![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটবেলায় অত্যন্ত দূরন্ত ছিলাম , আর ফুটবল খেলার প্রতি ছিলো চরম নেশা। একবার খেলার মাঠে পক্ষ বিপক্ষ দুই দলের যেনো পায়ে বল চলছেনা.। কিছুক্ষন পর পর বল আকাশে চলে যাচ্ছে । একবার বল আসলো আমার মাথার উপরে সজোরে মারতে যেয়ে দেখি আরেকজনের মাথায় লেগে রক্ত ঝরতে থাকলো।
আমার বিপক্ষে থাকা আমারই বন্ধু মামুনের মাথা চেপে ধরলাম ।ওর কপাল থেকে রক্ত ঝরছে। ভয়ে আমি আমার গেন্জি ছিড়ে তার মাথা চেপে ধরেছিলাম । পরে অন্য বন্ধুরা আমাকে বললো দোস্তো মামুনের কপালতো কাটে নাই তোর বাম চোখের পাশেই কেটেছে । আজো ফুটবল খেলার সেই কাটা দাগ নিয়ে ঘুরি , যদিও ফুটবল দেখার সময় পাইনা।
ফুটবল তুমি বেঁচে থাকো চিরকাল তবে কাটা দাগ হয়ে নয় পরস্পরের মধ্যকার কাঁটা তোলার জন্য.......।
©somewhere in net ltd.