![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঘের শীতে সুমন মিয়া গেলেন তিনি গ্রামের বাডী,
নানান পিঠার স্বাদের মাজে দর্শন পেলেন গ্রামের হুরী।
তেলের শিশির পুরো ফাইল মালিশ হোলও গায়ে,
পারলে সুমন কেঁদেই ফেলে হামডে পড়ে পায়ে।
তাতেও তার মন গলেনা নামটি যে তার শাহানা,
সুযোগ পেলে কে ছাড়ে ভাই দেখাতে তার ক্ষমতা।
প্রেম কি শুধুই এক পক্ষের ও দেবে না মোটেও মন?
ডিজিটেলের এই যুগেতেও পড়ে আছে বৃন্দাবন।
একার প্রেমে বোকাই মরে সারাজীবন কাদাই সাধ,
ভাবছে বসে সুমন মিয়া প্রেম যেন এক বালির বাধ।।
©somewhere in net ltd.