![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ছেলে তুমি কে???/আজ্গে আমি হলাম ম্যনেজার
আইটিতে ম্যানেজার /কিই বা কাম তোমার?
জ্বী স্যার , বলছি তবে /শুনুন এবার
আসার সময় আছে /নাই সময় যাবার
কাজের সময় আছে / নাই সময় খাবার
আরে বাপু জিজ্গাসি /তুমি তো ম্যানেজার
তুমি খাবে কেনো ? /তুমি কামলা সবার
ও আচ্ছা , ঠিকই বলেছেন /আপনি হলেন বড়বাবু
যা বলবেন তাই হবে/ চাকর যে আমি তবু
ওরে অফিসার, তা বলিনিকো /বলেছি করো কাজ
জ্বী হুজুর আজ্গে / আপনিই মাথার তাজ
সূর্যি মামার চেহারাটা / হয়না দেখা নিত্য
আদেশ করেন তাহাই করি / ভয়েভর্তি চিত্য
চে্য্যার টেনে বসতে আমি /যেইনা চাই অদ্য
দাঁত খিচিয়ে বস আসে /এসেই দেন তথ্য
কালকে অমুক হলো / তমুক হলো কেনো
আর যেনো না দেখি / ভুল না হয় যেনো
আজ্গে মশায় যা বলবেন / হবেতো তাই আজকে
দূ:খ লাগে বলেছিলেন কি / করতে আমায় কালকে
যাহোক আমি করছি সে কাজ / দাঁড়িয়ে কেনো সামনে?
কটমটিয়ে চিবিয়ে বদন / তবে কাজ করবো ক্যামনে?
কাজটা হলো রেহাই দিবেন / চেক করি স্যার মেলটা?
জলদি করো আসছি আমি / নষ্ট করনা সকালটা
ওমা হচ্ছে টা কি ? এক গাদা কাজে /মেইলটা আমার ভরপুর
কাজের ফিরিস্তি পড়তে পড়তেই / সকাল পেরিয়ে দুপুর
হ্যালো , আস্সালামু আলাইকুম /জ্বী স্যার বলুন,
আজ্গে , আমিতো কাজই করছি /দিয়ে শরীর মনে জুলুম
ও আচ্ছা , আপনি বলছেন / অভিযোগ করেছে ক্লায়েন্ট
স্যার আমিতো মশায় করছি কাজ / নয়কো কোনো জায়ান্ট
ঠিক আছে , সময় দিন / থাকুন আপেক্ষায় একটু
কাজটা হলে আমিই দিবো ফোনটা / ওয়ান জিরো টু
উফফ পারছিনা আর করতে সে কাজ , /হয়ে যাচ্ছে গড়বড়
স্যার / আপনি এসেই গেলেন/ কেনো করছেন ধড়পর?
কাজতো হলো সবই হলো / কি জেনো নাই প্রানটাই
কাজের চাপে চ্যাপ্টা আমি / খাইনি আমি লান্চ টাই
ডাকছে গাড়ী ডাকছে কলিক/ যাবেননা ভাই আজকে
রাখুন মশায় কাজটা এখন / ফেলে বিবেক লাজকে
শুনুন বাবু , আপনি ভাবেন / পদবীটা সিস্টেম ম্যানেজার
শুনতে আপনি করছেন ভুল ,/ আজ্গে / আমি "ম্যান ইন এ জার"
ঝাড়ুদারের আগে আসি যাই তার পরে
কাজ না হলে ঝাড়ু নিয়েই সবাই অপেক্ষা করে
২৬ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১১
সোজা সাপটা বলেছেন:
(
২| ২৬ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৫
বলেছেন:
৩| ২৭ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৭
আহসানের ব্লগ বলেছেন: ছন্দময় ।
ভাল ছিল
১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:০৫
সোজা সাপটা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: