নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ মারার ফাঁদ পেতে হে মানুষ,\nআর কতকাল করবে মানবতা ধ্বংস।\nএসো সকলেই হোক সকলের সঙ্গী,\nপরিবর্তন হোক না সকলের মনভঙ্গি।\nশান্তির নাম দিয়ে রক্ত জরানও খেলা,\nশুনতে চাই না আর ক্রন্দনরত বাক্য\nদেখতে চাই না অমানবিক দৃশ্যটি,\nআমাদের সকলের মনে গডে তুলি\nপ্রেমপ

রিবন েফনী

রহাতুল ইসলাম মানিক

রিবন েফনী › বিস্তারিত পোস্টঃ

ইসলামের ইতিহাস ৫ম পর্ব সংক্ষিপ্ত

০৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

বিসমিল্লাহির রহমানির রাহীম

ইহুদী বংশের নবী হযরত দাউদ (আঃ) অভিশাপের ফলে আল্লাহ তাদেরকে মূর্তি পূজারী রোমানদের প্রধানত করে দিয়েছিলেন তখনও তারা তাওরাতের আংশিক বিধান মেনে চলতো। কিন্তু ইহুদী ধর্মের আলেমদের অতি বিশ্লেষণের ফলে এই দীনটি তার আধ্যাতিকতা হারিয়ে ভারসাম্যহীন হয়ে গিয়েছিলো। আল্লাহ ঈসা (আঃ) কে পাঠালেন সেই ভারসাম্য পিরিয়ে আনতে। তিনি মুসা (আঃ) সরিয়াহকে সমর্থন করলেন এবং বললেন আমি বনিইসরাইলের পথভ্রষ্টদের সঠিক পথ দেখাতে এসেছি সে জন্য তিনি তার অনুসারীদের ইহুদীদের বাহিরে ধর্ম প্রচার করতে কঠোরভাবে নিষেধ করেছিলেন। তাই মূর্তি পূজারী রোমান শাসকরা তার ধর্ম প্রচারে কোন বাধা দিলো না বরং বাঁধা হয়ে দাডালও তৎকালীন ইহুদীদের আলেমশ্রেণীর ধর্মব্যবসায়ী মোল্লা যাদেরকে রাব্বায়ি,সাদ্দুসায়ি,ফারিচি ইত্যাদি নামে ডাকা হতো। এই মোল্লাশ্রেণী বায়তুল মোকাদ্দছ মসজিদটিকে তাদের ব্যবসা কেন্দ্র বানিয়ে রেখেছিলো। ঈসা (আঃ) তাদের ধর্ম ব্যবসায়ে বাঁধা হয়েও দাডালেন, তিনি যখন সাধারন মানুষের সামনে ঐ সকল ধর্ম ব্যবসায়ীদের মোখোশ খুলে দিতে লাগলেন তখন তারা ঈসা (আঃ)কে হত্যার পরিকল্পনা করেন। এক পর্যায়ে মোল্লারা রোমান শাসকদের বুজাতে সক্ষম হলো যে ঈসা (আঃ) তাদের জন্য এক বিপদজনক শক্তি এবং জনগণকে বুজাতে লাগলো যে ঈসা (আঃ) একজন ধর্মদ্রোহী ও যাদুকর।তখন ইবলিস যেন স্বয়ং ধর্ম ব্যবসায়ীয় আলেমদের রুপ ধরেছিল। ঈসা (আঃ) এর খুব কাছের সাহাবী জুদাস ইস্কারিয়াস মাত্র ৩০মুদ্রার বিনিময়ে রোমানদের হাতে ঈসা (আঃ) কে ধরিয়ে দিলো। ঈসা (আঃ) কে আল্লাহ সশরীরে উঠিয়ে নিলেন এবং বিশ্বাসঘাতক জুদাস ইস্কারিয়াসকে আল্লাহ হুবুহু ঈসা (আঃ) এর রুপ দিলেন। এই মুনাফিককে আল্লাহ শাস্তি সরূপ কুশে চডালেন।ঈসা (আঃ) কে আল্লাহ তুলে নেওয়ার পরে তার আসাদগণ প্রানের ভয়ে ফেলেস্তাইন চেডে বিভিন্ন দিকে চডিয়ে পডল।চলবে----------------------।যদি আপনাদের ভালো লাগে শেয়ার করতে পারেন ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.