নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল।

মিলটন শেখ

মিলটন শেখ › বিস্তারিত পোস্টঃ

অফটপিকঃ লোকাল বাসে ভাড়া নিয়ে অস্থিরতা।সরকারের চোখে কি কম্পাস দিয়ে খোচা দিব নাকি!?!B-)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৭

এই ব্যাপার গুলা প্রতিনিয়ত ঘটবে কেন?

কাল বনানি যাচ্ছিলাম , যথারিতি ভাঁড়া দশ টাকা নাকি আট টাকা এই নিয়ে বেঁধে গেল ক্যাচাল।

একপর্যায়ে অফিস ফেরত মধ্যবয়সী এক ভদ্রলোক , বইয়ের বাইরের ভাষা ব্যাবহার করতে শুরু করে দিলেন। বাসের ভিতরে বসে থাকা স্কুল ড্রেস পরিহিত একটা মেয়ে লজ্জায় মুখ ঢেকে ফেলল। আর অভ্যস্ত আমি মনে মনে হাতে তালি দিতে থাকলাম।

চুল দাঁড়ি কামানো অনেকেই কন্ট্রাকটরের বাপ মা এবং জাত নিয়ে প্রশ্ন তুললেন।একজন বললেন চেহারা দেখে মুখে পিঃ করতে ইচ্ছা করে। অট্টহাসিতে ফেটে গেল বাসের কামরা।

গালি গালাজের এক পর্যায়ে ভদ্রলোক কন্ট্রাক্টার কে থাপ্পর দিয়ে দিলেন। এতে অনেকের বাহবা পেলেন। কন্ট্রাক্টরের লাল চোখ কী যেন ইঙ্গিত দিল। একপর্যায়ে আমার চোখ ও ঝাপসা হয়ে গেল। :( বাবা-মার বয়সী অনেকেই বাসের ভিতরে বসে লজ্জায় মাথা হেট করে ফেললেন।

আমাদের সমাজ টা আসলে খারাপ মানুষে ভরে গেছে। এত গুলা খারাপ মানুষ একসাথে থাকে কি ভাবে?

অফিস ফেরত মানুষ গুলাকে আর ভালো মনে হয় না । দু-এক টাকায় কী আসে যায় জানি না, কিন্তু এই অস্থিরতা রোধে সরকার দ্রুত সাহায্যের হাত বাড়িয়ে দিবে এটাই আমার প্রত্যাশা

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৯

জরিণা বলেছেন: সরকার তো দ্রুত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ৫বার ভাড়া নির্ধারণ করছে। বাসের গায়ে লেখা আছে সর্ব নিম্ন ভাড়া ৫টাকা যোগাযোগ মন্ত্রণালয়। আর এখন সর্ব নিম্ন ভাড়া ৮টাকা অথচ ঢাকা শহরে বাস ভাড়া বাড়ানোর কোন সংবাদ পাওয়া যায়নি। তবে কেন বাড়লো? এ প্রশ্ন সবার। দু-এক টাকা কোন ব্যাপার না।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০০

মিলটন শেখ বলেছেন: বলেছেন: জরিণা ম্যাম ,
ফার্মগেট থেকে বনানী দূরত্ব ৪ কিঃমিঃ , প্রকৃত ভাড়া ৬ টাকা ২০ পয়সা গ্রহণ কৃত ভাঁড়া ৭ টাকা। কন্ডাক্টর ৭ টাকার জায়গায় ৮ টাকা চাইলে ক্যাচাল বাধে , আবার যাত্রী জানে ভাড়া ৫ টাকা। ক্যাচাল তাই থাবড়া থাবড়ির পর্যায়ে না পৌছাইয়া পারে না। তাই সরকারের উচিৎ প্রকৃত ভাড়া যতবারই বাড়ুক , সেইডা জানানো। নাইলে সমাজের এই অস্থিরতা , সামাজিক জীব হিসেবে আমাদের মূল্যমান কমিয়ে দিবে। :)

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫১

এন ইউ এমিল বলেছেন: আমি আছি বিদ্যুতের বিলের যন্ত্রনায়! :((

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৯

মিলটন শেখ বলেছেন: এমিল ভাই , পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র টা হইতে দেন। সব সরকারেই যেহেতু কিছু না কিছু চোর আছে , তাই দেরি হইলেও ঐটার সাফল্যই আমাদের বিদ্যুৎ খাতে প্রাণ এনে দেবে। কমেন্ট করার জন্য ধন্যবাদ

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৩

চারশবিশ বলেছেন: সরকারের চোখে কম্পাস দিয়ে খোচা দিলে কম্পাস ভোতা হয়ে যাবে

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৩

মিলটন শেখ বলেছেন: ইরাম ই চোউক্কু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.