![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আব্বু , আব্বু , ও আব্বু ,
মিস তো বলেছে যে
আগে তো উনিশ্বর ( তার পর বিসর্গ (
তাহলে আব্বু ,
গয়েশ্বর কার আগে?
ও আচ্ছা ...
গয়েশ্বর হলো আলালের আগে মা ।
কথাটা হাস্যসকর হলেও ইহাই বাস্তবতা। দেশ যেভাবে চলছে তাতে আর কারো রক্ষা নাই মনে হয়।
যাহোক কাল বেশ কয়েকজনের টকশো ঝাল টক মেশানো বক্তব্য শুনলাম , সেখানে একজন প্রাজ্ঘ ব্যাক্তি বললেন যে উনাদের সময়ে উনারা রেল লাইনে শুয়ে পড়েছিলেন কিন্তু কোনো আঘাত হানেন নাই কিছুতে।
আমার প্রশ্ন: আজ যদি কেউ রেললাইনে শুয়ে থাকে কাল থাকে আজিমপুরে সমাহিত করা হবে নিস্বন্দেহে ।
শাষকগোষ্টি কেনো ভুলে যায় যে ক্ষমতা চীরস্থায়ী নয়। উনারা এখনো বলেন যে তারা গনতন্ত্রের ধারক বাহক। আর সে জন্যই
গণতন্ত্র রক্ষার ব্যাপারে বার বার মিথ্যা বলে আওয়ামী লীগের শেষ রক্ষা হবে না বলে মন্তব্য করেছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি সাবেক রাষ্ট্রপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী।
দেশের কূটনৈতিক অবস্থা কোন জায়গায় ঠেকেছে সেটাতো বলার অপেক্ষা রাখেনা
আমেরিকার মজেনাকে কাজের বেটি মর্জীনা বানাতে যেমন তারা ছাড়েননা ঠিক তেমনি ইতিহাস মুছহতেও দিধা করছেননা তারা।
কাল তো পিএম সরাসরি বললেন লাল দেয়ালগুলো থাকার কি দরকার? ব্রিটিশরা তো আমাদের গোলামী করিয়েছে তাই ওদের দালান রেখে লাভ কি? আমরা খুব ভালো করেই জানি বর্তমানে ব্রিটেনের সাথে আওয়ামিলীগের ভালো সম্পর্ক যাচ্ছেনা তাই বলে কি উনি দালান ভেংগে ইতিহাস মুছে দিতে পারবেন?
আমাদের দেশের সাথে মধ্যপরচ্যের অবস্থাটা কতখানি ভালো তা আর বলার অপেক্ষা রাখেনা ....
দেশ গঠনে কাজ করুন , নিজের মাথা উচু করে দাঁড়ান। ইতিহাস মুছে কোনো লাভ নেই । আপনার অতীত দৈন্যতা আপনাকে পিছে না ফেলে বরং সামনে এগোতে সাহায্য করবে।
২| ০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৬
নুরএমডিচৌধূরী বলেছেন: গয়েশ্বর হলো আলালের আগে মা ।
কথাটা হাস্যসকর হলেও ইহাই বাস্তবতা। দেশ যেভাবে চলছে তাতে আর কারো রক্ষা নাই মনে হয়।
হাসি কাননায় ভরপুর
লিখায়+++++
৩| ০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৮
কাবিল বলেছেন: ভাল লিখেছেন, ভাল লাগল ।
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২৮
অর্বাচীন পথিক বলেছেন: শুভ হোক নতুন বছর ২০১৫