নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য বই মিথ্যা বলিব না

তৌহিদুল মিনহাজ

সত্য বই মিথ্যা বলিব না

তৌহিদুল মিনহাজ › বিস্তারিত পোস্টঃ

একটা লোকাল ট্রেনের গল্প...!!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৩

কোন রকমে স্টেশন এসে পৌঁছেছে শফিক,বাস থেকে নেমে এত টুকু ছুটে আসতেই হাঁপিয়ে গিয়েছে সে।স্টেশনমাস্টার কে জিজ্ঞেস করে জানল রূপনগর স্টেশনের টিকেট শেষ হয়ে গিয়েছে।তবে তিন স্টেশন সামনের টিকেট কিছু খালি আছে,বাধ্য হয়ে তাই কিনল।ট্রেন ছেড়ে দেওয়ার আগ মুহুর্তে অনেক ধাক্কা ধাক্কা করে নিজের বগিতে উঠলো, কিন্তু তার সিট আরেক জন দখল করে বসে আছে,দখলদার ব্যক্তির এক কথা - সে আগে এই সিটে বসেছে,তাই সিট তার।অনেক কষ্টে শফিক নিজের সিটে বসতে পারে।বসেই সে চিন্তার সাগরে ডুব দেয়,শফিক আজ সোমার বিয়েতে যাচ্ছে।সোমার আসল নাম সুমাইয়া,শফিক আদর করে সোমা ডাকত।শফিক ধীরে ধীরে স্মৃতি হাতড়ে বেড়ায়,এই তো মাত্র চার বছর আগে সোমার সাথে পরিচয়। সহজ সরল, নিরীহ টাইপ একটা মেয়ে ছিল সোমা।চিন্তার মাঝে হঠাত ছেদ পড়ে শফিকের,ফেরিওয়ালা চিৎকার করছে-এই রিং চিপস,এই চিপস চিপস,রিং চিপস।শফিকের সামনের বসা মেয়েটা চিপস দরাদরি করছে,দরাদরি দেখতে শফিকের ভাল লাগছে না,নিজেকে ফেরিওয়ালা টার চাইতেও অসহায় লাগছে।পাশেই এক বুড়ি মা বসেছে,তাও নিজের বার-তের বছরের নাতনীকেও পাশে বসিয়েছে।দুই জনের সিটে তিন জন বসায় শফিকের অবস্থা কাহিল,তার উপর এক দুই লোক চেঁচামেচি জুড়িয়ে দিয়েছে,ভয়াবহ ঝগড়া। এর পক্ষ বরিশাল বাড়ি,আরেক পক্ষ ঢাকাইয়্যা।ঝগড়ার মূল বিষয় হলো,বরিশালের ভদ্র লোক উনার বঊ নিয়ে কোথাও যাচ্ছিলেন, আর তার অভিযোগ ঢাকাইয়্যা লোকটা ওর বউয়ের দিকে খারাপ নজরে তাকিয়েছে।শফিক জেনে নিল বরিশালের ভদ্র লোকের নাম নাসিম,তার বউ সাবিনা।মেয়েটা সুন্দর বটে,তবে গর্ববতী। ঢাকাইয়্যা লোকটা চেঁচিয়ে বলতেছে,ঘরে এত সুন্দর বউ রাইখ্যা আপনার পেট উঁচা বউয়ের দিকে কোন দু:খে নজর দিমু.।এবার ঝগড়ার মধ্যে বুড়ি মা নাক গলিয়েছে,তিনিও চিৎকার করছেন,আর তার মুখের পানের পিকের ছিটকা শফিকের মুখে পড়ছে।শফিক আরেক দিকে মুখ ঘুরিয়ে বসে রইলো। সামনে বসা মেয়ে গুলোর মনে হয় দরাদরির শখ আছে,যেই ফেরিওয়ালা যাচ্ছে দাম করছে,তবে কিছু যে কিনছে না তা নয়,এর মধ্যেই ঝালমুড়ি, ডিম,সিংগরা কিনে খেয়েছে,ছোট মেয়েটা নিজের খাওয়া অর্ধেক সিংগরা শফিককে সেধেছে, শফিক নেয় নি।শফিক আবার স্মৃতির সাগরে ডুব দিয়েছে,গতকাল নাকি রাতে গায়ে হলুদ হয়ে গেছে,হাতে মেহেদী পড়েছে সোমা।বিয়েতে শফিককে দাওয়াত দেওয়া হয় নি,তাও সে যাচ্ছে-সোমাকে একটা উপহার দিতে....!! আবার হট্টগোল...!! ইচ্ছামত আজে বাজে জিনিস খেয়ে সামনের মেয়েটা বমি করে ট্রেন ভাসিয়ে ফেলেছে।এরই মধ্যে দোয়া দরূদের আওয়াজে পাশে ফিরে দেখে এক হুজুর মাদ্রাসার জন্য চাঁদা তুলছে,শফিক দ্রুত ৫০ টাকা দিয়ে বিদায় করে দিল,তা দেখে এক ভিক্ষুক শফিককে পেয়ে বসল।টাকা ছাড়া সে নড়বেই না,এটাকেও টাকা দিয়ে বিদায় করল।ইতিমধ্যে বুড়ি মা নাসিম সাহেবের বউয়ের সাথে গল্প জুড়ে দিয়েছেন,উনার আগ্রহ কেবল সে কেমনে পোয়াতি হলো সেই বিষয়ে।নাতি নাতনী থাকার পরেও কিভাবে গর্ভবতী হয় সেই ব্যাপারে বুড়ি অজ্ঞ দেখে শফিক অবাক হয়ে গেল,আর নিজের চিন্তার ডুবে গেল।শফিক ভাবতে থাকে-এই তো কয়েক বছর আগে সোমাকে দুটা লাল গোলাপ দিয়েছিল শফিক,তারপরই সোমা শফিকের জন্য একটা লাল গোলাপ নিয়ে এসে বলে-দুটা গোলাপের মত আলাদা নয়,বরং এই একটা গোলাপের মত তুমি আর আমি একই অস্তিত্ত্ব।তারপর কত গুলো বছর কেটে গিয়েছে,কত বিকেল চলে গিয়েছে এক সাথে।আর আজ সোমার বিয়ে...!!পাত্র ভাল,স্মার্ট,পেশায় শফিকদের ডিপার্টমেন্টেরই শিক্ষক,তাই শফিক,সোমার বিয়েতে যাচ্ছে ঠিক দুটা লাল গোলাপ উপহার দেওয়ার জন্য.....ভাবতে ভাবতে কখন যে শফিকের চোখে ঘুম নেমে আসে শফিক বুঝতেও পারে না,সে ঘুমের রাজ্যে হারিয়ে যায়....!! আর লোকাল ট্রেনটা চলতেই থাকে....-ঝিক ঝিক,ঝিক ঝিক.....ঝিক.....!!

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৩

তাহমিদ আহবাব বলেছেন: ভাই, পুরোটা শেষ করলেন না,আজিব <_

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৪

ফাহিম শিশির বলেছেন: এইডা কিছু অইলো? গপ্পো লিখেন ভালো কথা, কিন্তু নামগুলো কপি করা ক্যারে?

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৭

মাকড়সাঁ বলেছেন: ভালো লাগা চলতেই থাকে....-ঝিক ঝিক,ঝিক ঝিক.....ঝিক....

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০১

তৌহিদুল মিনহাজ বলেছেন: শেষ টা না হয় শেষ নাই হোক...

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০২

নামহীন বিপ্লবী বলেছেন:

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৪

তৌহিদুল মিনহাজ বলেছেন: মাঁকড়সা রা জাল বুনতেই থাকে.....!!

৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৮

মোঃ সালহউদ্দিন নাসিম বলেছেন:

৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৮

বিষণ্ণ সৈনিক বলেছেন: {হুম ভালো হয়েছে লেখাটাh

৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৬

তৌহিদুল মিনহাজ বলেছেন: আপনাকে ধনেপাতা,, বিষন্ন সৈনিক....

১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৬

রুপালী কাবিন বলেছেন: সোমাকে ভাবতে ভাবতে ঘুমের মধ্যে কিছু হয়নি তো?

১১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৬

তৌহিদুল মিনহাজ বলেছেন: #রূপালি, সেটা শফিকের ঘুম ভাংলে জিজ্ঞেস করতে হবে

১২| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩২

দাউদ খান বলেছেন: নাসিম সাব কিন্ত এখন মাইয়ার বাপ

১৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৫

আখেনাটেন বলেছেন: ভাই ট্রেন চালিয়ে হুট করে নেমে গেলে হবে, এখন থামাবে কে...(গল্পের ধরণের জন্য)।

১৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২০

তৌহিদুল মিনহাজ বলেছেন: গল্প শেষ না করার মধ্যে মজা আছে.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.