নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

মোশারফ হোসেন ০০৭

একজন শৌখিন লেখক আমি, আবার কবিও বলা যেতে পারে । যখন যা ভালো লাগে তাই লিখি ।

মোশারফ হোসেন ০০৭ › বিস্তারিত পোস্টঃ

গল্পটি আসলে কে লিখেছিল ? #:-S :-*

১১ ই জুন, ২০১৮ রাত ২:৩৭

- তাহলে গল্পটি আপনি লেখেননি ?
- আর কতবার বলবো ?
- না, মানে এভাবে সত্য তো বলতে শুনিনি কাউকে
- হয়তো আপনি জীবনে সত্যবাদীদের সাথে চলাফেরা করেন না মোটেও
- কিন্তু স্যার, আমরা তো এখানে আপনার ইন্টার্ভিউ নিতে এসেছি, আপনার ফেসবুক আইডি থেকে প্রকাশ পাওয়া গল্পটা রীতিমত ফেসবুকে ভাইরাল । বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ সবার মন ছুঁয়ে গেছে গল্পের কথাগুলো । যখন আমরা সংবাদিকরা আপনার একটা ইন্টার্ভিউ নিতে পেরে নিজেদের ভাগ্যবান ভাবছি, সেখানে আপনি কিনা অস্বীকার করছেন গল্পটার ব্যাপারে । মাথায় তো কিছুই ঢুকছে না স্যার ।
- আপনারা সাংবাদিক । এইসব ছোটখাট বিষয় আপনাদের মাথায় না ঢুকলে চলবে কি করে !!
- তাহলে স্যার গল্পের শুরুটা কিন্তু আপনার প্রোফাইল থেকেই ।
- মানে ?
- মানে ফেসবুকে ভাইরাল হওয়ার বিষয়টা, আর কি !! আপনার প্রোফাইল থেকেই কিন্তু গল্পটা পায় পাঠকরা । এই ব্যাপারে কি বলবেন স্যার ?
- দেখুন, ভরদুপুরে আর কথা বলতে ভালো লাগছে না । আপনারা দয়া করে এখন আসুন । খাতিরযত্ন করতে পারলাম না দুঃখিত । আমি এই সময় একটা ঘুমের ঔষুধ খেয়ে ঘুমাই ।
- কিন্তু স্যার...
- প্লিজ !! আল্লাহ্‌ হাফেজ ।

অনেকটা জোর করেই সাংবাদিকদের বিদায় করলেন । দরজা লাগিয়েই সোজা রিডিং রুমে চলে এলেন আসলাম সাহেব । এরপর বুক শেলফের একেবারে কোণায় থাকা একটা পুরনো ডায়েরি বের করলেন । হ্যাঁ, তারিখটা এখনও অক্ষত । ১৩ - ১১ - ২০০১ । ঐ দিনই সফিক গল্পটা লিখেছিল একটা ছোট্ট মেয়ের জীবন অনুধাবন নিয়ে, এরপর বাসা থেকে দৌড়ে এসে আসলাম সাহেবকে পড়ে শুনিয়েছিল । সফিক, আসলাম সাহেবের ছোটবেলার বন্ধু । রোড এক্সিডেন্টে মাত্র ১৫ বছর বয়সেই ছেলেটা হারিয়ে গেলো কিন্তু অতটুকু বয়সেই এমন কিছু লিখে গেছে, যা অনেক বড় লেখকরাও লিখার কথা ভাবতে পারে না ।

ছেলেটার অনেক সখ ছিল লেখক হওয়ার । আসলাম সাহেব সফিকের সখ পূরণ করেছেন । সফিকেরই লেখা একটা গল্প তিনি ভাইরাল করতে পেরেছেন কিন্তু যত যাই হোক, লেখার ক্রেডিট তার পক্ষে নেওয়া সম্ভব না । সফিকের নাম বললেই বা কে চিনবে !! কিছু কিছু কাজের ক্রেডিট চাইলেও নিতে নেই । উপরে বসে থাকা ঈশ্বরও এতেই খুশি হন ।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৮ রাত ৩:০৮

মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: সত্যিই! কিছু কাজের ক্রেডিট চাইলেও নিতে নেই!

২| ১১ ই জুন, ২০১৮ সকাল ৮:৪৬

লাবণ্য ২ বলেছেন: চমৎকার লেখা!

৩| ১১ ই জুন, ২০১৮ সকাল ৯:০২

রাজীব নুর বলেছেন: শয়তানের চেহারা মানুষের মতোই, তাই মানুষকেই
বেশি ভয় পাই।

৪| ১১ ই জুন, ২০১৮ সকাল ১০:০৩

সোহাগ তানভীর সাকিব বলেছেন: খারাপ মানুষের মনে সব সময় শয়তানি থাকে।

৫| ১১ ই জুন, ২০১৮ সকাল ১০:১১

কথার ফুলঝুরি! বলেছেন: আপনার লেখা ভালো লেগেছে ভাইয়া। গল্পের থিম টি দারুন। তবে আসলাম সাহেব চাইলে সফিক সাহেবের নাম প্রকাশ করতে পারতেন, যদি ও সেখানেই গল্পের ও শিরোনামের মিল।

৬| ১১ ই জুন, ২০১৮ দুপুর ১২:৫৭

কাইকর বলেছেন: সুন্দর বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.