখাটির ক্রেডিটও নেইনি, তাই না ?

যাই হোক, ধন্যবাদ লেখাটি পড়ার জন্য ।

৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৮

জিয়া উদ্দীন আরিফ বলেছেন: ভালো লেগেছে

১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৯

মোশারফ হোসেন ০০৭ বলেছেন: ধন্যবাদ লেখাটি পড়ার জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.