নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যর্থ সৈনিক

মিখু হোসাইন তিতু

মিখু হোসাইন তিতু › বিস্তারিত পোস্টঃ

বিবেক হীন আবেগের কথা।

২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩৬

বাপের খুব আদরের মেয়ে।
আগে প্রায়ই আমাদের এলাকায় বেড়াতে আসত, গত ২-৩ বছর ধরে বেড়াতে আসতে কমই দেখা যায়।

কোরবানির কিছু দিন আগে শুনি মেয়েটার বিয়ের কথা পাকা হয়েছে।

কথাটা শুনতেই বললাম ওকে কি বিয়ে দিবে ওর বয়স হইছে..!!!

ছবি:-গুগল মামা

প্রতি উত্তরে সংবাদ বহন-কারী বলল কলেজে পাড়ে।
ঈদের দিন বিয়ের দাওয়ত পেলাম।
এবং আরেক জনের কাছ থেকে এই বিষয়ে সম্পূর্ন যানতে পারলাম- মেয়ে প্রেম করেছিল,ছেলে একটা কম্পানিতে চাকরি করে এবং ছেলের আরেক বিয়ে ছিল তাও প্রেমের।
আমি বলি- বিবাহিত ছেলের কাছে সেই মেয়েটা কিভাবে সম্ভব- কোন মতেই পিতা-মাতার তা রাজি হবে না।

মেয়েকে অনেক মারধর,ভয় এবং এর চেয়ে ভাল পাত্রের আশা দেখিয়েও লাভ হয়নি।
পিতা-মাতাকেই মানতে হল মেয়ের কথা--
কারন চলে গেলে দূর্নাম হত এবং যদি অন্য পথ বেছে নেয় তবেতো আরেক ঝামেলা..।
সব কিছুকে জয় করেছে প্রেম ও তার বিবেক হীন আবেক।

আসলেই প্রেম মানুষ কে পুতুল বানিয়ে ফেলে।

বর্তমান প্রেমে চলছে হরদম মিথ্যা ও নোংরা কথা-
এগুলো না বললে নাকি প্রেমিকাকে আয়ত্বে আনা যায় না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.