![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকে একটা নাটক দেখলাম। নাটকটি নির্মিত হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ উদযাপন নিয়ে। খুব পরিমানে ভক্তদের অনুভুতির উপর ভিত্তি করে একে একে প্রকাশ করে যাচ্ছেন তাদের ভালোবাসা। অবশ্যই এটি তাদের প্রিয় দলের প্রতি। আমাদের দেশে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক বেশি। তাদের ভালোবাসাও প্রচুর। অনেকে মারাও গেছে। শুনেছি ব্রাজিলের মর্মান্তিক হারে এক যুবক আত্নহত্যাও করেছেন। বাংলাদেশেই। তাছাড়া, বিশ্বকাপ শুরুর আগেই মারা গেছেন কয়েকজন্। আমার জানামতে দুই জন মারা গেছেন পতাকা টানাতে গিয়ে। আরেকজন মারা গেছেন আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ লেগে। নাটকটিও এরকম একটি কাহিনী দিয়ে নির্মিত। আমি নিজেও দুই দলের কোন একটির সমর্থক। পাগলামি আমরাও করি। কিন্তু নাটকটি দেখার পর মনে হলো আসলে আমরা পাগলামিই করছি। নিজের দেশের জন্য নয়। তা অন্য আরেকটি দেশের জন্য। নাটকটিতেও কয়েকজন সমর্থক মারা গেছেন। একজন মারা গেছেন বাধ্য হয়ে। মানে নিজে পাগলামি না করলেও অন্যের পাগলামিতে। তার বাচ্চা মেয়ে হলুদ জার্সির সমর্থক। এখন তার বাবাকে জার্সি কিনে দিতে হবে। কিনতে গিয়েই সড়ক দুর্ঘটনায় মারা যান। আসলে এসব কেন? খেলা জিনিসটা হলো শুধুমাত্র বিনোদনের জন্য। এই বিনোদন তো অতিমাত্রায় গিয়ে বেদনা হয়ে দাড়াচ্ছে। আমরা তাদের এতো ভালোবাসি, তারা কি তা জানে? বা তারা কি কোনভাবে আমাদেরকে তার প্রতিদান দিবে?
বাংলাদেশের কোন এক সাংবাদিক গিয়েছিলেন ব্রাজিল দলের কোচের সাক্ষাতকার নিতে। বাংলাদেশ এর নামই নাকি তিনি শুনেন নাই। অথচ আমরা তাদের জন্য কতো আবেগপ্রবন। তাছাড়া যে পরিবার থেকে মানুষগুলো হাড়িয়ে গেলো তাদের অনুভুতিটা কেমন হতে পারে কেউ ভাবতে পারেন? শুধুমাত্র টিভিতে দেখায় নব্বই মিনিটের খেলার জন্য। আসুন খেলা দেখি। এটা যেন শুধু খেলার ভিতরই থাকে। আনন্দ উপভোগের মধ্যেই সীমাবদ্ধ থাকে। অতিমাত্রায় আবেগপ্রকাশে সংযত হই। এক দলের সমর্থক আরেক দলের সমর্থককে হেয় করে এমন বাক্য না বিনিময় করি। সামনে আর্জেন্টিনার ফাইনাল খেলা। আর্জেন্টিনা জিতে গেলে, এই দলের সমর্থকদের একটু বেশি কথা শুনা যেতে পারে। আশা করি কেউ এমনভাবে অনুভুতি গুলো প্রকাশ করবেন না যাতে কোন দুর্ঘটনা ঘটে।
রচনাটি লেখার পর এবং পোস্ট করার পূর্বমুহুতেই সংবাদ এ দেখি গোপালগঞ্জে আহত হয়েছেন ১২ জন। তারা এই আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থক। আরও হতেও পারে। কী হবে? নিজের দেশের প্রতি ভালোবাসা থাকলে মনে হয় এই অবস্থা হতো না।
©somewhere in net ltd.