নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

মোশারফ হোসেন ০০৭

একজন শৌখিন লেখক আমি, আবার কবিও বলা যেতে পারে । যখন যা ভালো লাগে তাই লিখি ।

মোশারফ হোসেন ০০৭ › বিস্তারিত পোস্টঃ

কবিতা - ▓▒▒▒▒ বৃষ্টি ▒▒▒▒▓

০৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৪৮

বৃষ্টির আলতো ছোয়া পেলে?
পেলে কি বৃষ্টিস্নাত স্নিগ্ধতা?
আরও পেলে এক-দুই ফোটা করে
বৃষ্টির কোমল পরশ এবং ভালোবাসা?
আচ্ছা বৃষ্টি কেন ভালোবাসো?
কেনইবা বৃষ্টির দিনে মন ছুটতে চায়?
তুমি কি তাহলে এই বৃষ্টির মতই উদাসী?
নাকি হারিয়ে যাওয়ার কামনা রাখো?
এই বৃষ্টির ফোটাগুলো যেমনি হারিয়ে যায়

কখনো কি বৃষ্টির ফোটাগুলোর সাথে কেদেছো?
মনের দুঃখগুলো যেভাবে ফিরে ফিরে আসে
কখনো কি সেগুলো বৃষ্টিকে উৎসর্গ করেছো?
ভালোবাসার মানুষটি হারিয়ে যাবার ভয়ে
বৃষ্টির মতই নিজেকে রিক্ত অনুভব করেছো?
আবার কখনো বৃষ্টির ভিতরে মুখ লুকিয়েছ?
গুণগুণ করে একটি দুটি গানের কলি গেয়েছো?
নাকি বৃষ্টির সুরের সাথে তোমার সুর মেলেই না?

ঊর্ধ্ব গগণ যেমন পরিষ্কার হয়, সেরকমই
বৃষ্টিতে তোমার ভিতরটা কি পরিশুদ্ধ হয়?
বৃষ্টি কি তোমার অতীত মনে করায়?
টিনের চালে টুপটুপ করে পড়া বৃষ্টির গল্প
বাড়ির সকলের অমতে ভিজতে চাওয়ার গল্প
ছোটবেলা মনে পড়ে কি তোমার বৃষ্টি দেখলে?
নাকি তুমি অনেক বড় হয়ে গেছো?
এখন তোমার অতীত কি তোমাকে টানে না?

আচ্ছা তুমি আবার বৃষ্টিকে ভয় পাও না তো?
আকাশ ফেড়ে সব তলিয়ে যাবার ভয়
কিংবা আকাশের দুঃখে ভারাক্রান্ত হওয়ার ভয়
অথবা খোদার আক্রোশের কারণে হওয়ার ভয়
ভাবো তো, বৃষ্টি তোমার কষ্টের কারণ হয় কি?
কখনো কি বৃষ্টিকে অভিসম্পাত করেছো?
নিজের অস্তিত্বকে খুঁজতে গিয়ে অবাক হয়ে
কখনো কি বৃষ্টির মধ্যেই সেটা খুঁজে পেয়েছো?

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৫

চাঁদগাজী বলেছেন:



এসব লিখতে আপনার ভালো লাগে?

২১ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:০০

মোশারফ হোসেন ০০৭ বলেছেন: নিন্দুকেরে বাসি আমি
সবার চেয়ে ভালো

অনেক ধন্যবাদ চাঁদগাজী ভাই মন্তব্যের জন্য :#)

২| ০৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

২১ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:০১

মোশারফ হোসেন ০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য :#)

৩| ০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১:২১

রাজীব নুর বলেছেন: চেষ্টা অব্যহত থাকুক।

২১ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:০১

মোশারফ হোসেন ০০৭ বলেছেন: আপনাদের সমর্থন অব্যাহত থাকলে কেন নয়?

অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য :#)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.