![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুম ভেংগে ঢুলু ঢুলু
ঘরখানা টলমল
পত্রিকা খূঁজে ফিরি
দিন চাই ঝলমল
ওমা একি দেখি আমি
চারিদিকে সন্ত্রাস
মন্ত্রী এমপি করেছে দুর্নীতি
খাচ্ছে গোগ্রাস
চ্যাম্পিয়ন না হলেও
পারেনাই এগোতে
ভুলে নাই টিআইবিকে
মিথ্যুক বলিতে
প্রকাশ্যে জনসভায়
ক্রেস্ট নয়, ক্যাশ চাই
তাও বলি দূর্নীতিতে
নেতা কিংবা দল নাই
ক্যাপশন সহ দেখি
পুলিশের ঠ্যাংগানি
নারী কিংবা বৃদ্ধা
অসুস্থ অজ্গানি
নীতি নাকি মিশে আছে
ফরমালিন বিষে
ব্যাংকার হেঁসে বলে
মোরা আছি শীর্ষে
কেউ বলে মন্ত্রী
আনা নাকি পয়সা
দাম নাই তবু বলে
ভরা লোক জলসা
তুমি বড্ড বোকা বাবু
কেনো বলো দু আনা
ভেবে দেখো নিজেকে
পেয়েছো কি ভোটখানা
ভোট চুরি ভ্যাট চুরি
করে তুমি লংকায়
বাচিবো কেমনে মোরা
থাকি শুধু শংকায়
©somewhere in net ltd.