![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে খুব বেশি কিছু জানিনা আসলে... জানতে ইচ্ছে করে, আবার ভয়ও করে।। কি না কি অনভিপ্রেত সত্য বেরিয়ে পড়বে।। তাই চেষ্টা করিনা।।
ধরুন আপনি এলিফেন্ট রোড ধরে হাঁটছেন, হটাৎ দেখলেন জাপা সভাপতি ফিরোজ রশিদ রাস্তায় দাড়িয়ে লুঙ্গি মুলামুলি করছে, আপনাকে দেখেই বলল ভাই 'লাল না বেগুনি কোনটা আমারে সুইট করব বুঝতাছিনা, একটু চয়েজ কইরা দেন, আপনার ভাবি কইছে আকাশী কিনতে ওইটা আবার পাওা যায়না'
অথবা প্রধানমন্ত্রী পুত্র আপনাকে দেখে গাড়ি থামিয়ে চেনা সুরে অভিযোগ করছে 'আপ্নারে ভাই এত ফোন করি, রিসিভ করেন্না কেন? আম্মায় কইছে রাস্তায় পাইলে বাসায় লয়া যাইতে, আপনার মোরগ পোলাউ ফ্রিজে রাখা আছে, আইজকা আমার লগে যাইতে হইব'
এর চেয়ে তাজ্জব ব্যাপার হবে যখন বাসায় ঢুকে দেখবেন আপনার রান্নাঘরে চাটাইতে বশে গরম ভাত খাচ্ছে লুঙ্গি পরা বারাক ওবামা, আপনাকে দেখেই খুব অসন্তুষ্ট গলায় বলল 'ভাইজানের বাসার কাঁচামরিছকি চাইনিজ নাকি, সাইজে ছোট হইলেও ব্যাপক ঝাল পাইতেছি, দেরি না কইরা চিনির কোট্টাটা দেন, কি মুসিবতে পড়লাম মরিছ খায়া'
অবাক হলেও কিছু করার নাই, উপরের তিনটি ঘটনাই ঘটেছে আমার এক বড় ভাইয়ের সাথে, তবে অবশ্যই স্বপ্নে, বেচারা বেশুমার টেন্সানে আছে, এই ধরনের সপ্নের মানে খুজে পাচ্ছেনা।
উপরের কথা প্রারম্ভনা, স্বপ্নে মানুষ যা খুশি দেখতে পারে আমার আপত্তি নাই, আপত্তি বিখ্যাত সপ্ন বিষয়ক গবেষক ফ্রয়েড সাহেবকে নিয়ে, তাঁর মতে দৈনন্দিন কাজ কিংবা চিন্তার অবচেতন বহিরপ্রকাশ হচ্ছে সপ্ন, আরও অদ্ভুত তথ্য হচ্ছে মেক্সিমাম সপ্নের ডিউরেসন নাকি ৩ সেকেন্ড।
কিউরিয়াস মাইন্ড জানতে চায় 'বারাক ওবামা লুঙ্গি পরে ভাত খাচ্ছে এই চিন্তা মাথায় আসা সম্ভব????'
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৫৪
মহাবিরক্ত বলেছেন:
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৫০
মুক্তকণ্ঠ বলেছেন: