![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় প্রেসিডেন্ট ওবামা,
মনে আছে সিরিয়ায় অ্যাম্বুলেন্সে যে ছেলেটিকে তুলে নিয়ে গিয়েছিল ।
তুমি কি দয়া করে ওকে গিয়ে আমার বাড়িতে নিয়ে আসতে পার ।
আমরা তাকে স্বাগত জানাব রাস্তায় কিম্বা পার্কে পতাকা,বেলুন ও ফুল দিয়ে ।
আমরা তাকে একটি পরিবার দেব ।সে আমার ভাই হবে ।
ক্যাথেরিন, আমার ছোট বোন, তার জন্য প্রজাপতি ও জোনাকির সংগ্রহ করবে ।
আমার স্কুলে ওমর নামে আমার এক সিরিয়ার বন্দু আছে , আমি ওকে তার সঙ্গে পরিচয় করিয়ে দেব ।
আমরা এক সাথে খেলা করব ।
আমরা তাকে জন্মদিনের পার্টিতে আমান্ত্রন জানাব এবং সে আমেদের অন্য আর একটি ভাষা শিখাতে পারবে ।
আমরাও তাকে ইংরেজি ভাষা শেখাব আমাদের আর এক বন্দু অটো'র মত করে ওর বাড়ি জাপানে ।
তাকে দয়া করে বলুন যে আলেক্স তার ভাই হতে চায় এবং আমিও খুব দয়ালু তার মত ।
যেহেতু সে খেলনা নিয়ে আসবে না , আমার বোন ক্যাথেরিন তার সাথে তার বড় নিল সাদা খরগোস ( বানী) ভাগ করে নেবে ।
আর আমি আমার সাইকেল তার সাথে ভাগ করে নেব এবং তাকে সাইকেল চালানো শেখাব ।
আমি তাকে অংকের যোগ বিয়োগ শেখাব ।
এবং সে ক্যাথেরিন'র পেংগুইন লিপ গ্লস এর মিষ্টি গন্ধও নিতে পারবে যা ও কাউকে স্পর্শ করতে দেয় না ।
"আপনাকে অনেক ধন্যবাদ! আমি আর অপেক্ষা করতে পারছি না ওর আসার জন্য ।
অ্যালেক্স
"৬ বছর বয়সী"
©somewhere in net ltd.