নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতিসাধারণ, সাধারণই থাকতে চাই।ঝামেলা অসহ্য লাগে।ঝামেলা জিনিসটা হলো আধোয়া থালা-বাসনের মত বিরক্তিকর।

মোঃসুমন মজুমদার

আমি অতিসাধারণ, সাধারণই থাকতে চাই।ঝামেলা অসহ্য লাগে।ঝামেলা জিনিসটা হলো আধোয়া থালা-বাসনের মত বিরক্তিকর।

মোঃসুমন মজুমদার › বিস্তারিত পোস্টঃ

অতিথি পাখিসমুহ(ছবি ব্লগ)

২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৫

শীত যত বাড়ছে,অতিথি পাখির সংখ্যাও ততই বাড়ছে। হাওরগুলোর মধ্যে রয়েছে জেলার কুলাউড়া উপজেলায় হাকালুকি হাওর, রাজনগর উপজেলায় হাওর, কাউওয়া দীঘি ও শ্রীমঙ্গল উপজেলায় বাইক্কার বিল। দেশের সর্ববৃহৎ হাওর হাকালুকিসহ, কাউওয়া দীঘি ও বাইক্কার বিলে এবার অতিথি পাখির সংখ্যা বেড়েছে। খঞ্জন, গার্গেনি, নীলশির, পাপিয়া, বড় চটক, মাঠচড়াই



খঞ্জনা


গার্গেনি


নীলশির

পাপিয়া

বড় চটক

মাঠচড়াই

মন্তব্য ১৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০০

কেউ নেই বলে নয় বলেছেন: দেখে ভালোলাগলো। +

২| ২০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৭

অপর্ণা মম্ময় বলেছেন: কি সুন্দর সুন্দর পাখি!
ভালো লাগলো দেখে

৩| ২০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০২

ইসু বলেছেন: অতিথিদের আসল নাম কি?

২০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৬

মোঃসুমন মজুমদার বলেছেন: অতিথি পাখিদের আসল নাম পরিযায়ী পাখি

৪| ২০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১১

শাহরিয়ার কবীর বলেছেন: পাখি গুলোর ছবি দেখে ভাল লাগলো এবং অনেক পাখির নাম জানলাম। ধন্যবাদ ভাই

৫| ২০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৮

সুমন কর বলেছেন: দারুণ !!

+।

৬| ২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৯

সুলতানা রহমান বলেছেন: গার্গেনি পাখির নাম শুনিনি। ভালো লেগেছে। +

৭| ২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১২

রিকি বলেছেন: ওয়াও। চরম লেগেছে। কিছু কিছু পাখি নতুন ভাবে চিনলাম :)

৮| ২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৯

শ্রীঅভিজিৎ দাস বলেছেন: বা: চমৎকার সব পাখি ।

৯| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৮

ধমনী বলেছেন: খঞ্জনা আর মাঠ চড়াই তো দেশী পাখি!
ছবিগুলো ভালো লেগেছে।

১০| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

কল্লোল পথিক বলেছেন: দারুন++

১১| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৪

সাহসী সন্তান বলেছেন: চমৎকার অতিথি পাখির ছবি ব্লগ! বেশ কিছু পাখির নাম আগেই জানা ছিল, বাকিটা আপনার পোস্ট থেকে জেনে নিলাম!




পোস্টের জন্য ধন্যবাদ! শুভ কামনা জানবেন!

১২| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৪০

ফেরদৌসা রুহী বলেছেন: অনেক পাখির সাথে পরিচয় হল।

এরা আমাদের অতিথি হয়ে আসে আর আমরা এদের ধরে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকি।

১৯ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৩৮

মোঃসুমন মজুমদার বলেছেন: আমরা মানুষ যে তাই।মানুষ হিসেবে শান্তিপ্রিয় হবার কথা কিন্তু আমরা হানাহানি বেশি করি।

১৩| ২১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৪

আলোরিকা বলেছেন: নীলশিরের শিরের রং তো দেখছি সবুজ !

যাহোক পাখিগুলো দেখতে যেমন মিষ্টি , নামগুলোও তেমনি মিষ্টি :)

১৪| ২১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮

মিলন হোসেন১৫৮ বলেছেন: অতিথি পাখি গুলো সুন্দর এবং পোষ্টে প্লাস

১৫| ২১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫

প্রামানিক বলেছেন: ভাল লাগল পাখির ছবি। ধন্যবাদ

১৬| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১০

রক্তিম দিগন্ত বলেছেন: চমৎকার পোষ্ট! +

তবে আরো কয়েকটা পাখির ছবি দিতেন। এই কয়টায় তো মন ভরে না। :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.