![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক. একজন পুরুষ কর্তৃক যতজন মহিলাকে দেখা জায়িয-
(১) মা (আপন ও সৎ উভয়েরই দেখা করা জায়িয)। (২) দাদী, পরদাদী (এভাবে যত উর্ধে যাক)। (৩) নানী, পরনানী (এভাবে যত উর্ধে যাক) (৪) মেয়ে (বৈপিত্রেয়া, বৈমাত্রিয়া মেয়ে ও দুধ মেয়েও শামিল) (৫) পুতনী (এখানে দুধ ছেলে ও বৈমাত্রেয়া ও বৈপিত্রেয় ছেলের মেয়েও শামিল) (৬) নাতনী (এখানে দুধ মেয়ে ও বৈপিত্রেয়া মেয়ের মেয়েও শামিল) (৭) বোন (তিন প্রকারঃ আপন, বৈমাত্রিয়া বোন ও বৈপিত্রিয়া বোন শামিল) (৮) ফুফু (আপন ফুফু, বৈমাত্রিয়া ফুফু, বৈপিত্রিয়া ফুফু ও দুধ ফুফু শামিল) (৯) খালা (আপন খালা, বৈমাত্রিয়া খালা, বৈপিত্রিয়া ও দুধ খালা শামিল) (১০) ভাতিজী (ভাতিজীর মেয়ে যত নিম্নে যাক)। (১১) ভাগ্নী (ভাগ্নীর মেয়ে যত নিম্নে যাক) (১২) দুধ মা (আড়াই বছরের মধ্যে যার দুধ পান করা হয়েছে)। (১৩) দুধ বোন (আপন বোনের মত দুধ বোনকে দেখা জায়িয) (১৪) শাশুড়ী (এখানে শুধু আপন শাশুড়ী উদ্দেশ্য, সৎ শাশুড়ীকে দেখা হারাম)। (১৫) যে স্ত্রীর সাথে মিলামিশা করা হয়েছে তার অন্য পক্ষের মেয়ে। (১৬) ঔরসজাত পুত্রের বধু বা স্ত্রী (এখান থেকে পালক পুত্রের স্ত্রীকে বাদ দেয়া হয়েছে) (১৭) দুধ পুত্রের বধু বা স্ত্রী। (১৮) অতি বৃদ্ধা মহিলা, যাদের প্রতি তাকালে আকর্ষণ বিকর্ষণে পরিণত হয়।
খ. একজন মহিলা যতজন পুরুষকে দেখতে পারে বা দেখা দিতে পারে-
(১) পিতা (আপন ও মায়ের পূর্বের স্বামী উভয়েরই দেখা করা জায়িয) (২) দাদা (পর দাদা এভাবে যত উর্ধে যাক) (৩) নানা (পর নানা এভাবে যত উর্ধে যাক) (৪) ছেলে (বৈপিত্রেয়, বৈমাত্রেয় ও দুধ ছেলে সকলেই শামিল) (৫) নাতী বা পৌত্র (এখানে দুধ ছেলে, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় ছেলের ছেলেও শামিল) (৬) নাতী বা দৌহিত্র (এখানে দুধ মেয়ে, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় মেয়ের ছেলেও শামিল) (৭) ভাই (আপন, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় ভাই শামিল) (৮) চাচা (আপন, বৈমাত্রেয়, বৈপিত্রেয় ও দুধ চাচা শামিল) (৯) মামা (আপন, বৈমাত্রেয়, বৈপিত্রেয় ও দুধ মামা শামিল) (১০) ভাতিজা (ভাতিজার ছেলে যত নিম্নে যাক) (১১) ভাগিনা (ভাগিনার ছেলে যত নিম্নে যাক) (১২) দুধ পিতা (আড়াই বছরের ভিতরে যার স্ত্রীর দুধ পান করা হয়েছে) (১৩) দুধ ভাই (আপন ভাইয়ের মত দুধ ভাইকেও দেখা ও দেখা দেয়া জায়িয) (১৪) শ্বশুর। (শুধু আপন শশুর উদ্দেশ্য) (১৫) যে স্বামীর সাথে মিলামিশা করা হয়েছে তার অন্য পক্ষের বা স্ত্রীর ছেলে। (১৬) ঔরসজাত মেয়ের স্বামী বা জামাতা (এখান থেকে পালিত মেয়ের স্বামী বাদ যাবে) (১৭) দুধ মেয়ের স্বামী বা জামাতা। (১৮) পুরুষদের মধ্যে যারা অবুঝ, মহিলার প্রতি যাদের কোন আকর্ষণ নেই। (১৯) বালকদের মধ্যে ঐ সমস্ত বালক যাদের কাছে এখনো মেয়েদের বিষয়টি স্পষ্ট হয়নি। (২০) অতি বৃদ্ধ পুরুষ, যাদের দিকে তাকালে আকর্ষণ বিকর্ষণে পরিণত হয়।
২৬ শে মে, ২০১৩ বিকাল ৫:২২
০৫০৮০২৯ বলেছেন: আপনি কি লুত (আ.) এর উম্মতদের বিষয় নিয়ে কিছু জানেন?
২| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৫:৩১
খাটাস বলেছেন: জানা ছিল না পুরোপুরি। জেনে ভাল লাগল। ধন্যবাদ।
২৬ শে মে, ২০১৩ বিকাল ৫:৩৭
০৫০৮০২৯ বলেছেন: ধন্যবাদ
৩| ২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
কলাবাগান১ বলেছেন: পৃথিবীতে বসে যখন মংগল গ্রহে রোবট চালানো হচ্ছে তখন আমরা এখনও বসে আছি কে কার সাথে দেখা করতে পারবে।
৫৭৫ খ্রিস্টাব্দে তখন নারীকে রক্ষা করার এত আইন ছিল না। হয়ত এখনকার মত এমন সমাজ ব্যবস্হা থাকলে, এই ধরনের নীতির প্রয়োজনও থাকতো না। তখন ঘড়ি থাকলে, ঘড়ি দেখেই নামাজের টাইম ঠিক হত। ফেস বুক থাকলে সব সাহাবাদেরও হয়ত ফেসবুক একাউন্ট থাকত, আর তা দিয়ে উনারা আরো ভাল ভাবে ধর্ম প্রচার করতে পারতেন সমস্ত পৃথিবী জুড়ে.......।
২৬ শে মে, ২০১৩ রাত ১০:৩০
০৫০৮০২৯ বলেছেন: মেশিনম্যান সাইদীরা যতই বড় বড় আবিষ্কার করুক না কেনো...সে আবিষ্কার বিশ্বকে সামনে নিবে ঠিকই তবে পৃথিবীকে দুপেয়ে পশুর খোয়াড়ও বানাবে।
/
আপনার কাছে চরিত্রহীণ বহুগামী তাসলিমারা পুজনীয় হতে পারে...আমার কাছে নয়।
আমার কাছে স্বামীর ঘরকে বেহেশত বানিয়ে রাখার চেষ্টায় রত একনিষ্ঠ সন্তানের মায়েরা শ্রদ্ধার পাত্র।
৪| ০৭ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩৩
রোদ্র রশিদ বলেছেন: ভাই, সত্যি ভাল লিখেছেন..।
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০১৩ বিকাল ৫:০৪
মুক্ত মণ বলেছেন: if the person is gay or lesbian?