![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনে খূব কম দেশ ঘুরেছি বলতে পারি অনেকের তুলনায়.. সেদিন হিসেব করতে যেয়ে দেখি এক ডজন হতে তাও বাকীই রয়ে গেছে....
এই দেশ ঘোরার কথা যখন মনে পড়ে তখন আমার স হ কর্মী সাংবাদিকদের খূব হিংসা করি।
যখন কোথাও ঘুরতে যাই চেষ্টা করি ম্যাংগো পিপল দের সাথে মিশে যাবার (নিজের কিছু বৈশিষ্ট বজায় রেখে ) , এই যেমন সাধারন মানুষ যে যানবাহন ব্যবহার করে সেটাতে ঘোরা ........ অতি সাধারনরা যা খায় তা টেষ্ট করা ইত্যাদি ।
আজকে সিংগাপুর ও ভারতের দুই গুরুত্বপূর্ন সিটির অভিগজ্গতার কথা লিখবো।
ঘটনা: ১: স্থান : সিংগাপুর
নাইট সাফারি পার্ক দেখতে যাবো সিংগাপুরে। বাসে উঠার জন্য লাইনে দাঁড়িয়ে আছি । বাস আসা মাত্র বাসে উঠে পড়লাম । আমি আমার মিসেস ১ ও ২ নম্বর সিরিয়ালে থাকায় বাসে উঠেই প্রথমের সিট দুটি দখলে নিলাম। আমাদের পিছনের সিটে বসলো এক আফ্রিকান , দেখে বোঝাই যাচ্ছে , সে আমাদের মতই পর্যটক।
এর পর যারায় আসছেন সবাই পেছনের সিটে যেয়ে বসছেন । আমি ইতস্তত করতে থাকায় আমার সংগিনীতো বলেই ফেল্লো কি ব্যাপার আমারা কি লেডিস সিটে বসে পড়েছি .... অর সামথিং রং..।
এদিক ওদিক চেয়ে দেখলাম , কোথাও লেডিস অর ডিস্যাবল লেখা নাই ।
কিছুক্ষন পর দেখলাম জলজল করে লেখা আসছে মাথার উপরে "প্রথমে পেছনে বসুন" । লজ্জা পেলাম দৌড়ে পেছনে যেয়ে বসলাম।
ঘটনা: ২: স্থান : দীল্লী
নিজামুদ্দীন দরগা থেকে বাসে উঠলাম। কেউ টাকা নিতে আসছেনা দেখে জিজ্ঘেস করলাম । কন্ট্রাকটর সাহেব যথারীতি বসে আছেন তার বরাদ্দ সিটে । সবাই তার কাছে যেয়ে ভাড়া দিয়ে আসছে।
আমার বন্ধুতো বলেই ফেললো , বেটাতো দেখি লাট সাহেব । দিল্লীর বাসে সবাই নীয়ম মানে দেখে ভালো লাগলো , যদিও দীল্লীর বাসেই সবচেয়ে বেশি রেপ হয় যা খুবই দূখ: জনক (এ বিষয়ে আরেকদিন লিখবো ইনশাহআল্লাহ )
ঘটনা: ৩: স্থান : কোলকাতা
সায়েন্স সিটি যাবো । কোলকাতার ভাষায় বললে "বাসে চেপেছি" । লোকাল বাস টাইপের না হলেও কিছুটা সে রকমই । একটু আগেই বাসের কন্ট্রাকটর ছিলো কাছাকাছি হঠাৎ কোথায় যে গেলো। বাসের আরেক যাত্রীকে জিজ্গেস করলাম। "দাদা সায়েন্স সিটিতও চলে এলাম ভাড়াটা কত আর কাকে দিবো?"
আমাকে এক কথায় বললো "এখনো ভাড়া নেইনি ..? তবে দাদা কেটে পড়ুঊঊঊঊউন "
একই দেশের দুই রুপ
২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২৬
সোজা সাপটা বলেছেন: +++++++++++++++++++
২| ২৬ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১১
মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: হাঁ করে দেকছেন কী ? কেটে পরুন দাদা......................সিঙ্গাপুরে সিনিয়র সিটিজেন দাড়িয়ে থাকলে অন্যরা নিজেদের সিট্ ছেড়ে দেয়। ওদের মতো A1 ভদ্রলোক আমি খুব কম দেখেছি। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২৫
সোজা সাপটা বলেছেন: ওদের মতো A1 ভদ্রলোক আমও খুব কম দেখেছি।
ধন্যবাদ আপনাকেও
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৩
মদন বলেছেন: +++++++