নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিবাদি কন্ঠ

সাধারণভাবেই থাকতে পছন্দ করি ।জাকজমকপূর্ণতা একদম পছন্দ করিনা । সব কষ্ট আড়াল করে সবসময় হাসিমুখে থাকার চেষ্টা করি । আর অনেক হাসি । \nহৃদয় আকাশে কখনো কষ্ট নামক মেঘের আনাগোনা । হৃদয় আকাশ সেই মেঘে কাল হয়ে যায় । যখন কষ্ট নামক মেঘ হৃদয় আকাশে ভেসে বেড়ায় তখন আলোকিত সবকিছুও অন্ধকার হয়ে যায় । আর তখনই যেন ভিন্ন এক আমি । অভিমানের সুরে কখনোবা কষ্টের বহিঃপ্রকাশ । অভিমানটাই সবার দৃষ্টিগোচর হয় । কিন্তু অভিমানের পেছনে লুকানো কষ্টগুলো কেউ খুঁজেনা ।আবার কখনো কষ্টের ছোবলে নিথর হয়ে থাকা । আবার কখনো মনের মধ্যে গড়ে উঠা স্বপ্নের অপমৃত্যু হয়ে সেখানে ঠাঁই নেয় কষ্ট নামক অনুভূতিগুলো । এটাই হয়তো আমার জীবন, আমার বাস্তবতা । তবুও পথ চলা জীবনের নিয়মে,বাস্তবতার টানে ।

প্রতিবাদি কন্ঠ › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষা

২৮ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১৩

সারাটিদিন তুমি থাক আমার এ হৃদয় জুড়ে।
প্রতিটাক্ষণ এ মন চায় তোমাকে কাছে পেতে।
কবে আসবে সেই দিন?
থাকবে তুমি আমার পাশে নিশিদিন।
তোমায় ভেবে কাটে সারাবেলা।
কবে পাব তোমার সাড়া?
আমি যে তোমাকে ভালবাসি,
তাইতো সারাক্ষণ হৃদয়ে তোমার ছবি আঁকি।
তুমি আমার স্বপ্ন রাজ্যের রাজকন্যা,
পাশে তুমি ছাড়া লাগে বড় একা।
আমার সকালটা সুন্দর হয়,
যখন তোমার কথা মনে হয়।
আমার এই হৃদয় জুড়ে থাক তুমি,
তোমাকে ছাড়া শূণ্য মনে হয় এ পৃথিবী।
অবুঝ আমার এই মন,
তোমাকে পেতে চায় সারাক্ষণ।
তোমাকে কাছে পেতে হায়,
অপেক্ষায় প্রহর গুনে এ হৃদয়
স্বপ্নহীন এ জীবনে দেখিয়েছ স্বপ্ন তুমি,
প্রতিক্ষণ মনে পড়ে তোমায় কি করে ভুলে থাকি?
তোমার অপেক্ষায় কাটে প্রতিক্ষণ,
কবে হবে তুমি আরও আপন।
তোমার প্রতীক্ষায় কাটাই সাড়াবেলা,
তুমিবিহীন লাগে বড় একলা।
তুমি আমার স্বপ্ন,আশা,ভালবাসা
তোমায় ভেবে হয়ে যাই পাগলপারা।
তোমাকে ভেবে এ হৃদয়ে স্বপ্ন জাগে,
রেখেছি তোমায় আমার হৃদয় মাঝে।
তোমায় পাওয়ার আশায় পথ চেয়ে থাকি,
আসবে কবে বলবে আমায় ভালবাসি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.