নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিফতাহ আরিফ.......

নিজেকে সবসময় সর্বজ্ঞানী মনে হয় বলেই বুঝতে পারি যে আমি মস্ত বোকা অথবা মহামূর্খ।।

মহাবিরক্ত

নিজের সম্পর্কে খুব বেশি কিছু জানিনা আসলে... জানতে ইচ্ছে করে, আবার ভয়ও করে।। কি না কি অনভিপ্রেত সত্য বেরিয়ে পড়বে।। তাই চেষ্টা করিনা।।

মহাবিরক্ত › বিস্তারিত পোস্টঃ

পুলিশ কে সহিংসতা রোধের জন্যে নিশ্চয়ই "soot to kill" পারমিট করা হয়নি????

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:৪৩

পুলিশ কে সহিংসতা রোধের জন্যে নিশ্চয়ই "soot to kill" পারমিট করা হয়নি????

তারপরেও এত হত্যাকাণ্ড কেন হচ্ছে????

আমার জানা মতে যেই কোন পরিস্থিতি সামলানোর জন্যে পুলিশ "হাঁটুর নিচে গুলি" করার অনুমতি পায়।

জামাত-শিবিরের তাণ্ডব কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এটার তীব্র নিন্দা জানাচ্ছি। এটা কোনভাবেই আন্দোলনের রূপরেখা হতে পারেনা। তারা অবশ্যই আমাদের ঘৃণার পাত্র। সরকারের কাছে এদেরকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি।

এদেরকে শক্ত হাতে প্রতিহত করা উচিৎ। আশা করি আপনারা করতে সক্ষমও।

আর যদি সক্ষম না হন অনুগ্রহপূর্বক "সেনাবাহিনির" হাতে দায়িত্ব অর্পণ করুন।

জামাত-শিবির এর চেয়ে সাধারন মানুষের লাশ আমরা বেশি দেখতে পাচ্ছি।

সবচেয়ে বড় কথা জামাত-শিবির রাও এই দেশের নাগরিক। দমন বা প্রতিহত করা মানেই নিরবিচারে গুলিবর্ষণ এটা কোন সভ্য মানুষ মেনে নিবেনা।

আমরা আর কোন লাশ দেখতে চাইনা।

জমাত-শিবির প্রতিহত করুন, পাশে আছি থাকব। তবে নির্বিচারের হত্যার মাধ্যমে নয়, অন্য কোন মাধ্যম অবলম্বন করুন।

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:৫৩

পরিবেশ বন্ধু বলেছেন: হেরারে দুষেন , সরকার হেরারে সামরিক বাহিনীর মত ক্ষেমতা দিল
মনে অয় ,
ইসলামের বানী বা আল্লাহর বানী দুনিয়ার মন্ত্রি বাদশা ও আহম্মকদের
চাইতে লক্ষ কোটি গুনে সম্মানিত ।
আর আল্লাহর ক্ষুত্রতি বিচার জাহেল বাদশা নম্রুদ কে যেমন সামান্য
মশা দিয়ে ধংশ করার ক্ষমতা রাখে ।
তেমনি তাকে ভয় করে এসব মিথ্যা ভান্তি থেকে বাচুন এবং ভুলের
জন্য সৃষ্টি কর্তার নিকট ক্ষমা প্রার্থনা চান ।

২| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:৫৫

দায়িত্ববান নাগরিক বলেছেন: অন্য কোনো মাধ্যম কোনটা বলে দিন ! আমার মাথায় তো আর কিছু আসছে না।

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:৫৮

মহাবিরক্ত বলেছেন: তারা যেহেতু অপরাধ দমন বিষয়ে অভিজ্ঞ আমার মনে হয় অন্য কোন মাধ্যম তারা ভাল বুঝবেন।
আমার আপনার মাথায় না আসাটাই স্বাভাবিক।

৩| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:০৩

নায়করাজ বলেছেন: পুলিশ কি নিজের মা-বইনের রেপ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ?

আপনার বাড়িঘরে হামলা হইলে কী করবেন ?

জামাত শিবিরকে যারা মানুষ মনে করে, তারা বিভ্রান্ত, ভুলের মধ্যে আছে।

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:০৯

মহাবিরক্ত বলেছেন: আপনি বোধহয় পয়েন্ট টা ভালভাবে বুঝতে পারেননি।
যারা মারা যাচ্ছে তারা অধিকাংশই সাধারন নাগরিক। জামাত শিবির সহিংসতা করে ঠিকই পার পেয়ে যাচ্ছে।
মানলাম তারা মানুষ নয় কিন্তু পশুপাখিকে হত্যাও নিশ্চয়ই সমর্থন যোগ্য নয়??

৪| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:১৭

ভুল উচ্ছাস বলেছেন: চিকুদের মাথায় বুদ্ধিশুদ্ধি এমনিতেই কম, জাশির ব্রেইন ওয়াশ ছাগু গুলার সাথে লীগের চামচা ওরফে চিকু গুলারে এক সাথে রিহ্যাবে পাঠান। এইটাই বেস্ট ওয়ে। অবশ্যই তার আগেই জাশি নিষিদ্ধ করতে হবে। তবে আমার আশা দুরাশা হাসুবু সেইটা করবে না।

এরা বলবে এভাবে জাশি রে নিষিদ্ধ করমু তবে .।


যখন ঐ তবে টা উচ্চারন করবে তখনি বুঝে নিবেন এইটা একটা চিকু, আওয়ামী চিকু। নিজেদের বেলায় সব জায়েজ করতে চায়।

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:২৪

মহাবিরক্ত বলেছেন: সহমত
জামাত-শিবির নিষিদ্ধ করার দাবি আমাদের সবারই। তবে বর্তমান সরকার এটাকে তাদের পরবর্তী নির্বাচন জয়ের হাতিয়ার ভাবলে ভুল করবে।
আগে নিষিদ্ধ করুন তারপর নেক্সট টার্ম আপনারা পাবেন কিনা জনগন সিদ্ধান্ত নিবে।
মন্তব্যের জন্যে ধন্যবাদ।

৫| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:২৮

মিনহাজুল হক শাওন বলেছেন: যারা মারা যাচ্ছে তারা অধিকাংশই সাধারন নাগরিক। জামাত শিবির সহিংসতা করে ঠিকই পার পেয়ে যাচ্ছে।

তাই নাকি! আপনি ওখানে ছিলেন মনে হচ্ছে? আপনি পুলিশে যোগ দিন, আপনার সুচারু কৌশলে পুলিশ সাধারণ নাগরিক থেকে জামাত শিবির খুজে বের করে গুলি করুক। :)

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:৩১

মহাবিরক্ত বলেছেন: আমি দুঃখিত, আমি বোধহয় ব্যাপারটা আপনাকে বোঝাতে পারিনি।
ধন্যবাদ।

৬| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:৩৩

জহির উদদীন বলেছেন: আপনাদের হয়তো মনে আছে গত মাসে বা জানুয়ারী মাসে জামায়াতকে পুলিশ সমাবেশ করার অনুমতি দিয়েছিল তখন জামায়াত পুলিশকে রজনীগন্ধা ফুল উপহার দিয়েছিল এবং এটি সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছিল.......তার মানে এইটা কি প্রমানিত হয় না যে কোন রাজনৈতিক দলকে যদি সঠিক ভাবে ও শান্তিপূর্ন ভাবে সমাবেশ করতে অনুমতি দেয়া হয় তা হলে কোন সংঘর্ষ হওয়ার কথা নয়......

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:৩৬

মহাবিরক্ত বলেছেন: তাই বলে কিন্তু আমরা জামাতের সহিংসতাকে কোনভাবেই শান্তিপূর্ণ আন্দলন বলবনা।
তারা জা করছে টা অবশ্যই আইন বহির্ভূত। আইনানুগ বেবস্থা নেওয়া উচিৎ। তবে শুধুমাত্র গুলি খরচ করে নয়।

৭| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:৫৩

সুন্দর সমর বলেছেন: মরছে মানুষ দিনরাত্র- এটাই এখন বড় কথা!

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:২৭

মহাবিরক্ত বলেছেন: সহমত

৮| ০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৩:০১

পীরসাহেব বলেছেন: এইডা কি কৈলেন ভাই? "সবচেয়ে বড় কথা জামাত-শিবির রাও এই দেশের নাগরিক। " - !!!

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:৩১

মহাবিরক্ত বলেছেন: আবেগ নয় বাস্তবতা বিবেচনায় আনা উচিত।
মন্তব্যের জন্যে ধন্যবাদ

৯| ০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৪:১৭

হেডস্যার বলেছেন:

পুলিশ তো আমার জানামতে হাটু বরাবরই গুলি করে....কিন্তু কুত্তাগুলা লাফালাফি করে বইলাই গুলি গিয়া বুকে লাগে। পুলিশের দোষ কি?

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৪

মহাবিরক্ত বলেছেন: 8-|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.