নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

মোশারফ হোসেন ০০৭

একজন শৌখিন লেখক আমি, আবার কবিও বলা যেতে পারে । যখন যা ভালো লাগে তাই লিখি ।

মোশারফ হোসেন ০০৭ › বিস্তারিত পোস্টঃ

মানব জীবনে অল্পতে তুষ্ট থাকাকেই সুখে থাকা বলে :-0 :-/

৩০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:১৮

সুখ কোটি টাকায় থাকে না, সুখ সুন্দর - সুন্দরী প্রিয়তমের মধ্যে থাকে না, সুখ সন্ধ্যার সূর্যাস্তের মধ্যে থাকে না, সুখ সকালের সূর্যোদয়ের মধ্যেও থাকে না, সুখ উঁচু বিল্ডিংয়ে/প্রাসাদে থাকে না, সুখ প্রচুর প্রতিপত্তি ও ক্ষমতার মধ্যে থাকে না ।

তাহলে সুখ কোথায় থাকে ?

সুখ মনের গভীরে থাকে । মনের শান্তিই আসলে সুখ ।

আপনি হয়তো কুঁড়েঘরে বাস করেন, আপনার হয়তো সারা সপ্তাহ পড়ার জন্য একটাই জামা, তাও আবার রংচটা, আপনি হয়তো আপনার নিজের রিকশায় করে সপ্তাহে একদিন নিজের ঘরওয়ালী সন্তান কে নিয়ে একদিন ফুসকা/চটপটি খেতে নিয়ে যান, কিংবা একদিন রাস্তায় জ্যামে বসে থেকে ফুল বিক্রি করা ছোট একটি বাচ্চার কাছ থেকে কয়েকটা গোলাপ ফুল কিনলেন । কিংবা আপনি হয়তো এই করোনাকালীন মহামারীর ভয়াবহ সময়েও সুস্থ আছেন, শুধু আপনি না, সুস্থ আছে আপনার পরিবার ও নিকটাত্মীয় সকলেই । আপনি মহাসুখে আছেন মশাই ।

সুখের স্বরূপ কি বুঝতে পারলেন ? শুধু এতটুকু বলি, সুখ একটি আপেক্ষিক ব্যাপার ।

তাও যদি বুঝতে না পারেন, তাহলে বলি, প্রিয়তমের শারীরিক সৌন্দর্য্য কিংবা ব্যাংকে কোটি টাকা দিয়ে সুখ পাওয়া যায় না, কারণ প্রিয়তমের সেই সৌন্দর্য্যও সময়ের সাথে একদিন ফিকে হয়ে যাবে, ব্যাংকের কোটি টাকা জমাতে জমাতে নেশায় পড়ে সেই টাকা কোনদিন হয়তো খরচ করার মানুসিকতা হবে না । তার আগেই হয়তো দুনিয়া ছেড়ে যাওয়ার ডাক পড়ে যাবে আপনার । সুখ কিন্তু গাছতলাতেও থাকে, অনেক সময় সেই সুখ উঁচু বিল্ডিঙয়ে থাকে না ।

আপনার আসল সুখ আপনার কাছের লোকগুলোর মুখের হাসি তে, অসহায় মানুষগুলোর দোয়া তে, আপনার উপর ভরসা করে থাকা মানুষগুলোর ভরসা রাখা তে কিংবা সুখ তো সুস্থ স্বাভাবিক শরীর থাকাতেও আসে ।

হে মহান আল্লাহ্‌, জগতের সকল মানুষ সুস্থ থাকুক ও সুখী হোক, এই দোয়া করি । মানুষকে অল্পতে তুষ্ট থাকার তওফিক দান করুন । আমিন ।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:০২

রাজীব নুর বলেছেন: সুখে আছি ভাব্লেই সুখে থাকা যায়। অন্তত আমি তাই ই করি।

২| ৩০ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৪

চাঁদগাজী বলেছেন:


অলস আলোচনা ও ধারণা

৩| ৩০ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৬

ওমেরা বলেছেন: ঠিক কথা যার চাহিদা যতকম সে তত সুখী।

৪| ৩০ শে নভেম্বর, ২০২০ রাত ১১:১৮

চাঁদগাজী বলেছেন:




ওমেরা বলেছেন: ঠিক কথা যার চাহিদা যতকম সে তত সুখী।

-সবচেয়ে কম চাহিদা পাগলের

৫| ০১ লা ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৩৭

মোগল সম্রাট বলেছেন: সুখী মানুষের জামা থাকেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.