![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তারিখ :: ২১-০৪-২০১৪
দিল্রীর রাস্তায় ট্রাফিক মামাদের টিটকিটাও মিললো না । অনেক খোজাখুজি করে পেলাম পেট্রল কার , সাথে দুই তিনটা পুলিশ ।
ভাবতেই কেমন জানি লাগে। যাহোক জিজ্গেস করলাম "ভাইসাব নেহেরু প্লেস জানেকা বাস কাহাসে মিলা? "
ভান্গা চোরা শব্দ দিয়ে যতটুকু পারা গেলো বল্লাম ....
সবাই নিয়ম মানে .। হেলমেট পরে , সিট বেল্ট বাধে ....। সিগনাল মানে..। এ পর্যন্ত যত বার গেছি এসব দেখে ভালোই লেগেছে ..কিছু কিছু সময় মনে হয়েচে যে আমি সিংাপুরে নাকি দিল্লীতে
তারিখ :: ২৩-০৪-২০১৪
রাত ১২:৩০ মিনিট ঢাকার রাস্তায় কিছুক্ষন পর পর চেকিং। এই ভাই নিচে নেমে কথা বলেন .....। পুলিশের হুশিয়ারি ..
সব কয়টি ব্যাগ চেক করলো।
আবার রওয়ানা হলাম
রাত ১:৩০ মিনিট ঢাকার রাস্তায় কিছুক্ষন পর পর চেকিং।
আস্সালামু আলাইকুম । ভাই কোথায় যাবেন? বল্লাম । তারপরও চেকিং।
সব ট্রলি ও ব্যাগ তছনছ করে খুলে দেখলো।
রাত ২:০০ মিনিট ঢাকার গুলশান ১ নমবর চেকিং।
আস্সালামু আলাইকুম । ভাই কোথায় যাবেন? বল্লাম । একজন গুলশান এক আরেক জন বনশ্রী ..।
ও আচ্ছা ব্যাগে কি আছে । বল্লাম দেখুন মাত্র ইন্ডিয়া থেকে আসলাম ..এই দেখুন পাসপোর্ট।
নিচে নামুন ..। ব্যাগ নামান.।
ভাই একবার কাস্টমস এ দেখালাম , রাস্তায় দু দু বার দেখালাম , আর কত ..।বাসায় সবাই আমাদের জন্য জেগে আছে আর কত দেরি করাবেন। যাহোক ব্যাগ নামানোর সময় আবারো জিজ্গেস করলো কোথায় যাবেন ..।আবারো বল্লাম আমি বিটিভির পেছনে যাব। তখনই হঠাৎ বলে ফেল্লাম যে আমি বিটিভি নিউজেও কাজ করি.। এরি মধ্যে ব্যগ নামানো প্রায় সারা ....। পুলিশ মশাই বলেই ফেল্লেন "তা আগে বলবেন তো "
যান হ্যন্ড ব্যাগ দেখিয়ে চলে যান (হাসতে হাসতে..।. )
আচ্ছা আমি কখনই নাম ভাংগিয়ে সুজোগ নেয়া পছন্দ করিনা ..কিন্তু এই যদি দেশের অবস্থা হয় তাহলে এই গান আমি কিভাবে গাই
"এমন দেশটি কোথাও খুজে পাবে নাকো তুমি .....সকল দেশের ...।"
©somewhere in net ltd.