![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ নিয়ে চলছে কত শত রকম ঢং
আগুন আর গুলি সাথে রক্তের লাল রং
বন্ধ হলো আজ হোয়াটস আপ ট্যাংগো
রাজা মশাই তাও বসে হেসে করে ব্যাংগো
ঘুমাইনা বাবা ছেলে খাবে কি পরিবার
কাজ তারে ডাকে, সময় নাই মরিবার
মা বসে বউ বসে , ঘর ভরা মানুষে
কেউ ঘুমায় অফিসে অন্যজন ফানুসে
ট্রাক আর গাড়ি ঘোড়া চলে ভয়ে সড়কে
জাতি আজ দুইভাগ , দেশটা নরকে
কুটনীতি পরাজিত হচ্ছে বার বার
দেশটাতো কারো স্বামী কিংবা কারো বাবার
২| ২০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৫
নিলু বলেছেন: দেশটি জনগনের , জনগণকে রুখে দাঁড়াতে হবে সত্তের পক্ষে যে ,
৩| ০২ রা মার্চ, ২০১৫ দুপুর ২:২২
আফজাল বাঙ্গাল বলেছেন: আমরা বাবার সাথেই থাকি। কারণ বাবার সম্পর্ক জন্মগত আর স্বামীর সম্পর্ক আইনের।
০৪ ঠা মার্চ, ২০১৫ সকাল ৯:৫৫
সোজা সাপটা বলেছেন: নিজের পরিচয়ে পরিচিত হোন , বাবা কিংবা স্বামির দালালি ীয়ে কোনোদিন দেশে শান্তি আসবেনা।
৪| ০৪ ঠা মার্চ, ২০১৫ সকাল ১০:১৪
মিন্টুর নগর সংবাদ বলেছেন: সব কিছুরই শেষ আছে । হাসিনা খালেদা দুটোই জানোয়ারের বাচ্চা । খালি ধর্ম নিয়ে এত মাথা ব্যাথা কেন । এ দেশটাই কেও ধর্ম আর কেও মুক্তি যুদ্ধ দুজোন দুটি বিক্রি করে খাচ্ছে ।
০৪ ঠা মার্চ, ২০১৫ সকাল ১০:২৬
সোজা সাপটা বলেছেন: সেটাই .... কোনো কিছুর বাড়াবাড়িই ভালোনা।
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৫
নিলু বলেছেন: দেশটি জনগনের , জনগণকে রুখে দাঁড়াতে হবে সত্তের পক্ষে যে ,