![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতি নগন্য এক চিজ
আপনারাই কন আমি কি খাটিঁ কামলা ছিলাম না ? খাটিঁ কামলা হিসাবে ১০০ তে কত দিবেন আমারে ?
আমি মাত্র দিন কয়েক হইলো ইন্টান শেষ করলাম এখন রিপোর্ট বাকি আছে , তিন মাস গাধার মতো খাটলাম !! তিন মাসে অসুস্থতার জন্য যেতে পারি নাই ৪-৫ দিন , আমি বলি নাই যে আমি অসুস্থ !! সেই সুবাধে আমাকে সিনিওর ম্যাডাম । সিনিওর স্যার কিছুক্ষন কথা শুনালো !!
সিনিওর ম্যাডাম
সাকিব তুমি কি ইন্টান করতে আইছো নাকি আমাগো দেখতে আইছো , এমনে করলে কিন্তু তোমারে ভালো নাম্বার দিবে না ম্যানেজার স্যার , এমনে ইন্টারশীপ করে না ,
আমি আমার কথা বলতেই পারলাম না কেন আসি নাই !!
সিনিওর স্যার
সাকিব সাহেব আপনি তো কোম্পানীর আইন মানবেন তাই না , ১০ মিনিট লেইট করলেও আমাদের জানাতে হয় !! আর আপনি ... মেলা কথা !!
ম্যানেজার স্যার
কি ব্যাপার আপনি আসেন নাই কেন ?
আমি উত্তর দিতে পারলাম , নিজের ভাগ্যর দ্বার বুঝি খুইলা গেলো !!
কিসের ভাগ্য , আমারে ১০০০ একটা কথা শুনাইয়া দিলো , তার নানী নাকি মারা গেছে তাও ২ এর বেশই ছুটি কাটান নাই !!
আইন -নিয়ম -কানুণ - এর মেলা কথা জ্ঞান দিনের আর আমি চুপ কইরা হজম করলাম , মনে হয় হজমলা মুখে নিয়া গেছুলুম !!
এইবার বইলাই দেই আমার এই জারি খাইবার কারণ কি , আমি ছিলাম একজন ইন্টার্ন , সিনিওর স্যার আর এক গেজেড ২ অফিসার ছুটি নিয়েছিল !! আমি যাই নাই বৃহস্পতিবার আর রবিবার এই দুইদিন কামের প্রেশার মেলা ছিল যা কিনা ম্যানেজার ছ্যার কেও করতে হইছে !! তাই আমার এই বকা খাওয়া !!
এইবার বলি আমি ইন্টার্ন থেকে কি পাইতাম !!
১) কামলা খাটছি
২) টাকাও দিত না লান্সও করাইতো না ( কাবি খা ও না )
৩) ১০ টা টু ৬ টা অফিস করেছি !!
৪) টিটি, এমটি , পে অর্ডার , account খোলা , রেজিস্টার করা সব আমি একা করতাম !! সাথে যত ফর্ম ফিলাম ছিল সব একা করতাম !!
৫) দুই দিন রাত ৯ টা পর্যন্ত অফিসে কাজ করছি সেই সুবাদে সন্ধায় নাস্তা ও ২০১২ এর একটা কেলেন্ডার দিসে ম্যানেজার !! কাম করছি RM এর সাথে বাংলাদেশ ব্যাংক এর একটা আর্জেন্ট ইনফরমেশন চাওয়াতে সব লোন & advance নিয়ে
৬) লান্স এর জন্য ৭০০ টাকা দিছি মেছে
7) অনেক কাস্টমার আমার কাছে ছুটে আসতো কেমনে করবে জানতে এইডা ভালো লাগছে একদিন দুইদিন পরে সবাই আমার কাছে ছুটে আসতো , ব্যাস্ত থাকলেও আমি হাসি মুখে কাস্টমার এর কাজটা করে দিয়ে তারপর ব্যাংকের অন্য কাজ করতাম !!
এই কাজের বিনিয়ম এ একটা সাদা নর্মাল কাগজে সার্টিফিকেট ও দুপুরের নাস্টা ফ্রি ছিল ( নাস্টা তাও সব দিন না ) চা এক বেলা তাও লাস্ট মাস চা বন্ধ ছিল !!
যাই হোক সবার ভালোবাসা পাইছি শেষের দিগে , অনেকে আমার সেল নাম্বার রেখে দিছে এমন কি আমি নাকি সব থেকে ভালো সার্ভিস দিয়েছি তাদের দেখার মধ্যে !!
আমার আডভাইজর স্যার
আমার সব কথা শুনে তার প্রতিক্রিয়া ছিল এমন মিয়া আপনি প্রতিদিন গেছেন কেন ? আপনারে কিছু দেয় নাই তাও কামলা খাটছেন !! দুপুরের খাবার তো দিতে পারতো , মানবিক একটা দিগ আছে না !!
যাই হোক আমি শিখতে গিয়েছিলাম অনেক কিছু শিখেছি অনেক কষ্টেও কাম করছি !!
আমি কোন ব্যাংকে ইন্টার্ন করলাম তাইতো বললাম না এইডা হইলো উত্তরা ব্যাংক !! একজন সফল কামলা !! নিজেকে মনে হইছে !!
২৩ শে মে, ২০১২ রাত ২:১৭
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: জ্বি উত্তরা ব্যাংকে করেছি !!
ফাও খাটিতে চাইলে আমার সাথে যোগাযোগ করিতে পারেন , ম্যানেজার আমাকে আরো একমাস কামলা খাটিতে বলিয়াছিল !!
এবং এও বলেছে পারলে যেন ইন্টার্ন দেই তাদের শাখায় এইডা শুইনা আমি মনে মনে হাসিতেছিলাম যে আমি কি HRD এর হেড নাকি লু
২| ২৩ শে মে, ২০১২ রাত ২:০০
লোভা রহ্মান বলেছেন:
ভাইয়া কোথা থেকে বের হইছেন? Internship সবাইকেই ফাও কামলা খাটায়। খুব কম জায়গায় খাবার অথবা টাকা দেয়। দিলেও খুব কম।
২৩ শে মে, ২০১২ রাত ২:২০
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: জ্বি আপু আমি প্রাইভেট ভার্সিটি থেকে তাই নামটা নাই বলি
৪ টা যে ভার্সিটি ইদানিং চায় ব্যাংক গুলান সেই তালিকায় নাই আমার ভার্সিটি !!
বিবিএ করে বার হইলাম !!
এখন ৮০০০-১০০০০ হাজার বেতন সাধে কোম্পানী গুলান !
মনের দুঃখে টিউশনি করি আর এমবি এর জন্য কোচিং করি !!
৩| ২৩ শে মে, ২০১২ রাত ২:০০
লোভা রহ্মান বলেছেন:
ভাইয়া কোথা থেকে বের হইছেন? Internship সবাইকেই ফাও কামলা খাটায়। খুব কম জায়গায় খাবার অথবা টাকা দেয়। দিলেও খুব কম।
৪| ২৩ শে মে, ২০১২ রাত ২:০১
একাকী বালক বলেছেন: আপনারে দিয়া হইব। কইয়া রাখলাম আমি। শাইন করবেন। একদম ফকফকা।
২৩ শে মে, ২০১২ রাত ২:২৩
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: অন্দা দেখি ভাই বিবিএ কইরা ৭০০০-১০০০০ হাজার টাকা ছাড়া জব নাই সব ২-৩ বছরে অভিজ্ঞতা চায় !!
সাথে এমবিএ
৫| ২৩ শে মে, ২০১২ রাত ২:০৩
একাকী বালক বলেছেন: যাই হোক সবার ভালোবাসা পাইছি শেষের দিগে , অনেকে আমার সেল নাম্বার রেখে দিছে এমন কি আমি নাকি সব থেকে ভালো সার্ভিস দিয়েছি তাদের দেখার মধ্যে !!
>>> এইডাই বড় ব্যাপার।
২৩ শে মে, ২০১২ রাত ২:২০
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: জ্বি জনাব !!
এইডাই বড় !!
৬| ২৩ শে মে, ২০১২ রাত ২:১৬
আমি তুমি আমরা বলেছেন: হুম্ম
২৩ শে মে, ২০১২ রাত ২:২১
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: হয় !!
৭| ২৩ শে মে, ২০১২ রাত ৩:০২
রকিবুল আলম বলেছেন: হুম, IBA এর BBA এর জন্য ট্রাই করেন, ইনশাল্লাহ চেষ্টা করেন, চান্স পেলেও পেতে পারেন, ভর্তির লাগি এইবার কামলা খাটেন। IBA থেকে বাইর হইতে পারলে তো বুঝেনই
২৩ শে মে, ২০১২ সকাল ১১:২১
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: হুম বড় ভাই পড়াশুনা শুরু করেছি !! দোয়া রাখবেন !!
৮| ২৩ শে মে, ২০১২ রাত ৩:২৮
ধুর!! বলেছেন: অভিনন্দন। শুভকামনা থাকলো।
২৩ শে মে, ২০১২ সকাল ১১:২১
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: কিসের জন্য ভাইডি ? বেকারের খাতায় নাম লিখাইছি তার জন্য নাকি ?
৯| ২৩ শে মে, ২০১২ রাত ৩:৩৩
রং রিয়াজ বলেছেন: যে অবস্থা এখন চাকুরীতেও টাকা দিতে চায় না। পারলে মাগ্নায় খাটায় নেয়।
২৩ শে মে, ২০১২ সকাল ১১:২৩
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: হুম তাই , দোয়া রাখবে MTO পদের জন্য কামলা খাটতাছি IBA এর জন্য না হয় BIBM এর জন্য !!
১০| ২৩ শে মে, ২০১২ রাত ৩:৫১
হাসান৭৭৭ বলেছেন: হ ভাই , আমিও খাটছি । এক টাকাও দেয় নাই , উল্টা প্রতি মাসে মেসে ১০০০ টাকা করে দেওয়া লাগছে তাও একবেলা খাওন , দুপুরে । অবশ্য চা পাইছি আর মাঝে মাঝে বড় বড় ক্লায়েন্ট রা লোণ পাইলে পার্টি দিত । সে কি খাওয়া । তবে কাজের চাপ খুব বেশি ছিল না । আপনার লেখার সাথে বাকি সব হুবহু মিলছে। ইন্টার্ন করছি ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক এ গত বছর ।
এইবার কামের কথায় আসি । এম বি এ এর জন্য প্রস্তুতি নেন । জব মার্কেটের অবস্থা কেমন সেটা আর না বললাম ।
চেষ্টা করেন কোন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে এম বি এ করতে ।
অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই বি এ টার্গেট রাখেন । আর আড়াই মাস পরে মনে হয় পরীক্ষা ।
প্রাইভেট থেকে করলে একদম প্রথম সারীর তিনটা টার্গেট রাখেন , তা না হলে প্রাইভেটে ভর্তি হওয়ার দরকার নাই ।
আমিও একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে বি বি এ করছি । এম বি এ তে ভর্তি হইছি জাহাঙ্গীরনগর আই বি এ তে গত মাসে ।
কোন তথ্য জানার দরকার হলে জিজ্ঞাসা করবেন । জানাতে চেষ্টা করব । ধন্যবাদ ।
২৩ শে মে, ২০১২ সকাল ১১:২৪
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: জ্বি জনাব !! IBA এর জন্য আর BIBM দুইটা টার্গেট নিয়া মাঠে নামছি দোয়া করবেন !!
ধন্যবাদ ভাই !! সমস্যায় পরলে বান্দা হাজির হবে !!
১১| ২৩ শে মে, ২০১২ সকাল ৮:০৭
কাদা মাটি জল বলেছেন: আইবিএ তে পড়তে চাইলে সবার আগে যত্তো শঙ্কা আছে সব জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিন। পরীক্ষা দিতে যাবেন ড্যাম কেয়ার ভাব নিয়ে; "খ্যাতা পুড়ি আমি আইবিএর" এটা হবে অ্যাটিচুড। আইবিএর এক্সামের জন্য যতোটা বই পড়বেন, আপনার চান্সপাবার হার আনুপাতিক হারে কমতে থাকবে। মেন্টর'স এর একটা গাইড যথেষ্ট। কোচিং ওখানেই করুন। সাইফুরস এর গাইড আর কোচিং দু'টাই ফাউল, দূরে থাকুন।
ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বললাম। কাজে দেবে আশা করি। আরো বেশী জানতে চাইলে আমার কাছে ক্লাস করতে পারেন; দু'ঘন্টার সেশন, ১০০০ টাকা পার সেশন
আর ইন্টার্নশিপ এর পরে যখন করবেন, দেশী প্রথম সারির ব্যাংকগুলো দেখবেন, মানে ঢাকা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, দ্য সিটি ব্যাংক ইত্যাদি। উত্তরা ব্যাংক টাইপ ফাউল ব্যাংক এড়ায় চলাই ভালো।
২৩ শে মে, ২০১২ সকাল ১১:৩২
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: জ্বি জনাব এই কথা আমার সব সময় মনে থাকে , ১ম ইন্টাভিউ যখন দিতে যাই তখন এইডাই ছিল মনে যে আমার জবের দরকার নাই ,
সত্যি বলতে কি তাই অনেক কনফিডেন্স ছিল !!! তাই জবটা হয়ে গিয়েছিল কিন্তু বেতন ৮০০০ টাকা , ১৪ ঘন্টা কামলা খাটতে হইবো !! দুপুরের খাবার সাথে !! দুই বছরের বন্ড সই !! রাতে ও দিনে সিপ্ট করে জব !!
তাই খ্যাতা পুড়ি তোর জবের কইয়া আইছি !!
জ্বি নেক্সট এ প্রাইমে ট্রাই নিমু ওরা ৮০০০ করে দেয় ইন্টার্ন্দের আর আমার কোন লিংক ছিল না ভাই নিজের ইন্টার্ন নিজে জোগার করেছি !! তাই এই ব্যাংক এ হইছে আগে ১ মাস পরে সাহাজালাল থেকে ডাকছিল !!
১২| ২৩ শে মে, ২০১২ সকাল ৮:৫৪
মোটামানুষ বলেছেন: ২০০৭ সালের কথা বলছি, গুলশানে এইচএসবিসি তে তখন আমার একটা একাউন্ট ছিলো, মাসে ৩-৪ বার যাওয়া লাগতো। ব্যাংকে ঢুকলেই অতীব সুন্দর চেহারার ২-৩ জন মেয়ে স্যার স্যার বলে এগিয়ে আসতো, কি সাহায্য লাগবে জানতে চাইতো, কোনো ডেস্ক খালি থাকলে সেদিকে যেতে বলতো, না হলে ধৈর্য্য ধরে অপেক্ষা করতে বলতো।
ঐ মাইয়াগুলানরে দেখতাম সকাল থেকে বিকাল পর্যন্ত এই কাজই করতো।
এইগুলা হলো এইচএসবিসি ইন্টার্ন। আপনে তো নিজের হাতে কিছু কাজ করতে পেরেছেন, আর ঐ মেয়ে গুলো?
২৩ শে মে, ২০১২ সকাল ১১:৩৩
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: জ্বি অনেক কাম করছি !! রেমিটেন্স এর সিনিওর ম্যাডামের ৭৫% কাম আমি করে দিতাম !!
১৩| ২৩ শে মে, ২০১২ সকাল ৯:১১
খারাপ ছাত্র কিন্তু মানুষ ভালো বলেছেন: শিখলাম ভাই। লাইন এ আছি। যদিও আমি ইঞ্জিনিয়ারিং এ। জানিনা কপালে কি আছে।
২৩ শে মে, ২০১২ সকাল ১১:৩৩
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: শুভকামনা আপনার প্রতি !!
১৪| ২৩ শে মে, ২০১২ সকাল ১০:০৯
আর.হক বলেছেন: আমার মতো ফিল্ডওয়ার্ক করবেন..........................
প্রথম দিন চেহারা দেখাইতে গেছিলাম আর শেষ দিন ম্যাডামরে নাস্তা খাওয়াইয়া চেহারা দেখাইয়া আসলাম................ ম্যাডাম তো বহুত খুশি আমারে দেইক্খা
২৩ শে মে, ২০১২ সকাল ১১:৩৫
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: ভাই আমিও পারতাম কিন্তু বাসায় ভাই এর জন্য আর আম্মার জন্য ফাকি দেই নাই সাথে নিজের কিছু শিখার চেষ্টা নিছিলাম পরে দেখলাম ১ সপ্তাহ লাগে কাম শিখতে !!
একই কাম ব্যাংকে !! ম্যানেজার কঠিন ছিল আর আমার লিংক ছিল না !!
১৫| ২৩ শে মে, ২০১২ সকাল ১০:৩৩
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: শুভ কামনা রইল....
২৩ শে মে, ২০১২ দুপুর ১:২৯
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: ধন্যবাদ
১৬| ২৩ শে মে, ২০১২ সকাল ১১:০৫
ফারজুল আরেফিন বলেছেন: শুভ কামনা রইলো.....
২৩ শে মে, ২০১২ দুপুর ১:৩০
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: ধন্যবাদ
১৭| ২৪ শে মে, ২০১২ সকাল ১১:৪৯
নিভা* বলেছেন: একেবারে কামলার মতই দেখাচ্ছে, খাঁটি কামলাই
২৪ শে মে, ২০১২ দুপুর ২:৪৪
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: ধন্যবাদ !!
দোয়া করবেন IBA ER MBA & EMBA এর জন্য কামলা খাটতাছি এইডা যেন খাঁটি কামলার সিল লাগাতে পারি !!
১৮| ২৪ শে মে, ২০১২ রাত ৯:৪১
রেজওয়ান তানিম বলেছেন: অ্যা কমপ্লিট পেইন আই ফিল
২৪ শে মে, ২০১২ রাত ৯:৪৫
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: হুম
১৯| ২৪ শে মে, ২০১২ রাত ১১:০৭
নতুন বলেছেন: নয়া কামলা হইছেন.... শুভ কামনা রইলো.....
উপরের ফটুকটা চেনা চেনা লাগলো,,,
২৫ শে মে, ২০১২ রাত ১:৪২
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: ধন্যবাদ !! ঁ_ঁ
২০| ২২ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৫
শীলা শিপা বলেছেন: আপনার সফল কামলা জীবনের ইতিহাস শুনে আমার তো ভয়ই লাগতেছে।না জানি কি আছে কপালে
২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩০
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
টেনশন নিয়েন না ---
কেউ কিছু কইলে সুন্দর একটা হাসি দিবেন - দেখবে কউয়ার আগে ভুইলা গেছে কি কইতে আইছে - !!
©somewhere in net ltd.
১|
২৩ শে মে, ২০১২ রাত ২:০০
লোভা রহ্মান বলেছেন:
ভাইয়া কোথা থেকে বের হইছেন? Internship সবাইকেই ফাও কামলা খাটায়। খুব কম জায়গায় খাবার অথবা টাকা দেয়। দিলেও খুব কম।