![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাতি হিসেবে আমরা যেন মাঝে মাঝে খুবই অধৈর্য্য..!! আবার মাঝে মাঝে দেখা যায় অনেক অন্যায়কে যুগ যুগ ধরে সহ্য করে গিয়েছি।
মুক্ত চিন্তার ক্ষেত্র যেমন আমরা সংকুচিত করে ফেলেছি অনেক সময় তেমনি অনেক সময় মুক্ত চিন্তার নামে বিভিন্ন ধর্মকে আঘাত,অশ্লীলতা কে প্রশ্রয় দিয়েছি। ব্লগে লেখালেখি করতে গিয়ে কখনো কখনো আমরা যেমন চরম অশালীন ও কুৎসিত মনের পরিচয় দিয়েছি,তেমনি ব্লগার,লেখক হত্যা করার মত চরমপন্থাও আমরা অবলম্বন করেছি।
.
অনেক আকাংখা আর আস্থা নিয়ে সামুতে লিখতে এসেছি,জানতাম এটা মুক্ত চিন্তা চর্চা ও গবেষনার একটা উন্মুক্ত স্থান।বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ লেখকদের মিলন মেলা।ভেবেছিলাম এখানে যুক্তি আর সত্য দিয়েই মিথ্যার প্রতিরোধ করা হয়।এই রকম সুনাম আছে জেনেই এই সাইটে লিখতে এসেছি।
.
কিন্তু গত কয়েকদিনে একটা জিনিস লক্ষ করেছি,বেশ কয়েকটা পোষ্ট ডিলেট হয়ে গিয়েছে,বেশ কয়েকজন ব্লগার ব্যানড হয়েছেন।একজন যুদ্ধাপরাধ নিয়ে লিখেছেন-তার লেখায় কমেন্ট করতে গিয়ে দেখছি লেখাটা উধাও। অথচ সেই লেখায় আমি খারাপ কিছু দেখি নি,শুধু মাত্র জামায়াত নেতাদের পক্ষে তার কিছু যুক্তি উপস্থাপন করেছিল।এই রকম একবার নয়,কয়েকবার দেখেছি।কিন্তু এমন হবে কেন??এইখানে অনেক জ্ঞানী লোকেরা আছেন,মুক্তিযোদ্ধার সন্তানেরা আছেন,তারা যদি পারত গঠনমূলক জবাব দিত..!!অসুবিধা কি ছিল...??কিন্তু পোষ্ট ডিলেট করে দেওয়া তো ঠিক নয়,অথচ এখানেই আমি দেখেছি চরমতম অশ্লীল পোষ্ট দিব্যি বজায় ছিল...!! তাহলে আমরা কি ধরে নিব..??এখানে সবার জন্য সমান সুযোগ নেই বা এটা মত প্রকাশের উপযুক্ত জায়গা নয়??
.
তবে কি আমরা ধরে নিব সামু সব মানুষের প্রতিনিধিত্ব করে না,বরং নির্দিষ্ট কোন গোষ্ঠীর সেচ্ছাচারী প্রতিষ্ঠান বা নির্দিষ্ট কোন গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছে..??তবে সেটা বাংলাদেশের মুক্ত চিন্তা প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন ভূমিকাই রাখতে পারবে না,আর সেটা হবে খুব দু:খজনক....!!
২| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩২
তৌহিদুল মিনহাজ বলেছেন: মুক্ত চিন্তার সংজ্ঞা বলে কৃতার্থ করবেন,প্লিজ।।
৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৫
সজিব্90 বলেছেন: ডানপন্থিদের পক্ষে কিছু বলা যাবে না,কিছু লিখা যাবে না।
৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৮
তৌহিদুল মিনহাজ বলেছেন: মি: সজিব,আপনাদের এমন স্বৈরাচারী মনোভাব কেন??এটা কি কোন মংগল বয়ে আনবে??
৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৫
ফারুক১ বলেছেন: সামু মুক্তিচন্তার প্লাটফর্ম নয়।
সাংবাদিক অঞ্জন রায়ের ভাষায়,
আমি নিরোপেক্ষ নয়। আমি মুক্তিযুদ্ধের পক্ষে।
'মুক্তচিন্তা' শব্দের অপপ্রয়োগ বন্ধ হওয়া দরকার।
আমার পর্যবেক্ষণ হল-
মুক্তিযুদ্ধ কে আজ আ-লীগ যেমন নিজেদের ট্রেন্ড মার্ক করেছে।
সামুও মুক্তমনা শব্দকে ট্রেড মার্ক করতে চাচ্ছে।
এটা কোন নিয়মেই বৈধ নয়।
৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৮
তৌহিদুল মিনহাজ বলেছেন: অঞ্জয় রায়ের থেকে সার্টিফিকেট নিয়েও কিছুর দলিল আসবে না।
©somewhere in net ltd.
১|
০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৮
কলাবাগান১ বলেছেন: জামাতের পক্ষে কথা বলা কে মুক্তচিন্তা ভাবতে পারি না