নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

মোশারফ হোসেন ০০৭

একজন শৌখিন লেখক আমি, আবার কবিও বলা যেতে পারে । যখন যা ভালো লাগে তাই লিখি ।

মোশারফ হোসেন ০০৭ › বিস্তারিত পোস্টঃ

মেয়েটির আজ জন্মদিন

০৩ রা মার্চ, ২০২০ ভোর ৫:৩০

সকালে ঘুম থেকে উঠেই ফেসবুকে ঢু মারলো রূপক, নোটিফিকেশনের ঘরে লাল কালারের ১০ সংখ্যাটা দেখে তেমন অবাক হলো না সে। কতশত পেজে যে তার লাইক দেওয়া, সেটা গুণতে বসলেও দিন পেরিয়ে আবার রাত হয়ে যাবে নির্ঘাত। সেই ফেসবুকীয় পেজগুলোর কল্যাণেই হয়তো আজও তার ফেসবুক একাউন্টটি বেচে আছে, নয়তো কবেই জাকারবার্গ ভাইটি নিজ উদ্যোগে এইসব ফেসবুক একাউন্ট গায়েব করে দিতেন। হ্যা, কাছের মানুষগুলো তো সেই কবে থেকেই স্বার্থপর আর তাছাড়া রূপক নিজেও তেমন কাউকে আগ বাড়িয়ে খবর নিতে চায় না।

সে যাই হোক, অনিচ্ছায় নোটিফিকেশন বারটি ওপেন করলো রূপক, স্ক্রল করতে করতে হঠাৎ এক জায়গায় চোখ আটকে গেলো রূপকের। আজকে নাকি মেয়েটার জন্মদিন, কতবার মোবাইলে রিমাইন্ডার দিতে চেয়েছে রূপক কিন্তু ভুলে গেছে। ব্যাপারটা অনেকটা এরকম যে মোবাইলে জন্মদিনের তারিখটা রিমাইন্ডার দিতে যেন ওকে আবার আলাদা করে রিমাইন্ডার দিতে হবে

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০২০ সকাল ৮:৩০

নেওয়াজ আলি বলেছেন: মনোমুগ্ধকর লিখনশৈলি ।

২| ০৩ রা মার্চ, ২০২০ সকাল ৯:৩৪

রাজীব নুর বলেছেন: বাস্তব জীবন, যান্ত্রিকময় জীবন এরকমই। সব কিছু ভুলিয়ে দেয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.