![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেনো জানি সব চ্যানেলই এখন নিউজ চ্যানেল হয়ে গেছে। তাই চ্যানেল ঘুরালেই কিছু কিছু নিউজ শুনে নিজের কাজে ব্যাস্ত হয়ে পড়ি কিংবা কখনো মোবাইলে ব্রেকিং নিউজ আসলে তা পড়ি ।
যাহোক প্রতিদিন পত্রিকার পাতা উল্টানোর সময়টা এভাবেই হারিয়ে যায়। গত সপ্তাহে বিভিন্ন কাজের চাপে সব পত্রিকা পরা হয় নাই তেমন ।
আজ সকালে যখন পত্রিকার পাতা গুলো উল্টাচ্ছিলাম তখন একটা প্রশ্নই মনে জাগলো।
প্রশ্ন: স্বামী কেনো ওয়ারড্রবে ?
আর আমার বিবেক থেকে সহজ উত্তর :
১। পারিবারিক ও সামাজিক বন্ধনে ব্যাপক ঘাটতি
২। সহনশীলতার চরম অভাব
৩। সর্বোপরি পরিবারে ধর্মীয় মুল্যবোধের অভাব ও চর্চাহীনতা ।
আল্লাহর কাছে এই জুম্মার দিনে বলছি.... হে আল্লাহ আমরা জাতি হিসেবে অনেক কষ্ট করেই এতদুরে এসেছি ..। আর কোনো ভাবেই আমাদের এই জাতিকে বিশ্ব দরবারে খাটো করোনা প্লিজ।
১৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫০
সোজা সাপটা বলেছেন: অস্বীকার করবোনা কিন্তু এই বওগুলাকেই যদি বলা হয় তোমার স্বামী কই যায় না যায় কোনো খেয়াল রাখো??? তারা বলবে ..আরে যাকনা একটু নাহয় এদিক সেদিক আমিওতো কম যায়না।
আবার যদি বলা হয় যে উনি তো ২য় বিয়ে করতে চায় তাতেও রাজী হবেনা ....। ইয়ে করুক বাট বিয়ে নয়।
২| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:১০
এহসান সাবির বলেছেন: স্ত্রী কেন খুনী......??
১৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫০
সোজা সাপটা বলেছেন: খুনি কেনো স্ত্রী?
৩| ২৩ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:২৫
খেলাঘর বলেছেন: যাক, দেখেন দোয়ার ফলে সব ঠিক হয়ে গেলে বিশ্বে সমস্যা থাকবে না।
©somewhere in net ltd.
১|
১৭ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:০৩
টুম্পা মনি বলেছেন: এই স্বামীগুলা দুই তিন টা বউ পকেটে রাখে। তাই বউও স্বামীরে ওয়ারড্রবে রাখসে।