![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে খুব বেশি কিছু জানিনা আসলে... জানতে ইচ্ছে করে, আবার ভয়ও করে।। কি না কি অনভিপ্রেত সত্য বেরিয়ে পড়বে।। তাই চেষ্টা করিনা।।
কিছুমাত্রায় ১৮+ (নিজ দায়িত্তে পড়বেন)
“দুধে হরলিক্স মেশাও, দুধের শক্তি বাড়াও” :!>
এটা বর্তমান সময়ে বহুল প্রচারিত একটি পণ্যের তার চেয়েও অধিক আলোচিত স্লোগান।
আপাতদৃষ্টিতে স্বাভাবিক অর্থ বহন করলেও কিছু বাহ্যিক meaningও কিন্তু আছে। :p
দেখা যাক কি কি অর্থ আবিস্কার করা যায়ঃ-
*কর্মক্ষেত্রে “inactive instrument” এরও শক্তির প্রয়োজন আছে। (আমার অনভিজ্ঞতাও হতে পারে)
*এতদিন ধারনা করা হত কস্মেটিক্স এককভাবে নারীদের পণ্য, এখন হরলিক্স বাবাজির নামও লিস্ট এ অন্তর্ভুক্ত হবে !
*এখন থেকে ফার্মাসিতেও হরলিক্স পাওয়া যাবে। (শক্তিবর্ধক বলে কথা)
*হরলিক্স এখন ১৮+ পণ্য। (জাতে উঠে গেছে)
*যষ্টিমধু হকার মালেক সাহেবের সাথে সাথে এখন গাড়িতে বসলে হরলিক্স ও দেখা যাবে(লোকাল বাস দ্রষ্টব্য)।
*নির্ধারিত একজনের জন্যে নির্ধারিত কিছু পণ্য কিনতে গেলে ছেলেরা লজ্জায় দোকানদারের সামনে কাচুমাচু করত, now হরলিক্স এর ব্যাপারেও ঘটনা ঘটার সম্ভবনা আছে(in a relationship দের জন্যে প্রযোজ্য)
*দোকান থেকে পত্রিকায় মুড়ে আনা লাগতে পারে(অভিজ্ঞজন সমীপে)
*ছেলেদের কপাল পুড়ল; তবে তারা “one of the active instrument” এ মেশানোর জন্যে নতুন কোন শক্তিবর্ধক পণ্যের দাবিতে আন্দলনে নামতে পারে।(হরতাল আহবান করলেও অবাক হবার কিছু নাই!!)
*সর্বোপরি রোগী দেখতে যাওয়ার ক্ষেত্রে পথ্য হিসেবে বিকল্প কিছু ভাবতে হবে।
*আপাতত আর কিছু মাথায় নাই, প্রয়োজন মনে করলে কমেন্টে লিখে দিবেন।
আচ্ছা, হরলিক্স কম্পানি তাদের নেক্সট স্লোগান কি করতে পারে?????
“ভবিষ্যৎ সন্তানকে শক্তিশালী করতে হরলিক্স ব্যাবহার করুন”
আর নিচে লিখা থাকতে পারেঃ
“অতিরিক্ত হরলিক্স ব্যাবহারে ***** অধিক **** হবার ঝুকি আছে”
বি.দ্র. আমার খুব কাছের একজন কালকে অভিযোগ করেছেন আমি নাকি দিন দিন সিরিয়াস হয়ে যাচ্ছি। সব নাকি ভাবগম্ভির স্ট্যাটাস দেই। so দাবি অনুযায়ী ভাবহীন স্ট্যাটাস দিলাম।
এইবার ঠেলা সাম্লাও।
ফেসবুক পোস্ট।
১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৯
মহাবিরক্ত বলেছেন: আমি নারে ভাই, কোম্পানি কইতাছে
২| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫২
খাািলদ বলেছেন: রওনক বলেছেন: আমি জানতাম দুধ ঢাইকা রাখতে হয়, আর আপনি কইতাছেন এর সাথে হরলিক্সও মিশাইতে হয়!!!!!
হাসতে হাসতে শেষ
১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৬
মহাবিরক্ত বলেছেন:
৩| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১০:০২
মহা ব্লগার বলেছেন: View this link
১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৩
মহাবিরক্ত বলেছেন: মহা পোস্ট
৪| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৪
রাতুল রেজা বলেছেন: আমার তো মনে হয়, "দুধে হরলিকস মেশাউ, দুধকে ভেজাল বানাউ"
১৫ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৮
মহাবিরক্ত বলেছেন: হইবার পারে
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৭
রওনক বলেছেন: আমি জানতাম দুধ ঢাইকা রাখতে হয়, আর আপনি কইতাছেন এর সাথে হরলিক্সও মিশাইতে হয়!!!!!