![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকার আস পাশ
চারিদিকে লাশ
আর কত চাস??
শাহবাগে চাই লাশ
মতিঝিলেও লাশ
আর কতো চাস??
কারো তথ্য ফাঁস
ক্যারিয়ারের সর্বনাস
আর কতো চাস??
খবর- দেশ জুড়ে সন্ত্রাস
কি জেনো হয়ে গেলো ফাঁস
আর কতো চাস??
পাতা জুড়ে ত্রাস
শিরোনামে লাশ
আর কতো চাস??
হতে চাই প্রেসিডেন্ট
চাই হতে মন্ত্রী
আমিই যে একমাত্র গনতন্ত্রী
আর কতো চাস??
উঠরে জন গন
ফুসে উঠ
হাতে নিয়ে
ফাটা বাঁশ
বিড়ালের গলা থেকে হুনকার দিয়ে বলি
আর কতো চাস
দেশের সর্বনাস????
২| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৩
আহসান২২ বলেছেন: utre jongon jege uth
hate nie fata bash!
৩| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৫
খাটাস বলেছেন: আজরাইল আবার কি করল? মানুষই তারে জোড় করে লাশ দিতাছে।
২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৯
সোজা সাপটা বলেছেন: আজকাল মানুষ ই আজরাইল
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৯
সোজা সাপটা বলেছেন: সরকার দিবে এক
জম্পেস ঠেলা
ইন্জিনিয়ার সাব
বলবে হেসে করিনি কোনো অবহেলা
এ ঠেলে ও ঠেলে
ঠেলে জমিনদার
সরকার মাটি ঠেলে
দেয় টার কবর
হয়নি বিচার আজো
তাজরিন ফ্যাশনের
আমরা জনগন
নোবেল চাই প্যাশনের