![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভারতের কয়েকটি উল্লেখযোগ্য শহরে ঘোরাঘুরির সুবাদে কিছু ভালো বিষয়ের প্রশংসা করেছিলাম ফেসবুকে। আর তাই আমার বন্ধু মহল থেকে একটা ইনবক্স মেসেজ পেলাম যে আমি ভারতীয় দালালে পরিনত হয়ে যাচ্ছি কিনা?
যা হোক দালাল বিষয়টা যখন চলেই আসলো তখনই মনে পড়ে গেলো কদিন আগের মুম্বাইয়ের দালাল স্ট্রীটের পাশে দিয়ে যাবার কথা।
মুম্বাইয়ে একটা বাসায় দাওয়াতে গিয়েছিলাম । দুইটা লিফট । একটা দইয়ে আমরা উপরে গেলাম । কৌতুহল বশত: মেজবানকে জিজ্গেস করলাম , আপনিকি ফ্ল্যাট টা কিনেছেন নাকি ভাড়া ? না কিনেছি । আচ্ছা যারা ভাড়া আছেন তাদের কত ভাড়া দিতে হয়?
অনেকেই এই সকল প্রশ্ন করেন না কেউ করুক সেটা পছন্দও করেননা । কিন্তু উনি খুব শান্ত ভাবে জবাব দিলেন .... এখানে ৫৪ টা ফ্ল্যাট আছে গড়পরতা ২০ থেকে ২২ হাজার রুপী (টাকায় যা কিনা ২৬০০০ থেকে ২৯০০০ আরকি)।
সকলের ঘরের মধ্যেই এসি, ফ্রিজ, কম্পিউটার কি নাই ??? যাহোক অনেক দিন পর বাসার পরিবেশে ইফতার খেয়ে মজায় পেলাম ।
বাসা থেকে বের হবার আগে আরো একবার ভদ্রলোককে জিজ্গেস করলাম যে তার বাসা কত স্কয়ার ফিট... (কারন আগের বার শুনতে ভুল করেছিলাম ভেবেছিলাম)
সহজ উত্তর : ২২৫ স্কয়ার ফিট.
ভাবলাম ..।আল্লাহ কত ভালো আছি আমরা!!!!!!!!!!!!!!!!!
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০১৪ সকাল ১০:০১
পথহারা সৈকত বলেছেন: