নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

মোশারফ হোসেন ০০৭

একজন শৌখিন লেখক আমি, আবার কবিও বলা যেতে পারে । যখন যা ভালো লাগে তাই লিখি ।

মোশারফ হোসেন ০০৭ › বিস্তারিত পোস্টঃ

কবিতা - ▓▒▒▒▒ অভিশপ্ত রৌদ্রনীল ▒▒▒▒▓

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১:০৮

উড়ন্ত এক ডাহুক পাখির গলা চেপে আছি
নির্মল পরিস্রোতে যতটুকু না ভেসে গেলেই নয়
এক এক করে গুনেছি তিনশত ছাব্বিশ
যেখানে পায়ের ছাপ শেষ সেখান থেকেই ভীতির শুরু ।

আমি জানিনি, তারা মুখ চেপেও কথা বলে বারংবার
এক একবার হঠাৎ-ই রক্ত চক্ষুর চাহনি দেয়
বিশালতার পরিক্রমায় নির্লিপ্ত হয়েই খুশি থাকে
সমুদ্রের স্রোতের মত নিজেদের ভাসিয়ে দেয় হাসতে হাসতেই ।

আমি কে, এটা জানানোর মত কষ্ট করেনি একবারও
নতুন প্রাণের সঞ্চার করার আগ্রহ দমিয়ে রেখেছে
সমাজের যেই দিকে কালো সন্ধ্যা আছে, সেদিকেই অগ্রসর
দ্বিতীয়বার পাংশু ভাবে মুখ ঝাপটেই যেন ফিরিয়ে নিয়েছে ।

আমি শুনেছি ডাহুক পাখির সেই পাখাটিতে আগুন জ্বলে
তপ্ত বহ্নি শিখায় পুড়ে যাওয়ার সময়ও হাসতেই থাকে
একটি মরা হাঁস যেমন না পাওয়ার কষ্টে বিলিন হয়
ঠিক তেমনই রৌদ্রসীন আসনে শামিল হয়েই হারিয়ে যাচ্ছে ।

আমি এক না, অনেক, বারবার ফিরে ফিরে আসি
শুকনো পাতার ন্যায় ঝড়ে পড়ি সমাজের গায়ে
আমি সেই আগের আমি নই, আমি কষ্টও পুষতে পারি
হ্যাঁ, আমি জানি, আমি মানুষ, আমারও অনেক রূপ আছে ।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১:১৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সুন্দর কবিতা। :)

২| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১:৪৪

বলেছেন: সুন্দর লেখণী। বাহ্.. চমতকার.. বেশ।

৩| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ২:০৬

এখওয়ানআখী বলেছেন: ব্যঞ্জনাময়। আমিও একদিন ডাহুক হবো। সুন্দর কবিতা। ভাল থাকবেন নিরন্তর

৪| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ২:৩৯

সূচরিতা সেন বলেছেন: সুন্দর কাব্য ।

৫| ০১ লা আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৭

রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।

৬| ০১ লা আগস্ট, ২০১৮ সকাল ১০:২৭

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতায় ভাল লেগেছে বেশ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.