![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে খুব বেশি কিছু জানিনা আসলে... জানতে ইচ্ছে করে, আবার ভয়ও করে।। কি না কি অনভিপ্রেত সত্য বেরিয়ে পড়বে।। তাই চেষ্টা করিনা।।
মাত্রই শেষ করলাম প্রয়াত স্যার হুমায়ূন আহমেদ এর প্রথম রাজনৈতিক এবং সর্বশেষ প্রকাশিত উপন্যাস দেয়াল।
দেয়াল নিয়ে আলোচনা বা সমালোচনা করার যোগ্যতা বা ক্ষমতা কোনটাই আমার নেই। করতে চাইওনা।
তবে দেয়াল এর নায়িকা অবন্তি আমাকে স্যার এর পুরনো নায়িকাদের মত আকর্ষণ করেনি।
কেন করেনি আল্লাহ মালুম।
এখন পর্যন্ত আমার কাছে হুমায়ুন মানবী রুপা-ই সেরা।
সেই প্রথম থেকেই রুপার প্রেমে মশগুল আছি
আফসোসের ব্যাপার তার দেখা পাচ্ছিনা।
দেখা পাওয়া মাত্রই হাসান মাসুদ স্টাইল এ বলব-
"তুমি ভাইবনা আমি তোমার সাথে প্রেম করতে চাই, আমি এইসব প্রেম টেম এ বিশ্বাস করিনা, আমি তোমাকে বিয়ে করতে চাই, you have three option
১) রাজী থাকলে হাঁ বল
২) রাজী থাকলে না বল
৩) রাজী থাকলে চুপ করে থাক"
option এর ব্যাপারটা আমি যুক্ত করেছি, কারন পাওয়ার পর রুপাকে হারানোর মত দুঃসাহসও আমার নেই। আমি সর্বক্ষেত্রে ভিতু মানুষ।
দেয়াল নিয়ে কিছু কথা ওলটপালট ভাবে মাথায় ঘুরছে।
সাজানো হয়ে গেলেই লিখে ফেলব।
০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
মহাবিরক্ত বলেছেন: ইচ্ছা থাকলে পেয়ে যাবেন।
দাম ও তুলনামূলক কম। মন্তব্যের জন্যে ধন্যবাদ।
২| ০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
গধযনঁন বলেছেন: পুলিশ রাজিবের খুনীদের গ্রেফতার করেছে! অভিনন্দন!!
আফসোস এরা এক বছরেও সাগর-রুনী'র হত্যাকারীদের গ্রেফতার করতে পারলো না, আমিনুলের হত্যাকারীদের গ্রেফতার করতে পারলো না, ইলিয়াস আলীকে উদ্ধার করতে পারলো না, চৌধুরী আলমকে উদ্ধার করতে পারলো না। ছবি দিয়ে সনাক্ত করিয়ে দেবার পরও বিশ্বজিতের খুনীদের গ্রেফতার করতে পারলো না। বড় আফসোস!
০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
মহাবিরক্ত বলেছেন: সহমত।
আশা করছি বর্তমান দাবি বাস্তবায়ন হওয়া মাত্রই শাহবাগ থেকে আমরা এই দাবি গুলোও তুলব।
আর সহযাত্রী হিসেবে আপনি অবশ্যই প্রথম সারিতে থাকবেন।
ধন্যবাদ।
৩| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৮:১৪
রাজীব বলেছেন: দেয়াল নিয়ে লেখা আশা করছিলাম
অবশেষে পেলাম
তবে পুরো রিভিউ হলে ভালো হতো।
পড়ে কি মনে হলো, আসলেই হুমায়ুন আহমেদের লিখা নাকি অন্য কিছু?
০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:০১
মহাবিরক্ত বলেছেন: রিভিও লেখার মত যোগ্যতা নাইরে ভাই।
তবে মোটামুটি একটা সার সংক্ষেপ ২/১ দিনের ভিতর লিখব আশা করি।
লিখা স্যার এর তাতে সন্দেহ নেই, তবে আমার কাছে কিঞ্চিত অসম্পূর্ণ মনে হয়েছে।
আমার সাজেসান থাকবে মিনিমাম ২ বার পড়ার জন্যে।
ধন্যবাদ।
৪| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৮:৫৫
মাক্স বলেছেন: আপচুচ! এখনো পর্তেপার্লাম্না
০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:০৩
মহাবিরক্ত বলেছেন: আফসুস হজমের জন্যে ক্ষতিকারক।
তাড়াতাড়ি পড়ে ফেলুন।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
যোগী বলেছেন: পড়ার খুব ইচ্ছা, কয় যে পাই!