নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ মারার ফাঁদ পেতে হে মানুষ,\nআর কতকাল করবে মানবতা ধ্বংস।\nএসো সকলেই হোক সকলের সঙ্গী,\nপরিবর্তন হোক না সকলের মনভঙ্গি।\nশান্তির নাম দিয়ে রক্ত জরানও খেলা,\nশুনতে চাই না আর ক্রন্দনরত বাক্য\nদেখতে চাই না অমানবিক দৃশ্যটি,\nআমাদের সকলের মনে গডে তুলি\nপ্রেমপ

রিবন েফনী

রহাতুল ইসলাম মানিক

রিবন েফনী › বিস্তারিত পোস্টঃ

সংক্ষিপ্ত ইসলাম ইতিহাস ২য় পর্ব

২৮ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৫



বিসমিল্লাহের রহমানের রাহিম

ইবলিসের পরোচনায় পডে কিভাবে যুগে যুগে মানবজাতি অন্যায় অত্যাচার ও রক্তপাতে নিমজ্জিত হলও আসুন আমরা একটু দেখি। ইবলিস তার চ্যালেঞ্জ জয়ী হওয়ার জন্য কুপরোচনা দিয়ে আদম হাওয়ার নিজ পুত্র কাবিলকে দিয়ে তার নিজ ভাই হাবিবকে হত্যা করালও ফলে মালাইকদের ধারনা সত্য প্রমানিত হল শুরু হলও পৃথিবীতে আন্যায় অত্যাচার অশান্তি। ক্রমান্যয়ে আদমের বংসধর পৃথিবীতে চডিয়ে পডতে লাগলো আল্লাহ তার প্রতিশ্রুতি মোতাবেক নবী রাসুলদের মাধ্যমে পথ দেখাতে থাকলেন কিন্তু আল্লাহের প্রতিনিধি মানুষ ইবলিসের পরোচনায় আল্লাহর হুকুম অমান্য করে নিজেরাই নিজেদের চলার পথ তৈরি করে নিলো ফলে তারা অন্যায় অত্যাচার ও রক্তপাতে নিমজ্জিত হলও। নবী রাসুলর পেরনের ধারাবাহিকতায় আল্লাহ তার এক প্রিয় বান্দা নুহ (আঃ) পাঠালেন মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য।তিনি ৯৫০ বছর তার জাতিকে আল্লাহের নির্দেশিত পথের দিকে ডাকলেন কিন্তু ইবলিস তাদের এমনই মোহগ্রস্ত করে রেখেছিল যে তারা নুহ (আঃ) এর ডাকে সাডা দিলো না। অবশেষে আল্লাহ তার হুকুম প্রত্যাখ্যান করার অপরাধে নুহ (আঃ) এর জাতিকে শাস্তি প্রধানের সিদ্ধান্ত নিলেন।আল্লাহ নুহ (আঃ) কে আদেশ দিলেন একটি জাহাজ তৈরি করতে এবং তার সঙ্গী সাথী ও প্রত্যেক প্রাণীর এক জোডা করে সে জাহাজে তুলতে,নুহ(আঃ) আল্লাহের নির্দেশ অনুযায়ী জাহাজ তৈরি করলেন এবং প্রত্যেক প্রাণীর এক জোডা করে সে জাহাজে তুললেন। অতপর আল্লাহ পৃথিবীতে এমন প্রলয়ঙ্করী বন্যা বহীয়ে দিলেন যে পৃথিবী থেকে তাদের অস্তিত্ত বিলীন হয়ে গেলো। শুধুমাত্র নুহ (আঃ) ও তার সঙ্গী সাথীরা জাহাজের উপর ভাসতে লাগলেন। তারপর আল্লাহের আদেশে প্লাবন শান্ত হলও।নুহ(আঃ) তার সঙ্গীসাথীদের নিয়ে জুবি নামক পাহাডে অবতরণ করলেন। অতপর মানবজাতি আবারো পৃথিবীর বুকে চডিয়ে পডলো,তারা আল্লাহের সার্বভৌমত্ত মেনে নিয়ে তাদের ব্যক্তিগত পারিবারিক ও সামাজিক জীবনে আল্লাহের হুকুম প্রতিস্টার মাধ্যমে শান্তিময় জীবন পরিচালনা করতে লাগলো। ইবলিসের পরোচনায় আবারো মানুষ ক্রমান্নয়ে নুহ(আঃ)আনিত সরিয়া হতে বিচ্যুত হতে লাগলো। আবারো শুরু হোল আন্যায় অত্যাচার ও রক্তপাত। চলবে------------।

যদি আপনাদের ভাললাগে শেয়ার করুন

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.