![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১/ গত রাতে স্বপ্নে দেখি ভাই সৌদি থেকে ফিরে এসেছে।
গত বছর এই দিনে ফ্রি ভিসায় সৌদি গিয়ে এই সময় একেবারে ফিরে আসা টা স্বাভাবিক না।
জানতে চাইলে বলে আকামা ছিল না-পাঠিয়ে দিয়েছে।
তার পরে স্বপ্নটার কথা আর মনে নেই...
হয়তো:- বিদেশ গিয়ে ভাই কাজ তেমন পাচ্ছে না ও আকামা করার জন্য বেশি টাকা লাগবে সেই চিন্তা করতে-করতেই আমি ঘুমের ধ্যানে দেখেছি।
তবে:- ফ্রি ভিসায় আকামা করার জন্য বাংলাদেশের ২ লক্ষ থেকে ২.৫ লক্ষ টাকা লাগলে কিভাবে আকামা করবে...!!
১ বছরে যদি আয় করে ১ লক্ষ টাকা তবে কিভাবে সম্ভব..!!
২/ গত রাতের দ্বিতীয় স্বপ্ন:- দেখি আমার সরকারি চাকরি হয়েছে,
ইউনিফর্ম খুজে পাচ্ছি না।
খুজতে খুজতে ক্লান্ত...
৩/ ইচ্ছে ছিল সৈনিক হব।
তাই- সৈনিক হওয়ার প্রবল ইচ্ছা ও পরবর্তি কাহিনী নিয়ে সর্ট ফ্লিমের স্কিপ্ট লিখছি ।
কিন্তু আমি পরবর্তি এত কিছু কোথায় পাব..!!!
ছবি:- গুগল
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৬
মিখু হোসাইন তিতু বলেছেন:
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৯
মেহেদী হাসান হাসিব বলেছেন: ২ — কত ভাল স্বপ্ন দেখছেন। এরকম স্বপ্ন আমি সচরাচর দেখি না। আর দেখলেও মনে থাকে না।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৬
মিখু হোসাইন তিতু বলেছেন: আমিও দেখি না,কালকে ভাইবা দিয়ে দেখেছি,,
কিন্তু চাকরি টা হবে না... সিওর।
৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: স্বপ্ন দেখছেন ? ভালো কথা
চিন্তায় চেতনায় অবচেতন মনের ভাবনা গুলো এভাবেই আসে ।
যখন কাজের চাপে ডুবে যাবেন, বা প্রতিদিন প্রচুর ব্যস্ত থাকবেন
তখন আর চাইলেও এমন স্বপ্ন দেখবেন না ।।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২০
মিখু হোসাইন তিতু বলেছেন: হয়তো তাই,
৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বেশীরভাগ স্বপ্নেরই আগা মাথা ঠিক থাকে না...
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৫
মিখু হোসাইন তিতু বলেছেন: হ্যা,ঠিক ধরেছেন।
হুট করেই চাকরি-...
৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৮
রাজীব নুর বলেছেন: স্বপ্নে দেখলাম আমি হাসপাতালের বিছানায় শুয়ে আছি। একটা সাদা চাদরে আমার সমস্ত শরীর ঢাকা। আমি বুঝতে পারছি আমি মারা গেছি।
একজন ডাক্তার এসে খুব বিরক্ত হয়ে বলল, ডেড বডি এখনো এখান থেকে সরানো হয়নি কেন? দ্রুত সরান, নতুন রোগী আসবে।
সবাই তখন ধরাধরি করে আমাকে হাসপাতালের বারান্দায় ফেলে রাখলো। আমার বেডে নতুন রোগী চলে এলো। এই রোগীকে মনে হচ্ছে আমি চিনি।
একটু পরে সুরভি এসে আমার খোঁজ করছে। আমি কোথায় কে বলতে পারছে না। অথচ আমি ফ্লোরে পড়ে আছি।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫১
মিখু হোসাইন তিতু বলেছেন: হাহাহা....
৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪১
ওমেরা বলেছেন: যা মনে মনে ভাবে মানুষ তাই স্বপ্নে দেখে।
০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৮
মিখু হোসাইন তিতু বলেছেন: কিছু কিছু সময়...
©somewhere in net ltd.
১|
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৯
সনেট কবি বলেছেন: বেশ