![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন শৌখিন লেখক আমি, আবার কবিও বলা যেতে পারে । যখন যা ভালো লাগে তাই লিখি ।
কস্মিনকালের অতল গহ্বর পানে
চেয়ে আছে যেথা আমারও প্রাণে
মুহমুহ করতল আর খুশিরও রেখা
হেরেছি সখা তেমনও মনকাঞ্চন মাখিয়ে
তুমি কি জানো জন্মদিনের আসল মানে কি ?
তুমি কি জানো মৃত্যুর পথ কতটা সহজগামী হয় ?
আমি আজও সখা জীবন-মৃত্যুর বৈপরীত্য দেখে মজা পাই
তাহাদের সরলরেখার মাঝের রেখাগুলো দেখে অবাক হই
আমি জানি না জীবন এত সুখের হয় কেন
হাজারটা কষ্টের পরও সুখগুলো ভেসে ভেসে আসে
আমার আর তোমাদের জীবনের নৌকাগুলো স্রোতের টানে
দড়ি ছিঁড়ে পালাতে চেয়েও আটকে যায় বারংবার
আমি ভাবি, অবাক হই, মৃত্যুর চেয়ে অদ্ভুত আর কিছুই নেই
হাজারবার আলিঙ্গন করতে চাওয়ার যে বাসনা
তার চেয়ে উন্মুখতার কোন বহিঃপ্রকাশ নেই
আমি সেই মৃত্যুর পানেই চেয়ে থাকি, যেটা আমার প্রাপ্য
আমি জীবন রেখার শেষ দাগে দাড়িয়ে কাঁদতে থাকি
মৃত্যুর কামনার চেয়ে কঠিন চাওয়া আর একটিও নেই
আমি জানি হয়তো আজ আমার জন্মের দিন
বছরকে বছর ঘুরে এই দিনটি আবার চলে এসেছে
আমারও ললাট তপটে চুম্বন আঁকিবার অভিপ্রায়ে
আমি হাসি, হেসে লুটিপুটি খাই, কারণ আমি জানি
আমি মৃত্যুর পানে আরও একটি বছর এগিয়ে এসেছি
হয়তো তোমরা সকলে আমাকে আনন্দ করতে দেখছো
কিন্তু ভিতরে ভিতরে আমার চাপা কান্নাগুলো গুইয়ে মরছে
আমি বারবার করে চাওয়ার পরও যেটি আমার নেই
হাজারবার বেঁচে থাকার পরও সেটি পাবার কোন জো নেই
আমি বেঁচে আছি মরার কামনায় আর মরে যাই বাঁচার জন্য
আমার মাঝে আমার থাকার আর কারণগুলো অনর্থক
তোমাদের কামনাতেই আমি মৃত্যুর অনেক সন্নিকটে
জাপ্টিয়ে ধরেছি সেই ললুপ চাওয়াকে, আমি আসলেই জিতে গেছি
[লেখাটিতে গুরুচণ্ডালী দোষ করে ফেলেছি অনেকবারই । ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ থাকলো । আর আজকে এই অধম বান্দাটির জন্মদিন । সকলে আমার জন্য দোয়া করবেন । বেশ অনেক দিন পর কবিতা লিখলাম । সকল ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ থাকলো]
©somewhere in net ltd.