নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গড়তে পারি নাই এখনো। আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়ার গতি খুজছি এখনো। চাই অর্থনৈতিক স্বাধীনতা। মাঝে মধ্যে মন চাইলে লেখি।

চাই অর্থনৈতিক স্বাধীনতা

মিমঙ্ক

মিমঙ্ক › বিস্তারিত পোস্টঃ

৯টি কারনে আপনার নিজের ব্যবসা শুরু করা উচিত

১৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

আপনি উদ্যোক্তা হয়ে থাকলে, আমি নিশ্চিত আপনি ব্যবসা না করার মিলিয়ন মিলিয়ন পরামর্শ পেয়েছেন। এটা অনেক ঝুকিপূর্ণ, তুমি ঋণগ্রস্থ হতে পারো, ঘুম হাড়াতে পারো, সামাজিক জীবন নষ্ট হতে পারে এবং এরকম বহু সমস্যা। কিন্তু এসব সকল অনিশ্চয়তা সত্ত্বেও, মানুষ নতুন ব্যবসায় আকৃষ্ট। যদি কোন বাধা না থাকে, তবে নিজের জন্যই ব্যবসায় শুরু করা উচিত:

১. অতিরিক্ত সময়: এটি কিছু সময় নিতে পারে। প্রথমে বেশি সময় ধরে কাজ করে, অল্প মায়না পেতে পারেন। কিন্তু যখন আপনি পরিপূর্ণভাবে কাজটা করতে পারবেন, আপনার মূল্য অনেকগুন বেড়ে যাবে এবং উদ্যোক্তার মজা বুঝতে পারবেন।

২. বলার মতো গল্প: যখনই কাউকে বলি আমি নিজের ব্যবসায় পরিচালনা করি, তখন তারা জানতে আগ্রহী হয়, আমি কী করি, কিভাবে করি। এটা অনেকটা আনন্দদায়কের মতো কাজ করে।

৩. গৌরব: যখন কোন কিছু সফলভাবে সম্পন্ন করা যায়, তার অনুভুতিটা অনেক মহৎ হয়। নিজের একটা ভিশন থাকবে, এবং সম্পাদন করবে।

৪. বংশধর: আপনি একজন ডক্টর, আইনজীবী কিংবা বাসচালক; এটা চিন্তা করতে কঠিন হবে যে আপনার পেশাটা আপনার পরবর্তী বংশধরকে দিয়ে যেতে পারবেন। কিন্তু আপনি একটি ব্যবসায়ের মালিক হলে, পরবর্তী বংশধরকে দিয়ে যাওয়ার মতো কিছু রাখবেন।

৫. কাজের নিরাপত্তা: কখনও চাকুরিচ্যুত, ছাটাই বা বরখাস্ত হয়েছেন? যদি হ্যা হয়, তবে আপনি বুঝতে পারবেন। উদ্যোক্তার ক্ষেত্রে কিন্তু নিজেই নিজের বস।

৬. অর্থনৈতিক স্বাধীনতা: এটাই মনে হয় সবচেয়ে উল্লেখযোগ্য কারন, যার জন্য মানুষ নিজের ব্যবসায় করে। এবং এটাই উচিত। অবশ্যই অর্থনৈতিক স্বাধীনতা চাবেন। অর্থনৈতিক স্বাধীনতা সংজ্ঞা দিতে গেলে বলতে হবে- কোন অবসর (রিটায়ারমেন্ট) নাই, অসীম অর্থের সন্ধান অথবা আপনি যা কিনতে চান তার পর্যাপ্ত অর্থ থাকা। বিশ্বাস করুন, টাকা সুখ কিনতে পারে না। কিন্তু এটা সুখ খুজে পেতে সহযোগিতা করে।

৭. কর্মসংস্থান: এর চেয়ে বেশি আত্নতৃপ্তি কোথাও পাবেন না, যখন আপনি জানবেন অধিনস্থ কর্মচারী/কর্মকর্তার সফলতার কারন আপনি। আপনার চিন্তা/ধারনা তাদের জীবিকা নির্বাহ করতে সহায়তা করছে, তাদের পরিবার স্বপ্নপূরন করছে।

৮. আপনার ব্র্যান্ড: অন্যকিছুর মাধ্যমে নিজেকে জানতে পারার আনন্দ অপরিসীম। মানুষ আপনাকে সম্বোধন বা পরিচয় করিয়ে দিবে একজন মার্কেটার/বিপননকারী, খুচরা বিক্রেতা বা সফ্টওয়্যারগুরু হিসেবে ।

৯. আপনার ব্যক্তিগত কারন: আমি কিছু তালিকা দিলাম যে কারনে আমি মনে করি আপনার নিজের ব্যবসায় করা উচিত। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো আপনি কী কারনে ব্যবসায় করবেন। আপনার ফেসবুকে শেয়ার করুন অথবা এখানে কমেন্ট করুন আপনি কেন নিজে নিজে ব্যবসায় শুরু করেছেন।



আগে প্রকাশিত: টেকডক্টর টোয়েন্টিফোর এ

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

ঢাকাবাসী বলেছেন: সেটা তো বুঝলুম এখন ব্যাবসার আইডিয়া ফাইডিয়া দেন! ৫-৬ লাখ টাকায় কি চিড়ে ভিজবে?

১৬ ই জুলাই, ২০১৪ রাত ৮:২৫

মিমঙ্ক বলেছেন: ঢাকাবাসী ভাই ৫-৬ লাখ টাকায় ব্যবসায় করা যাবে। গুগলে সার্চ দিলে অনেক আইডিয়া পাবেন

২| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ৮:১৫

আজমান আন্দালিব বলেছেন: মানুষ নতুন ব্যবসায়ে আকৃষ্ট নয়। পুরাতন ব্যবসায়ে সে স্বাচ্ছন্দ্যবোধ করে। নতুন ব্যবসায় সৃষ্টি করতে পারে একজন সৃজনশীল উদ্যোক্তা। এখানে সবচেয়ে বড় বাধা মূলধন এবং সরকারি সহায়তা। আমাদের সমাজে ব্যবসা পেশা হিসেবে মর্যাদাসম্পন্ন নয় বিধায় যারা ব্যবসায় করতে উদ্যোগী হয় তারা সবশেষেই এখানে ভিড় করে।
আমার জানামতে একজন উদ্যোক্তা মাত্র ৬-১০ হাজার টাকায় ফ্রিজ তৈরি করে বাজারজাত করতে চেয়েছিল। তার উদ্যোগ আইনের মারপ্যাচে পড়ে অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায়।
ব্যবসায় শুরু করার বিষয়ে প্রদত্ত পয়েন্টগুলো ভাবার প্রয়োজন আছে।

৩| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ৮:২৯

মিমঙ্ক বলেছেন: ভালো কথা বলেছেন আন্দালিব ভাই। আমাদের দেশে মেধার মূল্যায়ন হয় না। অল্প খরচে বহু ব্যবসায় করার পরিকল্পনা বের করেলেও মূলধনের অভাবে তারা পেরে উঠছে না। সরকারও কোন আগ্রহ দেখায় না। তবে কিছু এনজিও এদিকে নজর দিচ্ছে।

৪| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ৯:২৭

মামুন রশিদ বলেছেন: আপনার মুখে ফুল চন্দন পড়ুক! সমস্ত উৎকন্ঠা কাটিয়ে আজকেই এগ্রিমেন্ট করলাম যে..

৫| ১৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২০

মিমঙ্ক বলেছেন: শুভ কামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.