নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গালিগালাজ কমিয়ে ফেলব আরজত আলির কসম

"কালচার মিডিয়া" লিচুগাছের একমাত্র শাখা।

মিং রাও

পাহাড়ী বালক

মিং রাও › বিস্তারিত পোস্টঃ

সবাকের বিদায় এবং আমার কিছু কথা।

২১ শে জুন, ২০১১ রাত ৮:৪৭

ব্লগে এসে অনেক শিক্ষণীয় বিষয় যেমন অর্জন করেছি তেমনি খারাপও কম করিনি। ব্লগের অন্যতম কুখ্যাত একজন মানুষ হল আরিফুর। সাধারন ব্লগারের উস্ঠালাথি খেয়ে সে এখন আর নিজ নামে আসেনা। আরেক কুখ্যাত হল আচিপ। পুরাই আবাল। যে কোন সময় ধরা খাবে নিশ্চিত। সবাকের ভিতর কি প্রতিভা আছে তা একদিন এক লোক থেকে শুনে থ খেয়েছিলাম। যাক সে কথা। আমি তখন সবে নতুন ব্লগে এসেছি তেমন কিছু জানতাম না। একদিন তারেক জিয়া নিয়ে একটা লেখা দিলাম হেডিং ছিল "তারেক জিয়া অপরাধী হবার আগে তাকে কেন চোর বলা হচ্ছে, তাহলে কি শেখ হাসিনাও চোর??" সেখানে প্রথমে আমাকে নাহোল নামে এক ছেলে এসে গালি দিল। এরপর কালিদাস, চিন্তিত তাপস পাল, গ্রাউন্ড ফ্লোর। তাদের গালি অবশ্য আমাকে ছিলনা তারেক জিয়াকে ছিল। আমিও তখন শিশুসুলভ জবাব দিচ্চিলাম। হটাত আচিপ কুত্তাটা এসে আমাকে আমার মা-বাপ তুলে গালি দিল। আমি তাকে এর কারন জিজ্ঞাসা করলে সে আমাকে যা তা বলল। এরপর সবাক এসে আমাকে একেবারে জগন্য গালি দিল। আমার এক বন্ধু বাল্যকাল থেকে ভয়ংকর কুজারা। গালাগালির উস্তাদ। তার সাহাজ্য কিছু গালি শিখলাম এদের মোকাবেলা করতে। শুরু হল গালাগালির জীবন। আর পিছনে তাকাতে হয়নি। জীবনে যে গালি শুনলে নিজের কান চাপা দিতাম সে গালি নিজে দেয়া শুরু করলাম। উপহার সরূপ একচোখা সামু সবাকের কমেন্ট মুছে আমাকে ব্যান করলো। এরপর ৩ টা নিক শুধু আচিপ আর সবাকের গালির জবাব দিতে ব্যান হয়। তবে এখন আর আগের মত দিইনা। আমার ব্লগ হেডিং এ গালাগালি কামানোর ঘোষণা আছে। আজকে দেখলাম সবাক ব্লগে গালাগালির ব্যাপারে দুঃখ প্রকাশ করে একটা লেখা দিয়েছে এবং ব্লগ থেকে সাময়িক বিদায়ের কথাও বলেছে। ভাল তবে সে রিভার্সের জন্য বিখ্যাত। সুতারাং পোস্ট খানা রিভার্স মনে না হলেও তার জন্য শুভকামনা থাকলো। তবে তার সাথে চলতে গিয়ে অারো যেই দুই গালিবিদ (রাজ-রাজি) এর জন্ম তাদেরও কিছু শিখাতে বলবো।



শুভ হোক সোনালী দিনের ব্লগযাত্রা। গালিবাজ নিপাত যাক সামুব্লগ মুক্তিপাক।













মন্তব্য ৭১ টি রেটিং +২৫/-০

মন্তব্য (৭১) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১১ রাত ৮:৫৬

কৌশিক বলেছেন: আপনাকে গালি দেবার কারণ কি? একজন মানুষকে অযথা এসে গালি দিয়ে যাবে আর কর্তৃপক্ষ চুপচাপ থাকে তা তো হয় না। আপনাকে আজই প্রথম দেখলাম। যদি একটু সংক্ষেপে জানাতেন ওই সব ব্লগাররা কি কারণে বা কি কারণ দেখিয়ে আপনাকে গালি দিয়েছে।

২১ শে জুন, ২০১১ রাত ৯:০২

মিং রাও বলেছেন: আমি যাদের নাম বললাম তাদের একজনকে কল করে জিজ্ঞাসা করেন লিচু গাছ কে।

২| ২১ শে জুন, ২০১১ রাত ৯:০২

পাকাচুল বলেছেন: আপনার নিজের পরিচয়টা জানান।

২১ শে জুন, ২০১১ রাত ৯:০৯

মিং রাও বলেছেন: আমার পরিচয় জানতে এদের যে কারো সাথে যোগাযোগ করুন।

৩| ২১ শে জুন, ২০১১ রাত ৯:০৫

রাইসুল জুহালা বলেছেন: শুরু হল গালাগালির জীবন। আর পিছনে তাকাতে হয়নি।

=p~ =p~ =p~ =p~

২১ শে জুন, ২০১১ রাত ৯:০৯

মিং রাও বলেছেন: সত্য কাহিনী।

৪| ২১ শে জুন, ২০১১ রাত ৯:০৬

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: চোর কে চোর বললে গালি হয় না....

আমি গালি দেই নি..তারককে চোর বলেছিলাম.. /:)

২১ শে জুন, ২০১১ রাত ৯:০৮

মিং রাও বলেছেন: সেখান থেকেই সুত্রপাত। তারেক চোর হলে আমার কিচু যায় আসেনা। তারেকের সব মামলা ১/১১ সরকার দিয়েছে হাসিনারো তাই।

৫| ২১ শে জুন, ২০১১ রাত ৯:১১

টো টো কোম্মানীর ম্যানাজার বলেছেন: চোর কে চোর বললে গালি হয় না.... কথাটা ভাল লাগল।

৬| ২১ শে জুন, ২০১১ রাত ৯:১৪

কৌশিক বলেছেন: আপনি কেনো গালির শিকার হয়েছেন এটা নিজে বলার মত সাহস না থাকায় নিশ্চিত হওয়া যায় আপনি গালি খাওয়ার মত কোনো কাজ করেছেন। যে ভালো একটা কাজ করে গালি খায় সে সেটা বুক ফুলিয়ে বলতে পারে।

২১ শে জুন, ২০১১ রাত ৯:১৯

মিং রাও বলেছেন: এখন আপনাকে একটা গালি দিব।

৭| ২১ শে জুন, ২০১১ রাত ৯:১৮

মুখ ও মুখোশ বলেছেন:

দুঃখজনক হলেও সত্যি ব্লগে কিছু সংখ্যক লোক আসে শুধুমাত্র ধর্ম নিয়ে বাড়াবাড়ি আর গালাগালি করতে....................ব্লগের সুস্হ পরিবেশ বজায় রাখার স্বার্থে ওদেরকে অবশ্যই পরিহার করা উচিত।

৮| ২১ শে জুন, ২০১১ রাত ৯:২১

নিশাচর ভবঘুরে বলেছেন: শুভ হোক সোনালী দিনের ব্লগযাত্রা। গালিবাজ নিপাত যাক সামুব্লগ মুক্তিপাক।

৯| ২১ শে জুন, ২০১১ রাত ৯:২৫

কৌশিক বলেছেন: "এখন আপনাকে একটা গালি দিব" এই সিদ্ধান্ত যখন আপনি নিয়েছেন তখন আপনি একটা অপরাধ সংগঠন করেছেন। যেহেতু আপনি অপরাধ করেছেন সেহেতু আপনাকে গালি দেয়া ফরজ। আপনি একটা শুয়োরের বাচ্চা। আপনার পাছায় কষে একটা লাথি মারলাম।

১০| ২১ শে জুন, ২০১১ রাত ৯:২৭

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: আপনি আসলে কিছুই বুঝেন্নি। সবাকের বিদায়?? হাসলাম।

১১| ২১ শে জুন, ২০১১ রাত ৯:২৯

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: গালাগালি বাদ দেন ভাই।

১২| ২১ শে জুন, ২০১১ রাত ৯:৪২

আয়রন ম্যান বলেছেন: গালাগালি মুক্ত ব্লগ চাই।

১৩| ২১ শে জুন, ২০১১ রাত ১০:০৭

এস এইচ খান বলেছেন: ভাদা ব্লগ সামুর এক তথাকথিত সুশীল ( ভাল নাপিত ) আপনাকে ইতিমধ্যে তেনায় পেঁচিয়ে অতপর গালীটা দিয়েই দিল!!

১৪| ২১ শে জুন, ২০১১ রাত ১০:২৩

কৌশিক বলেছেন: এস এইচ খান - আপনি আমাকে 'এক তথাকথিত সুশীল ( ভাল নাপিত )' বলে গালি দিয়েছেন। আমি আপনাকে ইহনজনমে কোনো গালি দেই নাই। নিজে থেকে স্বপ্রনোদিত হয়ে গালি দিয়ে আপনি অপরাধ করেছেন। গালি এখন আপনার প্রাপ্য। আপনি একটা কুকুরের বাচ্চা এবং আপনার পাছায় একটা লাথি দিলাম।

১৫| ২১ শে জুন, ২০১১ রাত ১০:২৬

কালচার মিডিয়া বলেছেন: বালসিফ বালউদ্দিন আমি ফিফথ ক্লাস ব্লগার নিয়ে মাথা ঘামাই না। তোমার মত বালচালরে নিয়া কোনিদিন পোস্টাইতে যায় নাই।
তুমার মত ফিফথ ক্লাস বুড়া ভামরে লাত্তি দেওয়া যায় তোমার বোনরে চুদা যায় তোমার মারে পুটকিমারা যায় তুমারে আমার ঘেটু বানানো যায় কিন্তু তোমার মত নেহায়েত আবালশ্রেনীর ফিফথ ক্লাস চটিলেখকরে নিয়া হিট কামানোর মত বেকুব লিচুগাছ এখনও হয় নাই। হালায় পুরা ফাউল শ্রেনীর ব্লগার।

১৬| ২১ শে জুন, ২০১১ রাত ১০:২৯

রবিনহুড বলেছেন: একজন টাকপরা সুশীল এর কথা বার্তা শুনে অবাক হলাম।

"জন্ম হোক যথা তথা কর্ম হোক ভাল"

কিন্তু বাস্তবতা বলে "কয়লা শত ধুইলেও ময়লা যায় না"

এদের নামে রিপোর্ট করেন।

যদিও কথিত আছে গৃহ পালিত জন্তুদের নামে রিপোর্টে কাজ হয় না। :D

১৭| ২১ শে জুন, ২০১১ রাত ১০:৩১

কালচার মিডিয়া বলেছেন: কৌশিক ব্লগে কেন গালিগালাজ করতে হয় তার একটা নমুনা দেখাই আপনাকে। এই কমেন্ট টা আমার আর রিপ্লাইটা ব্লগার সবাকের। এখন এটা যদি কোনো সাধারন ব্লগার পেত তাহলে চলে যেত নিশ্চিত লজ্জায় কিছু না বলেই কিন্তু আমার স্বভাবে তা নাই তাই শুরু হল গালিগালাজ

১৮| ২১ শে জুন, ২০১১ রাত ১০:৩৯

কৌশিক বলেছেন: কালচার মিডিয়া আপনি আর নতুন কি দেখালেন। কিন্তু আমি আপনার বিষয়ে আগ্রহী না। আমি জানতে চাচ্ছিলাম মিং রাও এর গালি খাওয়ার কারন।

১৯| ২১ শে জুন, ২০১১ রাত ১০:৪২

কালচার মিডিয়া বলেছেন: কৌশিক মিং রাও আমার নিক।

২০| ২১ শে জুন, ২০১১ রাত ১০:৪২

এস এইচ খান বলেছেন:

সুশীল নাপিতটার কথা শুনে আমি মোটেই অবাক হইনি!! সত্যি, এদের জন্মদাতা পিতা মাতা এদের কাছে কতটা মূল্যহীন অশ্রদ্ধার!!

২১| ২১ শে জুন, ২০১১ রাত ১০:৪৯

কৌশিক বলেছেন: এসএইচখান - গালি দিয়ে অতপর গালি খেয়ে অবাক হওয়ার কথা না। গালি দিলে গালি খেতেই হয়। এবং যে পরিমাণ দিয়েছেন তার চেয়ে বেশীই খেতে হবে এটাই স্বাভাবিক। বাবামা বিষয়ে আপনার মত একজন গালিবাজের মূল্যায়ন কেমন হবে সেটা তো বোঝাই যাচ্ছে।

কালচার মিডিয়া - আপনার মা'র প্রসংগ তুলে স্ক্রিনশটের উত্তরদাতা যা বলেছে তার তীব্র নিন্দা জানাই। 'কিন্তু পুরুষাঙ্গ কেটে না ধব্জু হবার পরে' এই শব্দগুলো ব্যবহার করে আপনি যে প্রশ্ন করেছেন সেটা প্রথমে ঘটেছে দেখা যাচ্ছে। এই শব্দগুলোর ব্যবহারের ফলে উত্তরদাতা আপনাকে আক্রমনের সুযোগ পেয়েছে। এজন্য ঐ পোস্টের উত্তরদাতাকে নিন্দা জানাবার পাশাপাশি আপনারও নিন্দা জানাচ্ছি।

২২| ২১ শে জুন, ২০১১ রাত ১০:৫৭

কালচার মিডিয়া বলেছেন: কৌশিক আমিও তাই বলতে চাচ্ছি আমি খারাপ তা মানলাম কিন্তু যারা আমাকে গালি দিবে তারা কেন ভাল হবে?
এনিওয়ে আপনাকে আমি পছন্দ করি। সম্ভবত আপনি নাস্তিক কিন্তু কখনই দেখিনি ধর্ম তুলে গালিগালাজ করতে তাই আপনার সাথে কখনই আমার কথা হয় নি। একটা জিনিস আপনি নিশ্চিত থাকেন ব্লগে কখনও ছাগুদের ডিফেন্ড করতে লিচুগাছ এগিয়ে আসে না আসে নাস্তিক নামে কিছু চুলকানিওয়ালাদের ধাবড়ানি দিতে যারা গালিগালাজ ও ট্যাগিং করে সাধারন ব্লগারদের সবসময় আতংকে রাখে। যাদের ভয়ে কেউ কখনই কথা বলতে পারে না তাদের সাইজ করতে।

২৩| ২১ শে জুন, ২০১১ রাত ১১:০০

ShusthoChinta বলেছেন: গালিবাজদের কাছে কয়েকটি জিজ্ঞাসা,যে কাউকে দোষী হোক নির্দোষ হোক গালি দিতে হলে নিজেকে কতটা নীচে নামতে হয় কখনো ভেবে দেখেছেন কি? আপনারা কি বাস্তব জীবনেও ব্লগের মতই গালাগালি করেন? গালাগালি করে কি কোনকিছুর সমাধান করতে পেরেছেন কখনো?

২৪| ২১ শে জুন, ২০১১ রাত ১১:০১

ShusthoChinta বলেছেন: গালিবাজদের কাছে কয়েকটি জিজ্ঞাসা,যে কাউকে দোষী হোক নির্দোষ হোক গালি দিতে হলে নিজেকে কতটা নীচে নামতে হয় কখনো ভেবে দেখেছেন কি? আপনারা কি বাস্তব জীবনেও ব্লগের মতই গালাগালি করেন? গালাগালি করে কি কোনকিছুর সমাধান করতে পেরেছেন কখনো?

২৫| ২১ শে জুন, ২০১১ রাত ১১:০১

কৌশিক বলেছেন: হয়তো ঠিক বলেছেন। তবে মানুষজন বিচ্ছিন্ন অবস্থায় মন্তব্য দেখে, সামগ্রিক কোনো চিত্র তাদের সামনে থাকে না বলে - সবাই যে সব জেনেশুনে মন্তব্য করে তাও না। ব্লগের সব কিছু খুব সিরিয়াস ভাবে নেবার দরকার নেই। এটাকে আপনি আরো নানাবিধ কাজে ব্যবহার করতে পারেন।

২৬| ২১ শে জুন, ২০১১ রাত ১১:০২

রবিনহুড বলেছেন: এস এইচ খান @

আধুনিক বিজ্ঞানের একটা বড় শাখা হল "জেনেটিক ইন্জিনিয়ারিং"।

এখানেই ডিএনএ এর আবিস্কার ঘটে। এতে একটা বড় বিষয় প্রমান করা হয় যে, "বংশ গতিক" বিষয়টা।

এই গবেষনায় এটা প্রমানিত হয় যে, সকল জীবই বংশ পরম্পরায় পূর্ব পুরুষের চারিত্রিক বৈশিষ্ট্য বহন করে।

এই অনুসারে মানুষও তার পূর্ব পূরুষের চারিত্রিক বৈশিষ্ট্য বহন করে।

এই কারনে যুগ যুগ ধরে মুরুব্বীরা বলতেন (বাকা দৃষ্টিতে) "রক্তের দোষ" যার মানে হল বংশের দোষ।

ব্লগেও দেখবেন অনেকেই এই রকম ভাবে, "রক্তের দোষে দোষী"। এদের বাপ দাদা পূর্ব পূরুষ এর খোজ খবর নিন... দেখবেন... ভাল কিছু খুজে পাওয়া যাবে না....তারাও বাপ দাদার পরিচয় দেবার মত কিছুই বলতে পারবে না...
তাই তার মানুষকে বিনা কারনেই গালা গালি করতে পছন্দ করে....

নিজে জাতে উঠতে না পেরে... অন্যকে খারপ জাতের সাথে তুলনা করে...অন্যেকে নিচে নামাতে চায়, আফসোস তার এটা বোঝে না...অন্যকে গালি দিয়ে নিজেই জাতের ক্ষুদ্রতা প্রমান করে...



কি আর করা...এদের কিছু বলে লাভ নেই..... সবই রক্তের দোষ.....

২৭| ২১ শে জুন, ২০১১ রাত ১১:০২

কৌশিক বলেছেন: আর একটা বিষয় - উপরে আপনাকে গালি দিয়েছিলাম - সেটার জন্য দুঃখ প্রকাশ করছি। ভালো থাকবেন।

২৮| ২১ শে জুন, ২০১১ রাত ১১:১০

কৌশিক বলেছেন: রবিনহুড - আপনি "একজন টাকপরা সুশীল" বলে একজন মানুষকে অসম্মান করেছেন। যে আপনাকে কোনো গালি দেয়নি। এতে প্রমাণ হয় আপনি "রক্তের দোষে দোষী"। আপনার বাপ দাদা পূর্ব পূরুষ এর খোজ খবর নিতে হবে... দেখবো... ভাল কিছু খুজে পাওয়া যাবে না....আপনার বাপ দাদার পরিচয় দেবার মত কিছুই বলতে পারবেন না...
তাই আপনি মানুষকে বিনা কারনেই গালা গালি করতে পছন্দ করেন....

২৯| ২১ শে জুন, ২০১১ রাত ১১:১৯

এস এইচ খান বলেছেন: @রবিনহুড, এই পোস্টে আমাকে শত গালি দিলেও পূণরায় আর মন্তব্য করতে ইচ্ছুক ছিলাম না। যাহোক, ডি এন এ টেষ্টের বংশানুক্রমিক স্বভাব সম্পর্কে যা বললেন তা আধুনিক আবিষ্কার কিন্ত তার পরেও আমি এক জনের দায় অন্যের ঘাড়ে চাপাতে চাই না।

ভাল থাকবেন।

৩০| ২১ শে জুন, ২০১১ রাত ১১:২১

টাক্কা বলেছেন: টাক পড়া সুশীল যে গালি আজ প্রথম জানলাম =p~

৩১| ২১ শে জুন, ২০১১ রাত ১১:২৮

রবিনহুড বলেছেন: কৌশিক@
("একজন টাকপরা সুশীল" বলে একজন মানুষকে অসম্মান করেছেন। )

এই টাক পরাটা কে?
আর তথা কথিত "একজন মানুষ" টা কে একটু পরিষ্কার করে বলবেন? এতে থেকে "ব্যক্তিগত ভাবে" কোন মানুষটাকে আমি বললাম তার নামটা কি বলবেন?

সেই মানুষটার নামটা বলে জান দেখি মিলে কি না? (কারন আমি তো কোন নাম উল্লেখ করি নি,) এট শুধু মাত্র সামষ্ঠিক ইঙ্গিত মাত্র। ইঙ্গিত করে কথা বলা আর ব্যক্তির নাম ধরে বলার মাঝে আপনি কি কোন পার্থক্য খুজে পান না?


আপনি এতটা সুশীল কবে হলেন যে, নাম না বলে সামষ্ঠিক ইঙ্গিতে কিছু বলা হলে তাতে আপনার ধূতি খুলে যায়?

এতটা সুশীল বলে ব্লগের কোথাও আপনাকে দেখতে পাইনি.... (এখাবে দেখতে না পাবার জন্য দুক্ষ প্রকাশ করছি)

একটু আগেও আপনি যে সব গালাগালি করলেন তার পরেও কি আপনি আশা করেন আপনাকে ব্লগের কেউ সুশীল বলে মনে করতে পারে?


একটা ঘটনা মনে পরে গেল...." গ্রামে শালিস বসেছে... এক ছেলে অন্যেক গালি দেবার জন্য।

প্রথম ছেলে বলল... "আমি ওই কামডা করছি বইল্যা হে আমারে কইছে "তুই খারপ তাই এমন খারপ কামডা করলি"
হে আমারে "খারাপ" কইয়া গালি দিছে বইলা আমিও তার মা-বাবা তুইলা গালি দিছি... আমার কি দোষ?... আমি তো প্রথমে গালি দেই নাই.... হে আমারে গালি দিতে বাধ্য করছে....

বাকিটা বোঝার জন্য পাঠকের হাতে দায়িত্ব দিলাম..... :)

৩২| ২১ শে জুন, ২০১১ রাত ১১:৩৩

রবিনহুড বলেছেন:
টাক্কা বলেছেন: টাক পড়া সুশীল যে গালি আজ প্রথম জানলাম =p~

টাক্কা @ আপনার নিকটাও কিন্তু "টাকপরা"=টাক্কু শব্দটার সাথে মিল আছে...এটাও কিন্তু গালির পর্যায়ে পরতে পারে....
সাধু সাবধান ;)

সুশীল সাজার জন্য কত কু যু্ক্তির অবতারনা যে করে.... বুড়া বয়সে ভং আর কত ধরবে?

সামু ব্লগে একটা কথা প্রচলিত আছে "ব্লগের রেসিডেন্ট ভাড় বড়ই রসিক.... " :P

৩৩| ২২ শে জুন, ২০১১ রাত ১২:০৩

দু-পেয়ে গাধ বলেছেন: আহা, এই পোস্ট দেখে সবাক আবার ফিরে না আসে। :P

৩৪| ২২ শে জুন, ২০১১ সকাল ৮:৫১

কৌশিক বলেছেন: রবিনহুড, আপনি ঐ সম্বোধন আমাকে করেছেন - এটাতো দিবালোকের মত স্পষ্ট। এটা আপনি সরাসরি বলেন, অসরাসরি বলেন। কিন্তু সেটা অপ্রমানের জন্য আপনার বিস্তর যুক্তিগুলো যে কি পরিমাণের অসার - সেটা আপনি বুঝতে পারছেন না।

আমি প্রত্যেকটা গালি দেবার আগে স্পষ্টভাবে উল্লেখ করেছি কেনো গালি দিচ্ছি। একজন আমাকে গালি দেবার পরে গালি ফিরিয়ে দেয়াটা হচ্ছে সাধারণের চরিত্র। এর মধ্যে সুশীলতা নেই। আপনার বিচক্ষণ হয়ে ওঠার প্রত্যাশায়। লম্বা লম্বা মন্তব্য করলেই ভিতরে যে কিছু সলিড থাকবে - সেটা তো নয়।

৩৫| ২২ শে জুন, ২০১১ সকাল ৯:২৮

ফ্লাইওভার বলেছেন: সামুতে নস্ট ব্লগারদের অন্যতম আসিফ মহিউদ্দীন, সবাক, আল্বার্ট_আইন্সটাইন, কৌশিক-অথচ এই কয়জনই মডারেটরের প্রিয় পাত্র। একধরনের বিকৃত্মনা মানুষ আছে-যারা অমন অশ্লীলতাকে লালন করে।

৩৬| ২২ শে জুন, ২০১১ সকাল ৯:৪৫

কৌশিক বলেছেন: ফ্লাইওভার, আপনি আমাকে নষ্ট ব্লগার বলেছেন। আপনার সাথে কোনরকম নষ্টামি না করা সত্ত্বেও, এবং আমি নিশ্চিত আপনি কোনো প্রমাণ দেখাতে পারবেন না, এজন্য আপনার পাছায় একটা লাথি মারা আমার নৈতিক দায়িত্ব। আপনি একটা শুয়োরের বাচ্চাও বটে। একজনকে আপনি স্বপ্রণোদিত হয়ে নষ্ট ব্লগার বলে যখন গালাগালি করেন - তখন আপনি নিজে যে একজন বিকৃত মানুষ সেটা প্রমাণ করেন - যে অশ্লীলতাকে লালন করে।

৩৭| ২২ শে জুন, ২০১১ সকাল ৯:৪৯

কৌশিক বলেছেন: যাক গা - এরপরে যারা স্বপ্রনোদিত হয়ে গালি দিতে এখানে আসছেন তাদের অগ্রিম পাছায় কষে একটা লাথি মেরে গেলাম। গালি দেবার সাথে সাথেই লাথি আপনাদের পাছায় পড়বে।

সবাই ভালো থাইকেন। অনেকদিন পরে বেশ কিছু গালি দিয়ে নিজেকে টোকাই শ্রেণীর অন্তর্ভূক্ত ভাবতে ভালো লাগছে। সামনে হরতাল আছে ৩ তারিখ। চুতিয়া সরকার দেশের তেল গ্যাস বিক্রি করতে যাচ্ছে। ঐদিনের জন্য গালাগালি স্টকে রাখার জন্য এখান থেকে বিদায় নিচ্ছি।

জয় বাংলা।

৩৮| ২২ শে জুন, ২০১১ সকাল ১০:০০

বাংলাদেশী পোলা বলেছেন: ফ্লাইওভার বলেছেন: সামুতে নস্ট ব্লগারদের অন্যতম আসিফ মহিউদ্দীন, সবাক, আল্বার্ট_আইন্সটাইন, কৌশিক-অথচ এই কয়জনই মডারেটরের প্রিয় পাত্র। একধরনের বিকৃত্মনা মানুষ আছে-যারা অমন অশ্লীলতাকে লালন করে - কথাটা রুঢ় হলেও সত্য। সিনিয়রিটির দিক থেকে কৌশিক, সবাক হতে পারতেন নতুন ব্লগারদের আদর্শ ব্লগার। কিন্তু উক্ত দুইজন চোদাচুদি ছাড়া কিছুই বোঝেননা। কারন, ওরা জন্মই হয়েছে যেখানে ২৪ ঘনটা চোদাচুদির ব্যাবসা হয়। ওরা কয়জন মডারেটরকে দিয়ে সামুতেও ওদের জন্ম ব্যাবসা চালু করতে চায়।

৩৯| ২২ শে জুন, ২০১১ সকাল ১০:২১

জিসান শা ইকরাম বলেছেন:
সবাকের বিশ্রামের জন্য শুভকামনা। দয়া করে কেউ এই পোষ্ট নিয়ে সবাককে ফোনে বলবেন না। ৭ দিনের বিশ্রামের আজ ১ দিন হলো। আরো ৬ দিন বাকি।

শুভহোক সবাকের বিশ্রাম।

৪০| ২২ শে জুন, ২০১১ সকাল ১১:২১

পরিযায়ী বলেছেন: ফ্লাইওভার, শ্রদ্ধেয় কৌশিক ভাইয়ের নামটা ঐ অসভ্যগুলোর পাশে জুড়ে দিয়ে আপনি সুস্থ্যতার প্রমান দেননি।

৪১| ২২ শে জুন, ২০১১ দুপুর ১:২৩

কালচার মিডিয়া বলেছেন: লুলশা ইদানিং দেখছি নাস্তিকদের আপনার গ্রুপে ডুকানোর চেষ্টা করছেন কিন্তু এটাত হবে না। নাস্তিক হলেও তাদের কিছু যোগ্যতা আছে সেই যোগ্যতার ফলে আপনার মত একদম জিরো ক্লাস ব্লগার এর লিডারশিপ তারা মানবে না। লুলামি তেলামি ফোনামি ছাড়া ত আর কিছু আপনি পারেন না। তাই এই ধান্দা বাদ দেন । শেষে দেখা যাবে জাঙ্গিয়া খুলে আপনি নাস্তিকদের চামচামি শুরু করছেন বুড়া বয়সে দৃশ্যটা খুব একটা সুবিধাজনক হবে বলে মনে হয় না। তবে আপনি নাস্তিকদের চামচামি করলে ভালই হয় নাস্তিকরা আপনার কল্যানে কিছু মেয়ে নিক(খেয়াল কইরা মেয়েদের বলি নাই কিন্তু) ব্যবহার করতে পারবে।
যদিও আমি চুলকানিওয়ালা নাস্তিকদের পছন্দ করি না তবু মনে করি আপনার মত গ্রুপিংবাজ ব্যাক্তিত্বহীন লুল বুড়া ভামের চেয়ে তারা ভাল।

৪২| ২২ শে জুন, ২০১১ দুপুর ১:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




আমি ভদ্র ভাষা, ভদ্র আচরণ পছন্দ করি।































৪৩| ২২ শে জুন, ২০১১ দুপুর ২:১৪

সাকিন উল আলম ইভান বলেছেন: কৌশিক বলেছেন: যাক গা - এরপরে যারা স্বপ্রনোদিত হয়ে গালি দিতে এখানে আসছেন তাদের অগ্রিম পাছায় কষে একটা লাথি মেরে গেলাম। গালি দেবার সাথে সাথেই লাথি আপনাদের পাছায় পড়বে। সবাই ভালো থাইকেন।

৪৪| ২২ শে জুন, ২০১১ রাত ৮:৪০

"বৃষ্টির কান্না" বলেছেন: একটু লক্ষ করলেই দেখবেন- লুলান শা সাকিন উল আলম ইভান,চ্যালেঞ্জার এরা একই মুদ্রার এপিঠ ও ওপিঠ। লুলান শা'র পেটে না আছে বিদ্যা, না আছে বুদ্ধি না আছে চক্ষু লজ্জা।নিজের কুকাম জায়েজ করতেই এখন বৌ'র সাইন বোর্ড লাগাইছে। অথচ, বৌটা ভাতের মার গালা, তরকারী কাটা ছাড়া কিছুই জানেনা।

সামু ব্লগে গালাগালি কালচারের গুরু কিন্তু কৌশিক।ওনার আসকারা, সমর্থন পেয়েই সৃস্টি হয়েছে সবাকের অশ্লীলতা।এরা জন্ম থেকেই ঐ দৃশ্যটা দেখতে এমনই অভ্যস্থ্ হয়েগিয়েছে-তাই সব সময় ওদের মুখেও চোদা লেগে আছে। ওরা সামুর নস্ট ব্লগার হিসেবেই সাধারন ব্লগারদের কাছে পরিচিত।

সব থেকে মজার ব্যাপার 'চোদাচুদি'তে অভ্যস্থ সবগুলো গালিবাজই মডুর প্রিয়পাত্র।

৪৫| ২৩ শে জুন, ২০১১ সকাল ৭:১২

দুরন্ত সাহসী বলেছেন:


সব থেকে মজার ব্যাপার 'চোদাচুদি'তে অভ্যস্থ সবগুলো গালিবাজই মডুর প্রিয়পাত্র।

সকাল সকাল খালি পেটে হাসতে হাসতে শেষ, ঠিক বলেছেন

তবে নিজের পকেটের টাকা খরচ করে ভালো কাজ বেশিদিন করা যায়না, তাই সামু ও তার সংশ্লিষ্ট যারা আছেন তারাও বেশিদিন ভালো থাকার কথা না:)

৪৬| ২৩ শে জুন, ২০১১ বিকাল ৪:৪৭

ক্ষুধিত পাষাণ বলেছেন: গালিবাজ নিপাত যাক সামুব্লগ মুক্তিপাক।

৪৭| ২৩ শে জুন, ২০১১ বিকাল ৫:৫৪

ইমুব্লগ বলেছেন: সবাক জানোয়ারটাকে পুলিশের কুকুর প্রজনন বৃদ্ধির জন্য লাগিয়ে দেয়া হোক।

৪৮| ২৩ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:০০

সাকিন উল আলম ইভান বলেছেন: "বৃষ্টির কান্না" বলেছেন: একটু লক্ষ করলেই দেখবেন- লুলান শা সাকিন উল আলম ইভান,চ্যালেঞ্জার এরা একই মুদ্রার এপিঠ ও ওপিঠ।

কি মিয়া সেইম সাইড হইয়া গেলো না ............চ্যালা ছাগুরে চিনতে তোমার দেখি বড়ি সমস্যা.........:P:P

৪৯| ২৩ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:০০

নীল_পদ্ম বলেছেন: কিছু গালি শিখলাম এদের মোকাবেলা করতে। শুরু হল গালাগালির জীবন। আর পিছনে তাকাতে হয়নি। :-/ :P

৫০| ২৩ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:১৮

সারথী মন বলেছেন: কাকে কি বলছেন-এরা বাই বর্ণ গালিবাজ।

৫১| ২৬ শে জুন, ২০১১ রাত ২:০৭

রাষ্ট্রপ্রধান বলেছেন: |-)

৫২| ১০ ই আগস্ট, ২০১১ সকাল ১০:৫৭

বোবায় বলেছেন: সবাক তিনি যতই ভাল লেখেন না কেন তার মুখ থেকে যে সব বানী নি:সরিত হয় তাতে করে এটাকে মুখ না বলে পশ্চাদদেশ বলাই শ্রেয়। সাকিন উল ইভান বুইড়া ভামের নিক না, এইটা হইলো তার একনিষ্ট চামচা! বুইড়া ভাম এর সাথে গলা মিলাইয়া খালি কাচ্চি খামু কাচ্চি খামু করতে পারে, এই মহান দুই বেকুবের কাছে অনুরোধ দয়া করে কাচ্চি খাওয়ার আগে দেশের মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, রাজাকারদের নিয়ে মৌলিক কিছু লেখেন তারপর গলাবাজি।
আর বুইড়া ভামের নির্লজ্জতার কথা আর কি কমু। যে কোন ঝালকাঠি বাসি জানে তার বউয়ের শিক্ষাগত যোগ্যতা ঠিক মতো একটা চিঠি লেখতে পারে কিনা সন্দেহ। আর এই নির্লজ্জ ব্যাটা সেই সাদাসিদা মহিলার নামে নিক খুইলা নিজে চাইলাইতাছে। মানুষ এত বেশরম হয় কেমনে! এর আরইও কত গুলা মাইয়া নিক আছে খেয়াল কইয়া, চর্যাপদ, ফাইরুজ। এই নিকটা অনেকে শেয়ার করে যেই কারনে ২৪ ঘন্টা অনলাইনে দেখা যায় এরে। জিশান মামুর এক্কেরে প্রথম পোস্ট আর ফাইরুজের পরথম পোস্টে উভয়ের কমেন্ট দেখেন :)এর মধ্যে ফাইরুজ আপার ফেসইবুক ফ্রেন্ড আমি, হেয় দেখি বুইড়া ভাম জিশান মামু ছাড়া আর কাউরো ওয়ালে তেমন কিছু লেখেই না, সব স্ক্রীন শট নেয়া আছে মামু :)

৫৩| ১২ ই আগস্ট, ২০১১ বিকাল ৫:৪৯

জিসান শা ইকরাম বলেছেন:
@ ব্লগার কালচার মিডিয়া , অনেকদিন হতে দেখছি - কিছ ব্লগারের স্বভাব হচ্ছে অন্যের পায়ে পারা দিয়ে ঝগড়া করা। আপনার কোন লেখা আমি পড়েছি বলে আমার মনে হয়না। আপনাকে নিয়ে কোথাও আলোচনা করেছি বলেও মনে পরছে না। আপনার এখানের অনাহুত মন্তব্য দেখে বুঝা যায়- আপনি কি লিখতে পারেন। যাই হোক - আপনি ব্লগ লিখে নোবেল প্রাইস পান। এই কামনা করি।

আমার মত একজন জিরো ক্লাস ব্লগারকে নিয়ে এত বড় একটা মন্তব্যের কারনটা কি ? সামুতে তো আরো প্রায় ৮০-৮৫ হাজার ব্লগার আছেন, সবার লেখা কি আপনি পড়েছেন ? একজন জিরো ক্লাস ব্লগারের জন্য- আপনার করা হেদায়েতটা একটু বেশি হয়ে গেল না ? একটু বেশি চিন্তা করা হলো না ? আপনার মত মহান ব্লগার আমার মত সামন্য একজন ব্লগারকে নিয়ে এ্ত চিন্তা করেন, তা ভাবতেই আমি উদাস হয়ে গেলাম। খুসিতে আমার চোখে পানি এসে গেল। আপনার এত সময় নষ্ট করা মন্তব্য আমি সোনার অক্ষরে বাধিয়ে রাখতাম। কিন্তু সোনার দাম এখন বেশি। তাই এখানেই বাধানো থাক।

আপনি ভালো লিখুন। লিখতে লিখতে , ব্লগিং করতে করতে বাংলাদেশের ১৬ কোটি জনসাধারনের ভাগ্যের যথেষ্ট উন্নয়ন ঘটান। তাতে আমার কিছু আসে যাবে না। কারন আপনার এই গায় পরে মন্তব্য করা , আমার কাছে - রাস্তায় হেটে যাবার সময়- অনাকাংখিত ভাবে, রাস্তায় পরে থাকা বৃষ্টির পানিতে আমার সফেদ ড্রেস নস্ট হওয়া ছারা আর কিছু নয়। একটু পরেই ঐ ড্রেস ধুয়ে ফেলবো, বা পাল্টে ফেলবো।

মন্তব্যটা করলাম, আপনার মন্তব্যের কারনে। জানি এখন এখানে কিছু ভাংগা রেকর্ড বাজাবে। কারা কারা একই সুরে গান গাইবে , তাও বলে দিতে পারি। কি কি মন্তব্য হবে আমার বিরুদ্ধে তাও বলে দিতে পারি। কোন সমস্যা নেই। আমি গান ভালো পাই। মন্তব্যের মাঝে বুঝা যায়- কে কোন পরিবেশের মাঝে ছোট বেলা থেকে বেড়ে উঠেছে। একটা ট্যাব খুলে রাখলাম। দেখবো- কে কি ভাষা শিখেছেন আপনারা।

আর হ্যা , আমি কোন গ্রুপিংবাজী করিনা। হয়ত মন্তব্যটি লেখার সময় আপনি- আয়নার সামনে বসে ছিলেন। তাই এমন লিখেছেন।

এখানে আমি আর মন্তব্য করছি না। ভালো থাকবেন।

শুভ রমজানুল মুবারক :)


৫৪| ১২ ই আগস্ট, ২০১১ সন্ধ্যা ৬:২০

জিসান শা ইকরাম বলেছেন:
@ ব্লগার বোবায় ,
ভাইগ্না চুপাইয়া থাকো কেন ? লুকাইয়া থাকে কারা জানো ? যাদের হিম্মত নাই। যারা কাপুরুষ। মেরুদন্ড হীন রা। আমি তো বুইড়া। লুকিয়েছি কোথাও ? নিজের ছবি দিয়ে ব্লগিং করি এখানে। নিজের নামে। কোন লুকো ছাপা নেই। আমার বোবাই ভাইগ্না কাপুরষ, হিম্মতহীন-এই কথা যেন আমার আর শুনতে না হয়।

ঝালকাঠি আমার বাড়ি। এতকিছু জানো- সামনে আসতে সমস্যা কোথায় তোমার ? তেলাপোকা, উরচুংগা চেন ভাইগ্না। মানুষ দেখলেই ভাগে, অথবা গর্তের মধ্যে লুকায়। তুমি আবার ভাইব্য না তোমারে তেলাপোকা আর উরচুংগা কইছি। তুমি তো হিরো। সামুতে পিসির সামনে বইস্যা রাজা উজির মারো। পারলে দেশের প্রধান মন্ত্রী হও। সামুর বীর। বাতাসের বীর। নেটের মাধ্যমে নিজকে জাহির করা শ্রেষ্ঠ একজন দেশসেবক। বাস্তবে কি করেছ সেটা অবশ্য কেউ জানেনা। খবরদার তা জানাবা না।

যে তেজ নিয়া , সামুতে কথা বল, জীবনেও সামনে এসে বলার মত সাহস তোমার হবে ? পারলে আইস ভাইগ্না- এই ৪৯ বছরের মামু তোমার জন্য অপেক্ষা করবে। যে কোন স্থানে , যে কোন সময়ে। আমারে একটু ধন্য করো ভাইগ্না। তোমারে দেখার জন্য আমার মনটা খুবই কানতাছে। এত্ত বড় একজন যোদ্ধাকে না দেইখ্যা মইরা গেলে , জীবনটাই আমার বৃথা হইয়া যাইব।

ফেইসবুকের সব স্কিন সট গুলা দেও ভাইগ্না। কয়েকদিন আগে চানমিয়া সরদার না জানি , কেরামত আলী তোমার মত একই কথা কইছে। ঘটনা কি ? কথা গুলোয় কেমন জানি মিল খুজে পাইতাছি :) ঘটনা বা মিল খুজুম না। স্কিন সট দেখার খুব ইচ্ছা হইতে আছে।

ফেইসবুকের স্কিন সট নিয়া আলাদা পোষ্ট দিও ভাইগ্না। কোন সমস্যা নেই। কিন্তু তোমার কথা যদি সত্যি না হয়-তা হলে কি হবে , বা কি করবা তা ঐ পোষ্টে লিখবা।

আর একটা কথা। কিছুদিন আগে ফাইরুজরে নিয়ে একটা পোষ্ট হয়েছিল- ওখানে তুমি বললে, মাহি ফ্লোরা, সাজি আপা সামুর সেরা মেয়ে কবি। মাহি ফ্লোরার কবিতার পোষ্টে গিয়েও মন্তব্য করে আসছিলা- " আপনি আর সাজি আপা সামুর সেরা মহিলা কবি "।
এখন আবার কি হইল ? মাহি ফ্লোরার পোষ্টে দেখলাম - কি সব উল্টা পাল্টা লিখলা।
ভাইগ্না - সব সময়, এক ভাবে কথা বলবা। অবস্থান পাল্টান ভালো না।

তোমার স্কীন সটের অপেক্ষায় আছি। তোমার লগে দেখাও করতে চাই ভাইগ্না। অদেখা ভাবে তুমি বলবা- তুমি এইবার ঈদে ২০ লক্ষ টাকা জাকাত দিবা, তা কিন্তু বিশ্বাস করুম না।

শুভ রমজান :)

৫৫| ১২ ই আগস্ট, ২০১১ সন্ধ্যা ৬:২৫

রাইসুল জুহালা বলেছেন: @জিশান মামা, এত সময় নষ্ট করে এত বড় উত্তর দিলেন একটা বেহুদা মন্তব্যের!! হায়রে! এই এনার্জি আর সময় দিয়ে আমার কোন পোস্টে একটা মন্তব্য দিতেন, আমি প্রানভরে দোয়া করতাম। এইখানে এখন কি পাবেন জানেন? আরও কিছু ফালতু কথা। শ্রদ্ধা নামক ব্যাপারটা আসলে উঠেই গেছে।

৫৬| ১২ ই আগস্ট, ২০১১ সন্ধ্যা ৬:৪৭

বীরেনদ্র বলেছেন: গালি দিলে গালি খেতে হয় ব্যাপারটা মনে হয় ঠিক না।

পুরান ঢাকার এই গল্পটা দেখুন- বড় ভাই বাসায় ফিরে দেখে মা মুখ কালা করে বসে আছে। কি ব্যাপার আম্মা? - তর ছোটভাই গালাইছে। বড়ভাই শুরু করল ছোটভাইয়ের উদ্দেশ্যে " আবে হালায় কাউলা, খানকির পোলা, গর্ভধারীনি মা জননী তুই তারে গালাইস, আমি তর মায়ে্রে চু.............................।

৫৭| ১২ ই আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:২১

মোঃ আরিফ রায়হান মাহি বলেছেন: X( X( X( X( X( X(

৫৮| ১২ ই আগস্ট, ২০১১ রাত ৮:১৫

কেরামত আলী বলেছেন: @কমেন্ট বাই জীসান শা ইকরাম@

ফেইসবুকের সব স্কিন সট গুলা দেও ভাইগ্না। কয়েকদিন আগে চানমিয়া সরদার না জানি , কেরামত আলী তোমার মত একই কথা কইছে। ঘটনা কি ? কথা গুলোয় কেমন জানি মিল খুজে পাইতাছি :) ঘটনা বা মিল খুজুম না। স্কিন সট দেখার খুব ইচ্ছা হইতে আছে।


আমাকে এখানে টানা টানির মানে কি?? আমি আপনাকে কবে কি বলেছি? দেখানত এখানে। সবাই দেখুক। আপনার কি মনে হয় সবাই আপনাদের মত শুধু ব্লগে এসে এগুলি করে? আমার মনে হয় আপনি লিমিটি ক্রস করছেন। আপনাকে কে কি বললো আর আপনি আমার নাম নিয়ে নাচা নাচি করছেন। অবাক হলাম আপনার মানসিকতা দেখে। আমি যদি কোন অন্যায় করে থাকি আপনার সাথে আপনি আমাকে বলতে পারেন। এখানে বলতে না চাইলে মেইল করতে পারেন।ইচ্ছা হয় কল করতে পারেন। আমি অন্যায় করে থাকলে ক্ষমা চেয়ে নেবো। ভার্চয়াল ব্যপার ভার্চুয়ালী শেষ করলে ভাল হয়। আর এগুলি ব্লগ এর বাইরে টেনে আনাটা ভাল মনে করছি না আমি। আমার মনে হয় না আপনার সাথে আমার কোন সময় কোন কেচাল হইছে। আপনাকে আমি চিনি একজন ব্লগার হিসাবে। এর বাইরে কিছুই না। আপনাকে বা আপনার বাড়ি ঘর চেনার কোন প্রয়োজন নাই আমার। দয়া করে এগুলি বন্ধ করুন।

ভাল থাকুন আপনি

শুভকামনা।

৫৯| ১২ ই আগস্ট, ২০১১ রাত ১১:০৪

জিসান শা ইকরাম বলেছেন:
@ কেরামত আলী

চানমিয়া সরদার না জানি , কেরামত আলী আমি এখানে দুজনের যেকোন একজনের কথা বলেছি। দুজনার লেখা ও উদ্দেশ্য তো একই তাই মাঝে মাঝে কনফিুস হয়ে যাই।

শুরু করেছেন আপনারা। আমি না। কখনো কোনদিন আপনাকে বা আপনাদের নিয়ে আমার মাথাব্যাথা ছিল না বা আগ্রাসি মন্তব্য করেছি বলে আমার মনে পরেনা। আপনার নাম্বার তাহলে আমার কাছে আছে ? মনে হয় নাই। কে আপনি ?

লিমিট আপনি এবং আপনারা ক্রস করেছেন। পিছনে বসে অনেক কিছু বলা যায়- পারলে সামনে এসে বলুন। দেখি আপনার তেজ। তখন আপনাকে দেখাবো- লিমিট কে ক্রস করেছে । সবার সামনে প্রমান করে দিব- বিনা কারনে আপনি আমার বিরুদ্ধে কি কি করেছেন। নিজের মন ক্লিয়ার থাকলে আসুন আমার সামনে। বলেন কোথায় দেখা করবেন। আরো ব্লগারদের ডাকুন। তাদের সামনেই প্রমান করবো লিমিট কে ক্রস করেছে।

মাত্র দুইটা স্কীন সট দিলাম। দেখুন। আর এখানে কোন আলোচনা আমি করবো না। আপনি ইচ্ছা করলে - আমার ব্লগে আসতে পারেন। আমার নোটিশ বোর্ড আছে ওখানে আলোচনা করি। চান মিয়া সরদারকেও নিয়ে আসতে পারেন, ইচ্ছা করলে :)




অ:ট: যাক বিরালটার কষ্ট তা হলে কমেছে কিছুটা। খুব কষ্টে ছিল বিড়ালটা , আহারে। আমিও চাই- যেন বিড়ালটা আর কোনদিন কষ্ট না পায় :)

৬০| ১৩ ই আগস্ট, ২০১১ রাত ১২:০৫

চাঁন মিঞা সরদার বলেছেন: @ জিশান শা আংকেল,

কেরামত আর চান মিয়া পুরোপুরি দুটা ভিন্ন সত্তা। আর এই নিকের পেছনে কে আছে সেটা আপনার কল্পনারও বাইরে। আমি জানি আপনি কাকে সন্দেহ করছেন, কিন্তু লাভ নাই।

কারন এই নিক আমার কাছে আছে। আর আমি কেরামত নই ১০০০০০% শিওর থাকেন। আর আপনি আমাকে চিনেন না। তবে একটা হিন্টস দেই- আপনি অন্য নিক দিয়ে যেই ছাগু লিষ্ট করেছিলেন সেই লিষ্টে আমার আসল নিকের নাম ছিলো।

আমি জানতে চাই, আপনি কি হিসেবে আমাকে সেই লিষ্টে দিয়েছিলেন? আপনি বা আপনার চাইতে আরো অনেক মুরুব্বী নিয়ে ট্রাই করে দেখতে পারেন, আমি ছাগু কিনা। চাইলে বাংলাদেশের জাতীয় গোয়েন্দা সংস্থা দিয়েও ইনকোয়ারি করে দেখতে পারেন।

জামাত-শিবিরের সাথে যদি ১০ হাজার মাইল দুরের কোনো সম্পর্ক খুজে পান কিনা দেখেন। আর অন্য যেই গুলা নিকের কথা আছে সেগুলো না হয় বাদই দিলাম।

অন্যকে নিয়ে যখন তামাশা করেন আর সেটা যখন মিথ্যা তামাশা হয় তখন ছোটদের কাছেও সম্মান হারাতে হয়। আর আপনি সেই সম্মানের যোগ্য নন। কারন অনেক ব্লগারকে মিথ্যা ছাগু ট্যাগ করে আপনি নৈতিকতা হারিয়েছেন।

আমার আসল নিকের নাম প্রকাশ করতে চাই না। সেজন্য স্ক্রীন শট দিলাম না।

আপনার ওয়ে তে আপনি চলেন। আর ১০০% নির্ভুল প্রমান ছাড়া ছাগু ট্যাগিং বাদ দিন। আমিও আপনার পথে ঝামেলায় আসবো না।

ধন্যবাদ।

৬১| ১৩ ই আগস্ট, ২০১১ রাত ১২:৫৩

কেরামত আলী বলেছেন: আমি কেরামত আলী।আমার প্রতি আপনার অনেক অভিযোগ। যা আপনি বলতে চাইছেন বাট বলতে পারছেন না। তাই আপনাকে বলেছি যে মেইলে বা কল করে জানানোর জন্য। এখানে চেনা না চেনার প্রশ্ন না নয় বেনো আপনি উল্টোটা বুঝতে গেলেন! আপনি বার বার সামনে আসার জন্য বলছেন। আপনি এমন কোন ব্যক্তি? যার চেহারা মোবারক দর্শন করলে আমি বা আপনি লাভবান হবেন বা হবো ! ব্লগ এর কেচাল বাইরে আনার উদ্যেশ্য কি আপনার?(আশাকরি জবাবটা দিবেন আপনি) ইভেন এর আগেও আপনার সাথে দেখলাম বেশ কয়েকজনের কেচাল হলো। সবাইকে আপনি ব্লগ ছেড়ে ব্লগ এর বাইরে দাওয়াত করেছেন। ব্লগ এর বাইরে আলোচনায় আপনি এত আগ্রহি কেনো? কি আছে ব্লগ এর বাইরে?

এরপর আসি আসল কথায়। দেখেন ব্লগ লুল মানে সবাই আপনাকেই জানে। লুল শব্দটা যখন আলোচনায় উঠে আসে তখন লুল শা অর্থাৎ আপনাকে নিয়েই সবাই আলোচনা করে মজা করে। ব্লগে অনেকেই আসে বিনোদনের জন্য। কারন এখানে বিনোদন দেয়ার মত লোকজন আছে। আমি বলছি না যে আপনি। অনেকই আছে যারা পিউর বিনোদন দিয়ে থাকে। যা ই হোক কিছুদিন আগে কে যেনা একটা পোস্ট দিয়েছিল। সেরা লুল নির্বাচনী পোষ্ট। সেখানে অনেকেই লুল শা কে ভোট করেছে। পোষ্টে ঢোকে অন্যান্য ব্লগাদের মতামতের উপর সন্মান রেখে আমি বলেছিলাম যে আমিও লুল শা কে ভোট দিবো। যেখানে সবাই আপনাকে একজন লুল হিসাবে জানে সেখানে আমার বলাটা আপনার খুব লাগার কারনটা বুঝলাম না।

আর আলোচনা করার ইচ্ছা থাকলে যে কোথাও করা যায়। করতে চাইলে এখানে করতে পারেন। তাতে আমি কোন সমস্যা দেখছি না। বিষয়টা এমন কোন বিষয় নয় যে লোক চক্ষুর অন্তরালে যেয়ে আলোচনা করতে হবে। আশাকরি বুঝতে পেরেছেন। তারপরও যদি আপত্তি থাকে আমার ব্লগে আসতে পারেন কারন আমার প্রতি আপনার অভিযোগটা আমার ব্লগে গিয়েই জানিয়ে আসবেন।

চানমিয়া সরদারের সাথে আপনার কি হইছে আমি জানি না। তার সাথে আমাকে জরানোটা ঠিক না। সে যদি কিছু করে থাকে সেটা আমি কেনা ভোক করবো? না সেটাও আমার নিক? ঐ নিক এর পেছনে কে আছে আমি জানি না বা জানার কোন প্রয়োজন মনে করছি না। আপনি আমার পোষ্ট গুলো ঘেটে দেখেন। আমি কোন লেখক নই। সবার লেখা পড়ি ভাল লাগে মন্তব্য করি। এক ধরনের দায়বদ্ধতা থেকে মাঝে মাঝে দুএকটা ফান পোষ্ট দেই। এছাড়া আর কিছুই না। আশাকরি বুঝতে পেরেছেন। সো চানমিয়ার ব্যাপারাট ওনার সাথেই আলেচনা করলে ভাল হয়।

৬২| ১৩ ই আগস্ট, ২০১১ রাত ১:০২

কেরামত আলী বলেছেন: @জিসান শা ইকরাম(মামা)


আমার ৬৩রং কমেন্টটি আপনার জন্য। বাহ! মাথার উপর দেখি চাঁন মিয়া সরদার হাজির। :|

৬৩| ১৩ ই আগস্ট, ২০১১ দুপুর ১:৫৯

দূর্জয় বলেছেন: আহারে এখানে দেখি সবাক গালিবাজের জন্য একজন কান্না করতে করতে শেষ। সবাক সহ আরো না্স্তিক গালিবাজের জন্য উনার এত দরদ কেন??? উনার গালিবাজদের সাথে এত খাতির আগে জানতামনা। কেউ একটা টিস্যু দিয়ে যান উনাকে। :(( :(( :(( :(( =p~

চাঁন মিঞা সরদার নানা আপনি এইখানে কি করেন?? রাস্থায় কতো কুকুর ঘেউ ঘেউ করে তাতে কি কান দিতে হয়?? লাঠি দিয়া একটা গুতা দিয়া সরে পড়েন।

৬৪| ১৪ ই আগস্ট, ২০১১ বিকাল ৪:০৬

বোবায় বলেছেন: ফাইরুজ , মাহি ফ্লোরারে কিছু কইলে আপনের এত লাগে কেন বুইড়া ভাম শামসুল ইকরাম পিরু? ;)

মাহি ফ্লোরা খারাপ লেখে তাতো তো কোন অমত নাই, কিন্তু সে ছাগ বান্ধব তাই হেরে ছাগী কইছি, ছাগুর স্ত্রী লিংগ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.