![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসলে সব কিছুর মূলেই কিন্তু রয়েছে কোনো না কোনো যোগ্য ব্যক্তির উদ্যোগ। মানুষ ধীরে সভ্য হয়েছে অনুপ্রেরণা আর যোগ্য নেতৃত্বের বলেই। যদি আমাদের ধারনা এমনটাই হতো যে, কাচা লতা পাতাই খাই আগুন জ্বালানো সম্ভব না! তবে চাউল সিদ্ধ করে ভাত খাওয়া সম্ভব হতো না। কাচা ঘাস লতা পাতা খেয়েই জীবন ধারন করতে হতো আমাদের। মানুষ সব সময় কিছু করতে চেয়েছে, চেষ্টা করেছে। কিছু হোক না হোক যখন ক্রিয়া তার কাজ করে, তখন তার ফল একটা হবেই। হোক কি ভালো কি মন্দ। এমন ধারনাই পুষছিলেন গত কালের মানুষ গুলো। আর এর ফলেই আজ সভ্যতা উন্নত থেকে উন্নত হচ্ছে।
একটা সুস্থ, সুন্দর এবং ভালো ফল পাওয়া সম্ভব যখন এর কন্ট্রোলার বস্তুকে ভালো পথে ধাবিত করে থাকেন। একটা উদাহরন, আগুন এবং পানি সামনে যদি একজন শিশুকে পানির দিকে ধাবিত করা হয়, তবে সে পানির দিকেই যাবে, আর যদি আগুনের দিকে ধাবিত করা হয় তবে সে ঐ দিকেই যাবে।
আর প্রত্যেক মানুষই শুরু থেকেই কারো না কারো অধস্থন হয়ে বড় হয়। উদ্ধস্থন একজন থাকেনই। আর তিনি যদি যোগ্য নেতৃত্ব বলে তার অধস্তনকে গড়ে তুলতে পারেন। তবে তার ফলাফল হবে অবশ্যই সম্ভাবনার...
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৬
চাঁদগাজী বলেছেন:
কথার কথা, বললে চলে, না বললেও অসুবিধা নেই